![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
আমি নীলক্ষেত এর দিকে যখন যায় তখন বই এর দোকান গুলো এড়িয়ে চলি।বই মেলার এত কাছে থেকেও দুই একবারের বেশি যায় না। কারন বই দেখলেই বই দেখতে এবং কিনতে ইচ্ছে করে কিন্তু পকেটে যে টাকা থাকে না।
স্বপ্ন দেখি একদিন আমার অনেক টাকা হবে। আমার ছেলে/মেয়ে প্রতিদিন বই মেলায় যাবে তাদের বাবার হাত ধরে। বই কিনবে....
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
তাসজিদ বলেছেন: পূরণ হোক আপনার মত বইপ্রেমির সপ্ন।