![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
জয় বাংলা!!!
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা!!!
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার!!!
আর কোন দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই!!!
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে।
আমরা পরাজয় মানবনা, ভীরুর মতো ঘরের কোণে রইবনা।
শাহবাগ প্রজন্ম চত্বরে যখন সমবেত বজ্রকণ্ঠে উল্লেখিত স্লোগান আর দেশত্ববোধক গান গুলো ধ্বনিত হচ্ছে। তখন শরীরের লোমগুলো দাড়িয়ে যাচ্ছে।
এ যেন অদ্ভুত এক শক্তি, অদ্ভুত এক সাহস, অদ্ভুত এক প্রেরণা।
আজ বুঝতে পারি ৭১ এ বাংলাদেশ কীভাবে নয় মাসে স্বাধীন হয়েছিল।
এ গণজাগরণ এ দেশের চাটুকার, দূর্নীতিবাজ, দেশবিরোধীদের বিরুদ্ধে।
বুঝতে হবে এ জাতি বাঘের মতোই বাঁচতে চায়।
তোমরা যারা এ দেশকে নেতৃত্ব (সরকারি/বেসরকারি) দিচ্ছ তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি;
নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরাট করার জন্য, ভূড়ি বাড়ানোর জন্য, বুড়ি হয়ে ছুড়ি সাজার জন্য তোমরা এ জাতিকে মিথ্যা প্রলোভন দেখিওনা।
এ জাতিকে ধ্বংসের পায়তারা নিয়ে তোমরা করতে এসো না। পারবে না।
এ জাতি যখন ঐক্যের বাঁধনে বাঁধা পড়ে, দেয়ালে পিঠ ঠেকে যায় তখন এ জাতি হয়ে যায় বিষাক্ত সাপ যার ছোবলে ধ্বংস হয়ে যায় সব কু। এ দেশ বিরোধীরা, এ দেশে বৈষম্য সৃষ্টিকারীরা তোমাদের উদ্দেশ্য সফল হবে না। ঠিক যেমনটা হয়নি, ৫২ তে, ৬৯ এ, ৭১ এ ৯০ এ ঠিক তেমনি ২০১৩ তেও হবে না। এ জাতির জয় হবেই হবে। তরূণেরা নতুন করে এ দেশটাকে গড়তে চায়। কেউ তা রুখতে পারবে না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
শিক্ষিত হকার বলেছেন: রাজাকার যদি আমার বাপও হয় তার বিচারও এ বাংলার মাটিতে হবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
মঙ্গল গ্রহের যাত্রী বলেছেন: দেখুনতো কবিতাটা কেমন হল
Click This Link