নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

আমার বাংলাদেশের বর্তমান রাজনীতি ও সাধারণ জনগণ

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০

মুষ্টিমেয় কয়েকজন ছাড়া যারা টক শ তে এসে নীতি কথার বুলি আওড়ায় তারাই সব প্রধান দুই রাজনৈতিক দলের চামচা!!! আর দালাল!!! চামচামি আর দালালি না করলে এদের পেটে ভাত জোটে না। জনগণের সাথে নিত্য বাটপারি করছে প্রধান দুই রাজনৈতিক দল আর তাদের চামচারা। বাংলাদেশের প্রতিটা জায়গায় ওয়ার্ড থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত যাদের হাতে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ যেমন হচ্ছে তেমনি নিরীহ জনগণের উপর চলছে নীপিড়ণ ও নির্যাতন। বর্তমান প্রধান দুই রাজনৈতিক দল একই মূদ্রার এপিঠ ওপিঠ। আমরা সাধারণ জনগণ সবই বুঝি ও জানি তারপরেও সামনের নির্বাচনে আমরা ঐ দুই দল ছাড়া অন্য কোন দলকে ভোট দেব না। হায় রে জনগণ!!! এ দেশ আসলে সরকার চালায় না; এ দেশ চালায় ঈশ্বর। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসি না হোন তাহলে বুঝে নেন এ দেশ চালায় প্রকৃতি। এ দেশের, সমাজের, মানুষের (সা. জনগণ) জীবন যাত্রার মান উন্নয়ন সরকার করেনা। এ দেশের, সমাজের মানুষ (সা. জনগণ) নিজের চেষ্টায় দুঃখ কষ্ট সয়ে, কখনো অন্যায়ের প্রতিবাদ করে, কখনো না করে নিজের পরিবার, দেশ ও সমাজকে রক্ষা করে যাচ্ছে। আর ক্ষমতায় আসীন রাজনৈতিক দলে রা রাক্ষসের মতো গ্রাস করছে দেশের সম্পদ, মান-সম্মান। এ এক অদ্ভুত দেশ যেখানে একজন সকল ক্ষমতার অধিকারী; তিনি একই সাথে দলের প্রধান, প্রধান মন্ত্রী, আবার দেশের সকল সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান (অলিখিত: তার হুকুমে সবই হয়)।



সব শেষে, একজন লোক প্রশাসনের ছাত্র হিসেবে একটি কথা সব সময়ই ক্ষমতাবানদেরকে বলে যেতে চাই; '' আপনাকে শুধু ক্ষমতাবান হলেই হবে না; মমতাবানও হতে হবে।''

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২

ফুরব বলেছেন: আইডি কিন্তু দারুন আপনার। রাজনৈতিক ক্যচাল শুনতে আর ভাল লাগে না। রাজনীতি জিবিরা সব শুয়োরের বাচ্চা ।।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ। সহমত ।

২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

আলমগীর_কবির বলেছেন: ভদ্রতার খোলস নেই। উচিৎ কথার ফুলঝুরি। ভাল লাগল।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

উড়োজাহাজ বলেছেন: সিস্টেমট পাল্টানো ফরজ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.