নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

সরলপুর ব্যান্ড এর গান ''যুবতি রাধে''

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়

বৃন্দাবনের বংশিধারী ঠাকুরও কানাই

একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়

পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়



জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি

কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী

কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়

বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?

কাল কাল করিসনে লো ও গোয়ালের ঝি

আমায় বিধাতা করেছে কাল আমি করব কী?

এক কাল যমুনার জল সর্বপ্রাণী খায়

আর এক কাল আমি কৃষ্ণ সকল রাধে চায়

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল

সর্প হয়ে কাল বাশি রাধেকে দংশিল

ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল

মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল

মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি

দুই এক খানা ঝাড়া দিলে বিষ করিব পানি

এমনও অঙ্গেরও বিষ যে ঝাড়িতে পারে

সোনার এই যৌবনখানি দান করিব তারে

এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল

ছেড়ে ছুড়ে রাধে তখন গৃহবাসে গেল

গৃহবাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল

কদম ডালে থাইক্কা কানাই ফিইক্কা মারে ফুল



বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো

পরেরও রমণী দেখে জালায় জলে মরো

বিয়া তো করিবো রাধে বিয়া তো করিবো

তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো

আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও

গলায় কলসি বেধে যমুনাতে যাও

কোথায় পাবো হাড় কলসি কোথায় পাবো দড়ি

তুমি হওগো যমুনা রাধে আমি ডুইবা মরি



এমনও যুবতি রাধে যদি পেতে চাও

গলায় কলসি বেধে যমুনাতে যাও

কোথায় পাবো হাড় কলসি কোথায় পাবো দড়ি

তুমি হওগো যমুনা রাধে আমি ডুইবা মরি

Click This Link





মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

যোগী বলেছেন:
ওয়াও !
গান পছন্দো হইছে।
এটা কি মৌলিক কোন গান?

২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

শিক্ষিত হকার বলেছেন: গানটা মৌলিক

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩

শিক্ষিত হকার বলেছেন: গানটা মৌলিক

৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: গান ভালা পাইসি।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

সুমন খন্দকার বলেছেন: অস্থির একটা গান.। কম করে হলেও ১০০ বার শুইনা ফালাইছি.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.