![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই অতি সাধারণ একজন মানুষ।
রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।
রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সুবিধা বিবেচনায় মেট্রোরেলের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি কার্যকর হয়েছে আজ থেকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে এই সময়সূচি অনুসরণ করা হবে।
নতুন সময় অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে। শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।
বাড়লো মেট্রোরেলের ট্রিপ সংখ্যা
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, এখন তা ২৪৩টি হবে। অর্থাৎ দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ যুক্ত হচ্ছে।’
২| ২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২০
জেনারেশন একাত্তর বলেছেন:
বুলশিটারেরা ২৪ ঘন্টা খোলা রাখছে না কেন?
৩| ২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
এয়ারপোর্টের সাথে ইহাকে যোগ করার দরকার।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা যেখানে চালু আছে
সেখানে রিকসা ও মটর রিকসা এবং অতিরিক্ত ভাঙ্গা চোরা
পরিবহন নিষিদ্ধ করা উচিৎ ।