নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

আপনি কি কষ্টে আছেন???

১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫১

আপনি যাকে ভালবাসেন তার কাছ থেকে কষ্ট পেয়েছেন অথবা আপনার একটা স্বপ্ন ছিল যেটিকে আপনি ছুঁতে পারেন নি তাই বলে কি -

**ভেঙ্গে পড়তে হবে?

**হতাশা আর নিরাশার গ্লানি নিয়ে বিবাগী হতে হবে?

**বিড়ির পাঁচায় ঠোঁট লাগিয়ে অথবা নেশার উপকরণে বুদ হয়ে হয়ে দেবদাস সাজতে হবে?

**নিজেকে মৃত্যুর দিকে ঠেঁলে দিতে হবে?

তাহলে আপনাকে বলছি, ভাবুনতো সেই মানুষটার কষ্টের কথা -

*যেই মানুষটা হঠাৎ একটা অ্যাকসিডেন্টে অন্ধত্ব বরণ করে এই সুন্দর পৃথিবীটাকে আর দেখতে পারছেনা।

* যেই মানুষটার এই পৃথিবীতে চলার জন্যে আর দশটা স্বাভাবিক মানুষের মতো দুটি পা অথবা হাত নেই।

* যেই মানুষটা মাত্র ৩/৪ ফুট উচ্চতা নিয়ে এই পৃথিবীতে জন্মেছে।

* যেই মানুষটা কুৎসিৎ এবং কদাকার বৈশিষ্ট্যের অধীকারী হয়ে এই পৃথিবীতে অন্য দশটা স্বাভাবিক মানুষের হাসির পাত্র বা বিনোদনের খোরাক হয়।

* যেই মানুষটার ঘরে অন্ন নেই, মাথা গোঁজবার ঠাঁই নেই, পরের উপর নির্ভরশীল ।

আরও ভাবুন সেই মানুষটার কষ্টের কথা -

*যেই মানুষটা হসপিটালের বেডে ‘’ব্লাড ক্যান্সার” নিয়ে আক্রান্ত এবং সে জানে সে আর কয়েকদিন পর এই পৃথিবীতে থাকবে না।

ভাবুন ভাল করে ভাবুন।

দেখবেন আপনি অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভাল রেখেছে। সুখ দুঃখ নিয়েই তো জীবন। তাই অযথা মনকে কষ্ট না দিয়ে আপনার নিচের দিকে তাকান দেখবেন আপনি বেশ আছেন। বেশ সুখেই আছেন।

তাই মনটাকে এভাবে ভাবতে দিন “ভাল আছি, বেশ আছি, দুঃখকে ভুলে, কষ্টকেকে মেনে নিয়ে ভালভাবে বেঁচে থকার চেষ্টা করায়তো জীবনের স্বার্থকতা। ”

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৫

ফিরোজ রিয়েল বলেছেন: খুবই সত্যি কথা....সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট ভালো রেখেছেন ।

২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪৯

পাতি মাস্তান বলেছেন: হুম কথা সত্য

৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:২৪

অরণ্যতা বলেছেন: ভাবুন সেই মানুষটার কথা যেঁ তিলে তিলে আপনাকে বড় করেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.