নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যারিনা নাসরীন (সীমা)

সীমাবেস্ট

সীমাবেস্ট › বিস্তারিত পোস্টঃ

নাম পরিবর্তন

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

আমার আসল নাম ম্যারিনা নাসরিন । নিকনেম সীমা । এই ব্লগে যখন আইডি খুলি তখন ম্যারিনা নামে খুলতে না পেরে সীমা বেস্ট নামে আইডি খুলি । এখন এ নাম পরিবর্তন করে আমি 'ম্যারিনা নাসরিন' নামে ব্লগ লিখতে চাই । কিন্তু নাম পরিবর্তনের কোন অপশন পেলাম না । এই বিষয়ে কিভাবে সাহায্য পেতে পারি ?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: /:) /:)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০

সীমাবেস্ট বলেছেন: আহা প্রত্যাবর্তন করলেনই যখন আক্তু পরামর্শ তো দিতে পারতেন :P :P

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

লুতফুল বারি পান্না বলেছেন: নাম পরিবর্তনের দরকার কী? সীমা এবং বেস্ট, এটাই তো বেস্ট। তবে পোষ্ট দিয়ে ভাল করেছেন। না হলে বুঝতাম ই এটা আমাদের সীমা ম্যাডাম.. :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২

সীমাবেস্ট বলেছেন: পান্না ভাই আপনি ? সীমা :D বেষ্টের নামের লজ্জাতেই এখানে লিখিনা । জানা থাকলে বলেন নাম পরিবর্তন না করলে শান্তি পাচ্ছি না ।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

লুতফুল বারি পান্না বলেছেন: কর্তৃপক্ষ বরাবর মেইলে আবেদন করেন। এই একটা মাত্র উপায় আছে। যদি তাদের দয়া হয়।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১

সীমাবেস্ট বলেছেন: থ্যাংকস পান্না ভাই সেই চেষ্টা করব । দেখা যাক ।

৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:

নতুন আরেকটা নিক নিতে হবে এছাড়া নাম পরিবর্তনে এতো পরিবর্তন হবে না বলেই জানি ।

সাধারণ টুকটাক বানান ভুলগুলো বা এদিক সেকিই শুধূ ঠিক করে দেয়া হয় । যতদুর দেখেছি ।

তবে একটা কাজ করতে পারেন...প্রোফাইলে নিজের পুরো নামটা লিখে রাখতে পারেন। তাতেই কাজ চলে যাবে ।।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

সীমাবেস্ট বলেছেন: নতুন আর একটা নিক নিলে তো সেই অপেক্ষা ।
যদি কাজ না হয় প্রফাইলে পুরো নাম লিখব কি আর করা । অনেক ধন্যবাদ ।

৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: এইটা আপ্নি! !! একদিন এসেছিলাম কিন্তু বুঝতে পারিনি :(

আজ প্রপিক দেখে চিনলাম :)

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০২

সীমাবেস্ট বলেছেন: যাক ভাল একজন বন্ধুকে পেয়ে গেলাম । নাম নিয়ে বড় বিপাকে আছি ভাই :D

৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

েমাঃ জাহাঙ্গীর আলম বলেছেন: আপনি তো বেস্ট ই! তো আর নাম পরিবর্তন করবেন কেন?? :) :) B-) B-) ;) ;)

৭| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

সীমাবেস্ট বলেছেন: হুম আপনারে কইছে আমি বেস্ট ......
আমি বড় সাদাসিদে সরলা :) :D B-) :P

৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

মামুন রশিদ বলেছেন: নাম পরিবর্তন ঝামেলার বিষয় । যথাযথ কারণ দর্শিয়ে মেইল দিতে হয় । সেই মেইল বছরের পর বছরে ঝুলে থাকে ।

পনি আপুর পরামর্শ মত উপরে নিজের নাম লিখে রাখুন ।

আর নিজের নামে একটা নিক খুলুন, সেফ হতে হয়ত মাস খানেক লাগবে ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২

সীমাবেস্ট বলেছেন: ধন্যবাদ বন্ধু উপরে নিজের নাম লিখে দিলাম আল্লাহ ভরসা :|

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

েমাঃ জাহাঙ্গীর আলম বলেছেন: হ!বুঝছি! আপনি সহজ-সরলা-অবুঝ-অবলা নারী! :D :D ;) ;)

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যালো, বন্ধু।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B-)) বেস্ট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.