![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি; রুম
পরিচালক; লেনি আব্রাহামসন
অভিনয়ে; ব্রি লরসন,
আচ্ছা আপনি একটি রুমে কতক্ষণ থেকেছেন?
সরবোচ্চ কতক্ষণ বাইরে যেতে পারেন নি?
আমার মত মুভি খোর ছেলেরাও তো কম করে একবার হলেও বাইরে বেরোতে যায়।
এবার ভাবুন যে, আপনি সাত বছর শুধু একটি রুমের ভেতর বদ্ধ আছেন। ভাবা যায়?
জয় সাত বছর ধরে একটি রমে বন্দি। সেটি কিন্তু শুধুই একটি রুম, কোন বাড়ি ও নয়।
সাত বছর আগে জয় কে একজন ধরে নিয়ে যায় এবং একটি গোপন রুমে আটকে রাখে,
যার হদিস কেউ পায়না।
এই রুমেই জয় তার সন্তান প্রসব করে।
যার নাম জ্যাক। জ্যাকের দুনিয়া হচ্ছে তার মা, ঘরের টিভি, চেয়ার, বেসিন ইত্যাদি।
এবং যে কিনা মনে করে বাইরের জগতে বাস্তবতা বলতে কিছুই নেই।
জ্যাক এবং জয় কি পারবে ওই রুম থেকে বের হতে?
এই গল্প শুধু একটি রম থেকে বের হবার গল্প নয়। এই গল্প একজন মা ও সন্তানের ভালোবাসার গল্প।
একজন মায়ের কাছে তার সন্তান অনেক বড়। সেই সন্তান যার ভ্রুন থেকেই আসুক না কেন?
অস্কারের সেরা মুভি র নমিনেশন পেয়েছে এই মুভি।
অস্কারের প্রতি বিশ্বাস রেখে হলেও দেখে ফেলুন এই সুন্দর মুভি।
Imdb rating 8.3
My rating 4.5/5 …………………
©somewhere in net ltd.