![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাউথ ইন্ডিয়ান মুভি দেখি বিনোদনের জন্য।
তাছাড়াও তামিলে কিছু নায়ক আছেন, যাদের অভিনয় খুব ভাল লাগে।
ধানুশ, ভিজয়, বিক্রম, সুরিয়া অন্যতম সেরা অভিনেতা।
এই মুভি টা দেখতে বসা মূলত সুরিয়ার জন্য।
প্রথম দিকে মনে হয়েছিল আর ৫ টা একশন ঘরানা মুভি এর মতই হবে এটা।
কিন্তু মাঝ পথে গিয়ে মনে হলো যে, হাম তুম ওর ঘোস্টের তামিল ভার্সন হতে চলেছে এটি।
তখন চিন্তা করতে লাগলাম যে, সুরিয়ার মত অভিনেতার এগুলা মানায় না।
মুভি টা দেখতে বসার পরে আপনার ভূতনাথ রিটারন্সের কথা মনে পরলে ও পরতে পারে।
কিন্তু আমার একটা ধারনা ছিল যে, তামিল মুভি বলে কথা।
একটা না একটা টুইস্ট তো থাকবেই।
এবং শেষের টুইস্ট টাই মুভি টাকে বাঁচিয়েছে ।
সব মিলিয়ে মুভি টাকে খারাপ বলতে পারবনা।
দেখে ফেলুন আশা করি ভাল লাগবে.................................।
imdb 7/10
©somewhere in net ltd.