নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের প্রেম!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

হটাত করেই দেখা, ছিলাম তোমার অপরিচিত;

দু-একটি কথা, তারপর কথা শত শত।



লোক চক্ষুর অন্তরালে, তোমার দেওয়া দৃষ্টি;

আমার হৃদয়ে বয় আলোড়ন, ঝরে রোমান্সের বৃষ্টি।



লজ্জাবতী লতার মতো, তোমার গুটিয়ে যাওয়া;

শিহরণে আপ্লুত আমি, নতুন প্রাণ পাওয়া।



চোখের আড়াল হলে তুমি, খুঁজে ফিরি তোমায়;

ছটফট আর আকুবাকু মন, আনমনা করে আমায়।



সেদিন ছিল অন্ধকার আর, তারা ভর্তি রাত;

আমার কাঁধে রাখা, তোমার কোমল হাত।



তোমার প্রিয় চটপটি খেতে, অনেক দূরে যাওয়া;

সুরের মোহনায় বন্ধ চোখে, রোমান্টিক গান গাওয়া।



এখন দেখা বন্ধ, তবুও শুনি- মিষ্টি সেই ডাক;

এখনও স্পর্শ পায়, মোর তনু- তোমার নরম হাত।



মায়াবি তোমার মুখের ছবি, ভেসে ওঠে মোর চোখে;

অব্যক্ত কথা লুকিয়ে রাখি, গুমড়ে মরে বুকে।



আমি যদি কালিয়া হতাম, তোমাকে বানাতাম শ্যাম;

ভাবছি আমি এটাই বুঝি, ক্ষণস্থায়ী প্রেম।



হোক না এই প্রেম, শুধু ক্ষণিকের জন্য;

তবুও আমি তোমার প্রেমে, হয়েছি ওগো ধন্য।



ভাল থেকো তুমি প্রিয়া, অনেক সুখে থেকো;

শুধু এ অভাগার কথা একটু স্মরণ রেখো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.