![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
ও টুটুল...........
তুই আর বেঁচে নেই ফেলবিনা নিঃশ্বাস
এ কথা কীভাবে করবো বিশ্বাস।
আমি পারিনা করতে তবুও এ কথা যে নয় ভূল।
ওরা তোকে বাঁচতে দিলোনা,
শুনলোনা তোর কোন আকুতি,
শুনলোনা তোর কোন মিনতি,
আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি এই নোংরা রাজনীতি;
তুই যে রাজনীতির মাশুল।
ও টুটুল...........
তোর সাথে দেখা হয়েছিল আমার,
একসাথে স্নান আর করেছিলাম আহার,
আজ তুই নেই আমি আছি এ কোন নিয়তি,
আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি এই নোংরা রাজনীতি;
তুই যে রাজনীতির মাশুল।
ও টুটুল...........
আজ তুই আকাশের ঐ তারা,
আমাকে দিচ্ছিস ইশারা,
ইশারায় শুনেছি তোর ধ্বনি,
তোমারা ঘৃণা কর, ঘৃণা কর, ঘৃণা কর নোংরা রাজনীতি;
এই আকুল।
ও টুটুল...........
©somewhere in net ltd.