![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
হটাৎ করেই বুঝতে পারলাম বই কালেকশন করাটা আমার একটা হবি। কিনে হোক, কারও কাছ থেকে চেয়ে হোক, অথবা চুরি করে হোক আমি বিভিন্ন ধরনের বই সংগ্রহ করি। তবে লক্ষ্যণীয় বিষয় এটাই যে সাহিত্য রিলেটেড বই (উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ ইত্যাদি) আমার কাছে নেই বললেই চলে। আমি খুব একটা বই পড়ি না। আজ রুম পরিষ্কার করতে গিয়ে হটাৎ করেই বই গুনতে শুরু করলাম। বই এর সংখ্যা সব মিলিয়ে ২১০ টা। ভাবছি ভবিষ্যতে আমার বাসায় যে লাইব্রেরিটা থাকবে তা দেখতে খুব একটা খারাপ লাগবে না। বই এর কালেকশন তো চলতেই থাকবে; জীবনের শেষ দিন পর্যন্ত।
©somewhere in net ltd.