![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি; loveshhudha
অভিনয়ে; Girish kumar, Navneet Kaur Dhillon
পরিচালক; Vaibhav Misra
মন সব সময় বলে, যদি পাখি হয়ে উড়া যেতো?
কিন্তু আমরা উড়বো কি করে? আমাদের তো ডানা নেই। তবে এখানে উড়া বলতে কিন্তু আকাশে উড়া বুঝচ্ছেনা।
এই উড়াটা হচ্ছে মুক্ত হওয়া। চারপাশের বন্দীশালা থেকে বের হয়ে একটু মুক্ত ভাবে চলা।
যে স্বাধীনতার খোঁজে আমরা সব সময় ঘুড়ে ফিরি এক জায়গা থেকে অন্য জায়গা।
কেউ স্বাধীনতা পায়, কেউ হয়তো আজীবন সেটার দেখা পায়না।
আর ভালোবাসা, সে তো সম্পূর্ণ মনের ব্যাপার।
গৌরব তার দিদিদের পছন্দের মেয়েকেই বিয়ে করবে। যদিও সে বন্দনা নামের সেই মেয়েটিকে পছন্দ করেনা।
এঙ্গেজম্যান্টের আগের রাতে গৌরব তার বন্ধুদের সাথে ব্যাচেলর পার্টি করতে বের হলো।
পরের দিন সে নিজেকে বিছানায় একটি মেয়ের সাথে আবিস্কার করলো।
কিভাবে কি হলো কিছুই বুঝে উঠতে পারছিলোনা সে।
তাকে তো বিয়ে করতেই হবে।
এংগেজম্যান্টের দিনে ঠিক ই এঙ্গেজম্যান্ট হয়ে গেলো , এবং সেই মেয়েটির সাথে বিয়ে হয়ে গেলো। বাকিটা?
আপনারাই দেখে নিবেন। তবে এত টুকু বলে দিতে পারি, হতাশ হবেন না।
কমেডি ঘরানার এই মুভি আপনাকে দিতে পারে কিছু মূল্যবান শিক্ষা । যা হয়তো জীবনে প্রভাব ফেললে
ফেলতেও পারে।
প্রসঙ্গ অভিনয়; সেই রামাইয়া ভাস্তাভাইয়ার পর দীর্ঘ বিরতি। এবং নতুন গিরিশ কুমারের আগমন।
পরিবর্তন চেহারাতে পরিবর্তন অভিনয়ে। যথেস্ট ভালো করেছেন গিরিশ কুমার।
অপরদিকে অভিষিক্ত নাবনিত কৌর ঢিলন খারাপ করেনি। বরং তার উপরে আমি ক্রাশ খেয়েছি।
প্রসঙ্গ লোকেশন; লন্ডন, শিমলার কিছু জায়গায় এই ছবির শ্যুট করা হয়েছে। লোকেশন চুজের ক্ষেত্রে
পরিচালক ভালোই কাজ করেছেন।
প্রসঙ্গ সঙ্গীত; আতিফ আসলামের করা “মার যায়ে” ছাড়া বলার মত কোন গান এই ছবিতে নেই।
সব মিলিয়ে বিনোদনে ভরপুর একটি মুভি লাভশুধা ।
Imdb rating 5.5
My rating 3.5/5 …………………………..
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
শিহান দেওয়ান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউয়ের জন্য ধন্যবাদ।