![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টালিগঞ্জের ভাগ্য ভাল যে এই যুগে সৃজিত মুখারজির মত একজন পরিচালক পেয়েছিলেন ।
সেই অটোগ্রাফ থেকেই অসাধারন মুভি বানিয়ে আসছেন ।
তার সর্বশেষ মুভি নির্বাক ।
বরাবরের মত এই মুভি ও ছিল ব্যাতিক্রম ।
অঞ্জন দত্ত , সুস্মিতা সেনের মত গুনি অভিনেতা,অভিনেত্রি কে ও এনেছেন এই মুভি তে।
এবং তাদের অভিনয় ও ছিল দেখার মত।
সত্যি একাকিত্বের মুভি এই নির্বাক ।
যারা একা থাকেন, তারা খুব সহজেই এই মুভি টার মর্ম বুঝতে পারবেন ।
অন্যদের কাছে এই মুভি টাকে নিছক পাগলামো মনে হতে পারে ।
এই ছবিতে কয়েকটা ভালবাসার গল্প রয়েছে যা একটি আরেকটির সাথে সম্পর্কিত ।
সব মিলিয়ে বলব একটি অন্য রকম ভাল লাগার মুভি এই নির্বাক ।
একা একা বসে মুভি টা দেখবেন, তাহলে সহজেই মুভি টার ভেতরে ঢুকে যেতে পারবেন ।
বি দ্র; এই মুভি সবার জন্য না ..............................।।
©somewhere in net ltd.