নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

নেলসন ম্যান্ডেলার সেরা ১০টি উক্তি !

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

১) কোনো কাজ করার আগ পর্যন্ত সবসময় তা অসম্ভবই মনে হয়।

২) সত্যিকার নেতা তো তারাই, যারা মানুষের স্বাধীনতার জন্যে যে কোনো কিছু উৎসর্গ করতে পারে।

৩) শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা তুমি পৃথিবী পরিবর্তনে ব্যবহার করতে পারো।

৪) সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়কে জয় করা। সে সাহসী নয়, যে ভীতি অনুভব করে না, বরং সেই সাহসী যে ভীতিকে জয় করে।

৫) ভালো মাথা এবং সুন্দর হৃদয়ের মধ্যে একটি সাযুজ্য রয়েছে।

৬) পেছন থেকে নেতৃত্ব দাও - আর অন্যদের এ বিশ্বাস করতে দাও যে তারা সম্মুখে।

৭) মুক্ত হওয়া মানে কারও শিকল পরিত্যাগ করা নয়, বরং এমনভাবে জীবন যাপন করা, যাতে অন্যের স্বাধীনতা ও সম্মান বৃদ্ধি পায়।

৮) আমি সর্বতোভাবে বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। অথচ এটি আমি আমার জীবনের সর্বক্ষেত্রেই পেয়েছি; আমি এর জন্যে এখন লড়াই করছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব।

৯) একজন মানুষ কখোনই জন্ম থেকে আর একজন মানুষকে বর্ণ, বংশ বা ধমের কারণে ঘৃণা করতে জানে না। ঘৃণা করতে শেখে।

১০) অনেক উঁচু কোনো পাহাড়ের চূড়ায় উঠে মানুষের অর্জন কেবল একটাই - তখন সে জানতে পারে আরো অনেক, অনেক পাহার ডিঙানো এখনো বাকি।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪

খেয়া ঘাট বলেছেন: চমৎকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: প্লাস

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো ভালো কথা বলছেন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

ইখতামিন বলেছেন:
চমৎকার কালেকশন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

এম আর ইকবাল বলেছেন: মনে রাখার মতো ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

শিক্ষিত হকার বলেছেন: আসলেই

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

এম আর ইকবাল বলেছেন:
স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা বা অধিকার হরণ করা নয় ।
অথবা নিজ স্বার্থ সিদ্ধীর জন্য বিভ্রান্তিকর তথ্য সরবরাহও নয় ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

এবি মিনহাজ বলেছেন: আহা, ম্যান্ডেলার রাজনৈতিক মতাদর্শের ছিঁটে ফোঁটাও যদি থাকতো!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

শিক্ষিত হকার বলেছেন: একজন মহান মানুষ না হতে পারলেও মানুষ হতে পারতাম !

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

একজন ঘূণপোকা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: চমৎকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.