![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ একুশে ফেব্রুয়ারি, তাই হিন্দি গান শোনা পাপ,
আজ একুশে ফেব্রুয়ারি, তাই হলিউডের মুভি দেখার প্রশ্নই আসেনা
আজ একুশে ফেব্রুয়ারি, তাই শহীদ মিনারের সামনে গিয়ে ছবি না তুললে হবেইনা
আজ একুশে ফেব্রুয়ারি, তাই, guys, I am trying something new, এই দেখো বাংলা লিখলাম !
আজ একুশে ফেব্রুয়ারি, তাই, এই সালাম,বরকত,রফিকদের চিনিস? এদেরকে তো জানতে হবে,
আজ একুশে ফেব্রুয়ারি, তাই, listen, আমি আজকে বাংলায় whole day spoke করবো ,
আজ একুশে ফেব্রুয়ারি, তাই, চলনা জান, আজ একটা বাংলা ছবি দেখি, ইয়াক থু, শিহান,
তাই বলে বাংলা ছবি, ছি ..............................
মাগো, আমি গর্বিত যে, আমি এত সুন্দর ভাষায় কথা বলতে পারি, সাহিত্য চর্চা করতে পারি,
গুনগুন করে গান গাইতে পার। রফিক ভাইয়া, তুমি হয়তো কখনো জানতেও পারবেনা যে,
তোমার দেয়া রক্ত টা আজ কিছুটা হলেও স্বারথক। ভাষার জন্য যে, আর কোন দেশের মানুষকেই
রক্ত দিতে হয়নি।
আজকের দিনে সেই লোক কেও ধন্যবাদ জানাই, যিনি অভ্র আবিস্কার করেছিলেন।
নইলে এত সুন্দর করে বাংলায় লিখতেও পারতাম না।
মনের কথা মনেই রয়ে যেত ..................
©somewhere in net ltd.