নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন কৃষি ভিত্তিক উদ্যোক্তা, বাংলাদেশে কৃষি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি।

ইকবাল হোসেন শিমূল

আমি কৃষি কাজ করি এবং কৃষিকাজ নিয়েই থাকতে চাই

ইকবাল হোসেন শিমূল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার বন্ধুরা একবার পড়ে নেয়ার আবেদন রইলো

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩০

1 Day Campaign একটি জনমত সামাজিক কর্মকান্ড। দেশ-বিদেশের সকল বাঙ্গালীর আগামীর সুন্দর বাংলাদেশ।



দেশবাসীর কাছে আমাদের আবেদন অনলাইন এবং অফলাইন ভাবে একটি সামাজিক সচেতনা বৃদ্ধির কাজে নিয়োজিত করা। আমাদের আবেদন নিচে প্রকাশ করা হলো।



আমাদের দেশ অনেক সুন্দর একটি দেশ আর এ সুন্দর দেশটি আরও সুন্দর লাগে যখন মানুষের মন সুন্দর হয়, মন সুন্দর হলে তার চোখে গোটা দেশটাই সুন্দর লাগে। এ সুন্দর দেশটির দারিদ্রতা দূর করবার জন্য সরকারের প্রকল্পের পাশাপাশি বেসরকারি প্রকল্প ও কম নেই এ দেশে।তার পরেও আমাদের দেশের দারিদ্রতা কোন ভাবেই আশানুরুপ কমছে না। কী হতে পারে এর কারন?? নাকি সকল প্রকল্প গুলো সঠিক ভাবে পরিচালনা হচ্ছে না?? আমি নিজেও জানি না আসল কারন কি! যাই হোক যে জানেন সে আমাকে জানাতে ভুলবেন না।



আমাদের গ্রাম............।।



আসলে আমার নিজের একার কোন গ্রাম নয়.....আমাদের সকলের গ্রাম।যারা আমাদের দেশে শহরে জন্মগ্রহন করেছেন আর শহরেই বড় হয়েছেন তাদের মনের মাঝে ও একটা গ্রাম থাকে। সে ভাবে, 'যদি আমার নিজের একটা গ্রাম থাকতো !' আসল কথায় আসি...



আমাদের দেশের সব গ্রামই নিজের গ্রাম শুধু নিজের ভাবলেই নিজের মত হয়ে যায়।



আমি আজকে আপনাদের সামনে তেমনি গ্রাম নিয়ে আলোচনায় এনেছি...... যে গ্রাম আমাদের গোটা বাংলাদেশের মানুষের।



আমরা সবাই যদি সবার গ্রামকে উন্নয়নের কথা চিন্তা করি তবে গোটা দেশ উন্নয়নের জন্য কাজ করতে শুরু হয়ে যায়। তেমনি ভাবে আজকে আমি আপনাদের সবাইকে এ উন্নয়নের জন্য কাজ করবার আহবান করছি। আসুন আমরা সবাই মিলে গোটা বাংলাদেশ নয় শুধু একটা ইউনিয়ন থেকে কাজ শুরু করি......যদি আমরা একটা ইউনিয়নকে সফল ভাবে উন্নয়নের জোয়ারে নিয়ে আসতে পারি তবে তা দেখে যদি আরও কেউ সে কাজ করতে শুরু করে তবেই আমরা সফল।



যারা আমাদের এ কাজের সাথে ৩৬৫ দিনের মাত্র ১ টি দিন আমাদের জন্য ব্যয় করতে চান তারা "1 Day Campaign" এর পেজ এ লাইক দিন আর যোগাযোগ করুন আমাদের সাথে।

আমাদের ফেসবুক পেজ http://www.fb.com/1daycamp

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: স্বপ্ন খারাপ নয়, তবে পদক্ষেপ ডোডোর মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.