![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরিয়ানদের মত এত আবেগ আর কে দেখাতে পারে?
আর যদি আবেগের সাথে একশন দেখানো যায়, তাহলে তো কথাই নেই।
'নো টিয়ারস ফর দ্যা ডেড" এমনই একটা মুভি ।
অভিনেতা জং ডং গানের মাই ওয়ে মুভি টা দেখেছিলাম । খুব ভাল লেগেছিলো
এটা দেখে তো তার ফ্যান হয়ে গেলাম ।
গন' যিনি কিনা বেড়ে উঠেন মাফিয়াদের সাথে।
তিনি একটি মিশনে যান , এবং তার হাতে খুন হয় উমি নামের এক শিশু ।
যার কারনে গন নিজেকে দোষী মনে করে সন্ত্রাসের পথ ছেড়ে দিতে চায়। কিন্তু তার বসের
নির্দেশে সে আরেকটি মিশনে যেতে বাধ্য হয়, যেখানে টার্গেট থাকে ওই শিশুটির মা।
বাকিটা জানতে হলে দেখতে হবে দক্ষিন কোরিয়ার এই সুন্দর মুভি টি ।
একশন লাভারদের মিস করার প্রস্নই উঠেনা ....................................।।
©somewhere in net ltd.