![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
বিনয়ী হতে চেষ্টা করছি। বিনয়ী হয়ে চলার মাঝে একটা প্রশান্তি আছে। মানুষকে ভালবাসা যায়। মানুষের কাছ থেকে ভালবাসা পাওয়া যায়। একজন খারাপ মানুষ যখন আপনার সাথে উগ্র আচরণ করবে আপনি যদি তখন ভদ্র, নম্র ও বিনয়ী হয়ে তার সাথে কথা বলেন দেখবেন খারাপ মানুষটিও আপনার প্রতি সম্মান দেখাবে। আমার বাংলাদেশের সকল মানুষ যদি নম্র, ভদ্র এবং বিনয়ী হতে পারে তাহলে এ দেশে আর কোন খারাপ কাজ হবে না। আসুন আমরা নম্র, ভদ্র ও বিনয়ী হতে শিখি ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ রাত ১০:০৭
খাটাস বলেছেন: আপনি স্ট্যাটাস এ লিখেছেন, আমার সম্পদ সীমিত। আপনার মনের এই সীমিত সম্পদের ছায়া পোষ্টে দেখতে পাচ্ছি। সবার ই যদি এই পরিমান সম্পদ থাকত দেশ পাল্টে যেত। প্লাস। ভাল থাকবেন।