| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিমুল মামুন
খুবই অতি সাধারণ একজন মানুষ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকায় আসর শুরুর গুঞ্জন থাকলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেটেই উঠছে পর্দা।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। সিলেট পর্বে ২ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ।
এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব। বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচ। এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফ ও ফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ।
চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা। ২৩ জানুয়ারি আসরের ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফাইনালের পাশাপাশি এবার প্লে-অফের জন্যেও রাখা হয়েছে রিজার্ভ ডে।
©somewhere in net ltd.