![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি; ছোটদের ছবি
পরিচালক; কৌশিক গাঙ্গুলী
সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা হচ্ছে মানব সন্তান।
উনি পৃথিবীতে অনেক ধরনের মানব সন্তান সৃষ্টি করেছেন।
অঞ্চল ভেদে রয়েছে তাদের গায়ের রঙের অমিল। ভাসাগত পার্থক্য ।
তবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই, - জনৈক মনিষী
এমনি রয়েছে এক শ্রেণীর মানব। যারা বামন বলে পরিচিত। কেউ কেউ বাটুলিও বলে থাকে।
বাটুলি, বাওনবির, যাই হোক তারা মানব সন্তান আর এটাই বড় কথা।
প্রসঙ্গ প্লট; খোকা সার্কাসে খেলা দেখায়। বাটুলিদেরতো আর কেউ অন্য কাজ দিতে চায়না।
তাদের ই একজন সদস্য শিবু । খোকার থেকে সে অনেক সিনিয়র ।
একদিন সার্কাস দেখাতে গিয়ে শিবু মারাত্নক আঘাত পায়।
যার জন্য অনেক টাকা খরচ হয়। প্রায় ৫০০০০ টাকার মত। কিন্তু সার্কাস পার্টি থেকে মাত্র
১৫০০০ টাকা দেয়া হয়। এবং সেই কষ্ট সহ্য করতে না পেরে শিবু আত্মহত্যা করে।
শিবুর পরিবারের পাশে এসে দাঁড়ায় খোকা।
বাকিটা না হয় আপনারাই দেখে নিবেন।
প্রসঙ্গ অভিনয়; খোকা চরিত্রে অসাধারন অভিনয় করেছে দুলাল সরকার। একজন বায়নবির যে
এত ভালো অভিনয় করতে পারে, কল্পনা করতে পারিনি। অনেক লম্বা মানুষ ও এত ভালো
অভিনয় করতে পারেনা। কো এক্ট্রেস সোমা চরিত্রে দেবলিনা রয় ও সুন্দর অভিনয় করেছে।
এই ছবিতে দুলাল সরকারের একটা অসাধারন ডায়লগ ছিল,
“ছোট মানুষ বলে কি স্বপ্নও ছোট দেখবো ?”
আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেতার পুরস্কার ও পেয়েছেন দুলাল সরকার।
প্রসঙ্গ ডিরেকশন; কৌশিক গাঙ্গুলী নিঃসন্দেহে একজন বড় মাপের পরিচালক। তাই তার পরিচালনা
নিয়েও কিছু বলার নেই। যথারীতি অসাধারন কাজ।
ক্যামেরা মুভমেন্ট , আলোকসজ্জা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছুই ছিল অসাধারন।
সব মিলিয়ে একটি অসাধারন ছবি “ছোটদের ছবি” ।
Imdb rating 7.9
My rating 4.5/5 ………………………
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫০
বিজন রয় বলেছেন: সময় পেলে দেখবো।
গুড শেয়ারিং।