নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

জীবনের অর্থ কী?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫





১) কেউ বলে জীবন এক জলন্ত সিগারেট।

২) কেউ ভাবে না পাওয়ার বেদনাই (দুঃখ) জীবন।

৩) কেউ দেখে চাওয়া এবং পাওয়া (সূখ) হল জীবন।

৪) কারও কাছে মনে হয় টাকাই জীবন

৫) কেউ ভাবে ক্ষমতাই জীবন।

৬) কেউ বিশ্বাস করে ধর্মই জীবন।

৭) কেউ বলে মানবতাই জীবন।

৮) কাউকে বলতে শুনি জীবন অর্থ সবকিছু উপভোগ করা।

৯) কেউ ভাবে চলার স্বাধীনতাই জীবন।

১০) কেউ জীবনের অর্থ খুঁজে পাই প্রেমে, নারী পুরুষের দৈহিক মিলনে, কেউ নাচে, কেউ গানে আবার কেউ বা অভিনয়ে।

১১) কেউ মনে করে জীবন অর্থ জীবিকার তাগিদে কর্ম করা।

১২) কেউ মনে করে পাগল বেশে ঘুরে বেড়ানোই জীবন।

১৩) কেউ মনে করে নেশায় বুদ হয়ে থাকটাই জীবন।

১৪) কাউকে বলতে শুনি জীবনটা অনেক সুন্দর।

১৫) কেউ বা বলে জীবনটা অনেক বোরিং।

১৬) এমনও লোক আছে যারা বলে জীবন ইজ নাথিং।

১৭) কেউ বলে হাসি, কান্না, সুখ এবং দুঃখ মিলিয়েই জীবন।

১৮) কেউ বলে জীবন একটি রঙ্গমঞ্চ যেখানে মানুষেরা দিনের পর দিন অভিনয় করে যাচ্ছে।

১৯) কেউ মনে করে জীবন অর্থ যুদ্ধ।

২০) কেউ মনে করে জীবন অর্থ যশ-খ্যাতি-সম্মান।

২১) কেউ ভাবে জীবন অর্থ সাধারণ।

২২) কেউ মনে করে জীবন অর্থ তিন বেলা পেট ভরে খাওয়া।

২৩) কেউ মনে করে জীবন অর্থ অন্যের মুখাপেক্ষি হয়ে থাকা

২৪) কেউ বলে জীবন সম্পর্কে চিন্তামগ্ন।

২৫) কেউ জীবন সম্পর্কে উদাসীন।

আমি বলি জীবন অর্থ উপরের সবকিছু। জীবন সম্পর্কে তুমি যা ভাবছ তাই জীবন।





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

স্বপনবাজ বলেছেন: জীবন মানে একটি কবিতা সে কবিতায় প্রাপ্তি আর অপ্রাপ্তির লড়াই চলে অনবরত !

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ। :)
+++++++++++++++++++

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

চেনা মুখ বলেছেন: hm............................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.