![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখে ফেললাম হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ । যেটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।
আজ রাজধানীর বলাকা সিনেওয়ারল্ডে প্রদর্শিত হলো কৃষ্ণপক্ষের প্রিমিয়ার শো।
যেখানে উপস্থিত ছিলেন পরিচালক মেহের আফরোজ শাওন। প্রযোজক ফরিদুর রেজা সাগর।
এছাড়াও এই চলচ্চিত্রের অভিনেতা রিয়াজ, ফেরদৌস , অভিনেত্রী মাহিয়া মাহি, তানিয়া আহমেদ সহ
মিডিয়া সংশ্লিষ্ট আরো অনেকেই।
বসন্তের দিনে এই চলচ্চিত্রের প্রিমিয়ার যেন অনেকের কাছেই বাড়তি আনন্দ হিসেবে যোগ হয়।
এই ছবিতে আপনারা দেখতে পারবেন এক ভিন্ন মাহিয়া মাহি কে।
অগ্নি কন্যা তার গতানুগতিক কমার্শিয়াল ছবির বাইরে এখানে হুমায়ুন আহমেদের সৃষ্টি অরু
চরিত্রে যেন অসাধারন ভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন।
মাহির ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে এই ছবি একটি টারনিং পয়েন্ট হয়ে থাকবে।
তার অভিনয় দর্শকদের মুগ্ধ করবে এটা বলে দেয়াই যায়। অপরদিকে এস আই টুটুল, শাওন এর
করা সঙ্গীত ও দর্শকদের মন ছুঁয়ে যাবে।
অপেক্ষা শুধু আর কয়েকটি দিন ...........................।।
©somewhere in net ltd.