![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি; সানাম রে
পরিচালক; দিব্যা খোসলা কুমার
অভিনয়ে; পুলকিত সম্রাট, ইয়ামি গৌতম , উরবরশি রাউটেলা
কিছু কিছু ভালোবাসার জন্ম হয় ছোটবেলাতেই। আর ভালোবাসার মানুষের সামনে গেলে সবার ই
হ্রিদস্পন্দন যেন বেড়ে যায়।
আমরা কি পারি, আমাদের ভালোবাসার মানুষ কে সব সময় আমাদের কাছে ধরে রাখতে?
দুনিয়ার নানা ঝামেলা আমাদের কে আমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখে।
এরকমি একটি কাহিনী নিয়ে গড়ে উঠেছে সানাম রে এর গল্প।
তুরস্কের মুভি আস্ক তেসাদুফ্লেরি সেভার এর থেকে অনুপ্রানিত হয়েছে সানাম রে সেটা বোঝাই যায়।
যেখানে আকাশ(পুলকিত) ভালোবাসে শ্রুতি(ইয়ামি) কে ।
কিন্তু জীবনের নানা ঝামেলায় সব সময় তাদের মাঝে কেউ না কেউ দূরে সরে যায়।
এর ই মাঝে আবির্ভাব হয় আকাঙ্খার(উরবরশি)।
যে কিনা উপলব্ধি করতে পারে যে, তার প্রথম ভালোবাসা হচ্ছে আকাশ।
কিন্তু আকাশ তো ভালোবাসে শ্রুতি কে। এখন??
আকাশ কি খুঁজে পাবে হারিয়ে যাওয়া শ্রুতিকে ??
সেটা জানতে হলে দেখতে হবে আপনাকে এই সুন্দর ভালোবাসার ছবিটি।
প্রসঙ্গ অভিনয়; পুলকিতের অভিনয় আমার সব সময় ই ভালো লাগে। এখানে ও সে যথেস্ট ভালো করেছে।
আর স্পেশাল এপেয়ারেঞ্চে ঋষি কাপুরের অভিনয় ছিল চোখে পড়ার মত। তাছাড়া আর কারোরি অভিনয়
আমার নজর কাড়তে পারেনি।
প্রসঙ্গ লোকেশন; শিমলা , লাডাখ, মুম্বাই, কানাডার কিছু জায়গায় চিত্রায়িত হয়েছে “সানাম রে”
লোকেশন চয়েসের দিক থেকে পরিচালক তার আগের ছবির মতই সচেতন ছিলেন।
প্রসঙ্গ সঙ্গীত; মিঠুন,জিত গাঙ্গুলীর করা সুরে প্রতিটা গান ই ছিল অসাধারন।
সব মিলিয়ে দিব্যা খোসলা কুমারের সানাম রে বক্স অফিস কাঁপাতে যাচ্ছে এটা বলাই যায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১
শিহান দেওয়ান বলেছেন: ধন্যবাদ। আশা করি অতটা খারাপ লাগবেনা ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
আলী বলেছেন: ১.৫/৫
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০
এহসান নাইম বলেছেন: রিভিউ তো ভালোই লাগলো ভাই, দেখি মুভি কেমন লাগে...।