![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারন অসাধারন অসাধারন ।
সত্যি আমি মুগ্ধ ।
প্রথমেই ধন্যবাদ জানাই পরিচালক তন্ময় তানসেন কে ।
উনি বলেছিলেন, আমাদের দেশে ভাল গল্পের বড় অভাব। হ্যা উনি পেরেছেন,
আমাদের সামনে ভাল গল্প আনতে পেরেছেন ।
মুভি টার প্রেক্ষাপট জমিদার আমলের।
আগে হর হামেশাই জমিদার আমলের প্রেম কাহিনী নিয়ে আমরা বাংলা মুভি দেখতাম ।
কিন্তু বর্তমান সময়ে এসে এই ধরনের মুভি দেখাটা বড়ই ভাগ্যের ।
জমিদারের ছেলের সাথে বাইজীর প্রেম । এরপর ???
আর কোন কাহিনী বলবনা , আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন ।
একটি পরিচ্ছন্ন প্রেমের ছবি বলতে যা বোঝায় এটি তাই।
পরিবার কে নিয়ে দেখার মত ছবি ।
আমি সব থেকে মুগ্ধ হয়েছি নিরমাতার নির্মাণ কৌশলীর উপর।
ক্যামেরার কাজ ছিল অসাধারন, গানের দৃশ্যায়ন , নৃত্য পরিচালনা সব কিছুই অসাধারন।
বেশির ভাগ শুটিং লোকেশন আমার পরিচিত। এইসব জায়গায় পরিচালক শুটিং করে
যেভাবে চিত্রায়ন করলেন, সেটা সবাই পারেনা।
একই ছবিতে অর্ণব , আসিফ আকবর, শিরোনামহীনের তুহিনের গান শুনতে পারাটাও
ছিল রোমাঞ্চের।
বি দ্রঃ সব মিলিয়ে আবারো ধন্যবাদ দেই পরিচালক তন্ময় তানসেন কে ।
মীম , ইমন দের অভিনয় ও ছিল দেখার মত ।
সবাইকে অনুরোধ করব, আপনারা হলে গিয়ে একটিবারের জন্য হলেও ছবিটি দেখুন।
আমাদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের চলচ্চিত্র ........................।।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ