নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

বই নিয়ে মজার কিছু তথ্য!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

*** অ্যালান ফ্রান্সিস নামের এক স্কটিশ লেখক একটি বই লিখেছেন। বইটির নাম '' Everything Man know about Women" বাংলা অর্থ '' মেয়েদের সম্পর্কে ছেলেরা যা জানে''। মজার বিষয় হচ্ছে বইটির ভূমিকার পর, বাকি পৃষ্ঠাগুলো একেবারে ফাঁকা। পৃষ্ঠা নম্বর ছাড়া কিছুই নেই।



*** বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হলো লাইব্রেরি অব কংগ্রেস। ৭০ মাইল বেগে একটি গাড়ি চালিয়ে গেলে লাইব্রেরির বই গুলো পার হতে সময় লাগবে ৮ ঘণ্টা।



***বিশ্বের সবথেকে বেশি বিক্রিত বইটির নাম '' এ টেল অব টু সিটিজ''। লন্ডন এবং প্যারিস নিয়ে এই বইটি লিখেছিলেন ''চার্লস ডিকেন্স।"



*** বিশ্বের বৃহত্তম বইয়ের দোকানটি রয়েছে নিউইয়র্কে। দোকানটির নাম ''বার্নস এন্ড নোবল''। দোকানের বইয়ের তাকগুলো একটার পর একটা সাজালে দৈর্ঘ্য হবে ১২ মাইলের মতো।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

ম্যাংগো পিপল বলেছেন: ++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

শিক্ষিত হকার বলেছেন: :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

আতাউররহমান১২০০৭ বলেছেন: খুব চমৎকার একটা পোস্ট। ভালো লাগল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

আশফাকুল তাপস বলেছেন: ***বিশ্বের সবথেকে বেশি বিক্রিত বইটির নাম '' এ টেল অব টু সিটিজ''। লন্ডন এবং প্যারিস নিয়ে এই বইটি লিখেছিলেন ''চার্লস ডিকেন্স।"

আই ডোন্ট থিংক সো।সবচেয়ে বেশি বিক্রিত বই বাইবেল বা কোরানের মধ্যে কোন একটা হবে।সারাবিশ্বে এক বছরে যত বাইবেল বা কোরান বিক্রি হয় সেটা চার্লস ডিকেন্সের সব বইয়ের সারাজীবনের কাটতির চেয়ে বেশি হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.