![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(স্পইলার alert )
এবিসিডি দেখে অনেক ভাল লেগেছিলো ।
তাই ২ নম্বর সিকুয়েল থেকে প্রত্যাশা বেশি ছিল ।
কিন্তু সেই প্রত্যাশায় গুঁড়ে বালি । পরিচালক রিমো কে বুঝতে হবে যে নাচের মুভি তে
শুধু নাচ দেখালেই হয়না । ভাল গল্প ও লাগে ।
ট্রেইলার দেখে হ্যাপি নিউয়ারের ছাপ পেয়েছিলাম ।
মুভি দেখতে গিয়ে ও বার বার হ্যাপি নিউয়ারের কথা মনে পরেছে ।
পুরো মুভি তে বেশ কিছু বোরিং দৃশ্য আছে, যেগুলা পরিচালকের এড়ানো উচিত ছিল ।
এই প্রজন্মের বলিউডের নায়কদের মধ্যে আমার সব থেকে ভাল লাগে বরুণকে ।
নাচের ব্যাপারে ও শুরু থেকেই দক্ষ ।
সব থেকে চ্যালেঞ্জিং চরিত্র ছিল স্রদ্ধা কাপুরের ।
ড্যান্স বাসন্তি গানের মধ্যে ভাল নাচলেও এই মুভি তে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে।
মুভি এর শেষের দিকে ছোট একটা আবেগের দৃশ্য আছে, যার থেকে হ্যাপি নিউ ইয়ার অনেক
ভাল। বার বার হ্যাপি নিউ ইয়ার টেনে আনছি বলে দুঃখিত ।
একান্ত ড্যান্স লাভার না হলে মুভি টা এড়িয়ে যেতে পারেন ।
তবে যারা স্টেপ আপের নকল বলে নাক খিচকাবেন তাদেরকে বলব, এটা
মুম্বাইয়ের একটা ড্যান্স গ্রুপ থেকে অনুপ্রানিত .....................।।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৫ ভোর ৪:০২
রাতুল ভাই বলেছেন:
তবুও সুযোগ পেলে একবার দেখে নেব৷