![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
কিছু প্রশ্ন, মনে ঘুরতে থাকে অবিরত;
উত্তর খুঁজতে গেলে, সবকিছু হয় এলোমেলো।
কোনটা ভাল আর মন্দ কোনটা, শিখতে পেরেছে কি মন;?
কে হয়েছে পর আমার আর, কে হয়েছে আপন?
সত্যিই কি পেরেছি, কারও বিশ্বাসকে রাখতে?
সত্যিই কি করেছি চেষ্টা, কারও কষ্টটাকে বুঝতে?
ভাবলাম যাকে নিজের করে, সে ভাবছে কি?
ভালবেসে তাকে আবার আমি, কেন বললাম ছি?
নিজেকে কেন বড্ড বেশি, বোকা মনে হয়?
ভাবছি কেন, এই পৃথিবী আমার জন্যে নয়?
কোনটা ছিল সত্য, আর মিথ্যা ছিল কোনটা?
তবে কি মানব জীবন আমার, হয়ে গেল শুধু বৃথা?
আমার কথায়, আমার চলায় স্বাধীনতাটা কই?
আমি তো মানব, তবে কেন মোরে দানব মনে হয়?
মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে, হচ্ছে কেন কষ্ট?
বোকার জগতে বাস করে কেন, নিজেকে ভাবছি শ্রেষ্ট?
তুমিও মানুষ আমিও মানুষ, তবু কেন এত অচেনা ?
ভাবনাগুলো হঠাৎ করে, হয় কেন দুর্ভাবনা?
©somewhere in net ltd.