| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিমুল মামুন
খুবই অতি সাধারণ একজন মানুষ।

গণভোট হলো জনগণের সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। সাধারণত "হ্যাঁ" বা "না" ফরম্যাটে এ ভোট হয়।
বাংলাদেশে গণভোট:
১৯৭৭: জিয়াউর রহমানের শাসন বৈধতা - ৯৮.৮% সমর্থন
১৯৮৫: এরশাদের শাসন সমর্থন - ৯৪.১৪% সমর্থন
১৯৯১: সংবিধানের ১২তম সংশোধনী - ৮৪.৩৮% সমর্থন
বৈশ্বিক উদাহরণ:
নরওয়ে (১৯০৫): স্বাধীনতা অর্জন
যুক্তরাজ্য (২০১৬): ব্রেক্সিট - EU ত্যাগ
তুরস্ক: ৭টি গণভোট
চিলি: ৩টি গণভোট
গণভোট সরাসরি গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার, যা জনগণকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ দেয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২৬
রৌশন বলেছেন: সুইজারল্যান্ডের গণভোট নিয়ে একবার ঘেটে আসুন তো।