![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাস্তব ধর্মী মুভি সব সময় ভালোবাসি।
আর সেই ধারাকে এক নতুন রুপ দিয়েছেন শিবপ্রসাদ মুখারজি ও নন্দিতা রায়।
এই দুই জন পরিচালক সব সময় একসাথে মুভি নির্মাণ করেন। তাদের করা রামধনু মুভি টি
ছিল আমার দেখা প্রথম মুভি। তারপরে মুক্তধারা দেখেছিলাম। আজ দেখলাম অলীক সুখ।
অসাধারন মুভি বলতে যা বোঝায় এটি তাই।
ডাক্তারদের জীবনের একটি চিত্র এই মুভি তে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
যেখানে ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার এবং তার স্ত্রীর ভুমিকায় অভিনয়
করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
বর্তমান ডাক্তারের কাছে যে জিনিসের বড় অভাব তা হচ্ছে সময়।
টাকার পিছনে ছুট তে গিয়ে যে তারা অনেক সময় রোগীদের নিয়ে অবহেলা করেন, তার একটি
কমন চিত্র এই মুভি তে ঠাই পেয়েছে।
আমাদের দেশে ও এই ধরনের মুভি হওয়া খুব প্রয়োজন ।
আমি মনে করি এতে করে অল্প কিছু ডাক্তারের হলেও মন মানসিকতা পরিবর্তন হবে।
তাই বলব, না দেখে থাকলে দেখে ফেলুন এই অসাধারন মুভি .....................।।
©somewhere in net ltd.