![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমানিশাতেই যাচ্ছে জীবন, কাটতেছে দিন-রাত; কোথায়-কখন-কবে শেষ হবে, দেখব সুপ্রভাত।
কোন এক নায়কের কথা শুনেছিলাম, বেশ বিখ্যাত ।দুনিয়া জোড়া ছিল তার ভক্তবৃন্দ।কিন্তু তার সহ ধর্মিণী ছিল বেশ সাধারণ গোছের এক নারী।ঘর কন্যাতেই ব্যস্ত থাকতো। কিন্তু যখন স্বামীর সঙ্গে কোথাও যেত তখন নায়কের স্ত্রী হিসেবে কিছুটা সম্মান পেলেও , একাকী কোথাও গেলে কেও তাকিয়েও দেখতো না । ফলে তারও ইচ্ছা হল নায়কের মত বিশ্বখ্যাত হবার।কিন্তু সমস্যা হল তার কোন যোগ্যতা নেই।কি দিয়ে বিশ্ব স্মরণীয় হবে।একদিন এক কাজ করে ফেললো।
জামা কাপড় সব খুলে শহরের রাস্তায় দিল দৌড়। আর যায় কোথায় । পরের দিন পত্রিকার নিউজ হেড লাইন।এক দৌড়ে গড়ল বিশ্ব রেকর্ড।কিন্তু খ্যাতিরও বিড়ম্বনা আছে। স্বামী সহ্য করতে না পেরে দিল ডিভোর্স।
এ দেশের অনেক সম্ভাবনা আছে যা দিয়ে বিশ্বে অনেক বিষয়ে রেকর্ড করা সম্ভব।সেই রেকর্ড করতে গেলে কোন পয়সা খরচ হবে না বরং অর্থ উপার্জনের পথ উম্মোচিত হবে।আমরা রেকর্ড গড়তে পারি অধিক ফলনের, অধিক রপ্তানীর । দূর করতে পারি দেশের ক্ষুধা আর অভাব। সেই পথে না হেটে লাখো কন্ঠে সঙ্গীত গেয়ে রেকর্ড গড়ার মাঝে কি আছে? তবে কি আমাদের বর্তমান শাসক শ্রেণী সেই নায়েকের স্ত্রীর মত অকর্মার ঢেঁকী।তবে তো জনগণ অবশ্যই এই শাসকদের একদিন প্রত্যাখ্যান করবে।
কে জানে, একদিন হয়তো জনগণের তাড়া খেয়ে Just Born Baby র পোশাক পরে দেশ ছেড়ে পালাবে।
এখান থেকে সংগৃহিত
২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৩৩
সিকান্দার বলেছেন: তাড়া খেয়ে Just Born Baby র পোশাক পরে.............
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সেই পথে না হেটে লাখো কন্ঠে সঙ্গীত গেয়ে রেকর্ড গড়ার মাঝে কি আছে? তবে কি আমাদের বর্তমান শাসক শ্রেণী সেই নায়েকের স্ত্রীর মত অকর্মার ঢেঁকী।তবে তো জনগণ অবশ্যই এই শাসকদের একদিন প্রত্যাখ্যান করবে।