| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিমুল মামুন
খুবই অতি সাধারণ একজন মানুষ।
দীর্ঘ প্রতীক্ষার পর, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ খুব শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশে পেপ্যাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।
পেপ্যাল বিশ্বের ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত একটি বিশ্বস্ত ডিজিটাল পেমেন্ট সেবা, যা অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহৃত হয়।
পেপ্যাল চালুর ঘোষণা এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নগদ লেনদেন কমানোর উদ্যোগের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, দেশে দুর্নীতির মূল কারণ হিসেবে নগদ টাকার লেনদেনের বিষয়টি উঠে এসেছে। এছাড়াও, টাকা ছাপানো ও পরিচালনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে নগদ লেনদেন কমানোর পরিকল্পনা গ্রহণ করছে।
গভর্নর আরো বলেন, কৃষি খাতে ঋণের পরিমাণ বর্তমানে মাত্র ২ শতাংশ, যা বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। তিনি দেশের স্বাধীনতার পর থেকে খাদ্যশস্য উৎপাদনে অর্জিত সফলতাকেও তুলে ধরেন।
পেপ্যাল চালু হলে দুটি প্রধান সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে:
এলসি (LC) জটিলতা কমবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য
ফ্রিল্যান্সারদের টাকা না পাওয়ার সমস্যার সমাধান হবে
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৫
এ পথের পথিক বলেছেন: Stripe চালু করার জন্য লিখেন ভাই । Stripe খুব প্রয়োজন ।
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের আমলারা এই উদ্যোগকে প্রকাশ্যে কিছু না বল্লেও মনে মনে চায় না ।
...............................................................................................................
তাই এই উদ্যোগ বারে বারে থেমে যায় ।
নানাহ অজুহাতে বন্ধ রাখে,
যা অনলাইন কার্যক্রমের লোকজন ভুক্তভুগী ।
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৬
অপলক বলেছেন: বহু আগে, নব্বইয়ের দশকে বাংলাদেশ সরকার বলেছিল, ইন্টারনেট সংযোগ নিলে দেশের তথ্য সব পাচার হয়ে যাবে। ইতিহাস বলে, যেটা ফ্রি অফার ছিল, পরে সেটা টাকা দিয়ে দেশে নিয়ে আসতে হয়েছে।
পে-পাল যদি ১৫ বছর আগে ঢুকতো দেশে, হাসিনা আরও সহজে আরও বেশি টাকা পাচার করতে পারত। আহা... সুযোগটা হারায়ছে। ব্যাপারটা বোঝে নাই। দেশের একমাত্র আইটি বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ) জয় বাংলার জয় কেন তার জননীকে এই ডিজিটাল ব্যাপারটা শেয়ার করেনি, বুঝলাম না। ব্যাপক আফসুস লাগতেছে...!
৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১
জ্যাক স্মিথ বলেছেন: বর্তমান যুগে পেপাল ওল্ড স্কুল। এখন হচ্ছে ক্রিপ্টোর যুগ, তাছাড়া Stripe, Transferwise, Tap tap send... রয়েছে আরও কত কি এবং বর্তমানে বাংলাদেশে বসেই বিদেশী ব্যাংক একাউন্ট খুলা যায় এত এত অপশন থাকতে পেপালের অভাবে কারো লেনদেন বন্ধ নেই, যারা লেনদেন করার তারা ঠিকই লেনদেন করছে।
এই সব ট্রেডিশনাল ব্যাংক একদিন সব বন্ধ হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: একটি ভালো ইতিবাচক দিক।