| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিমুল মামুন
খুবই অতি সাধারণ একজন মানুষ।
জেমস ক্যামেরনের জাদুকরী দুনিয়া ‘প্যান্ডোরা’ আবারও দর্শকদের মুগ্ধ করতে শুরু করেছে ঠিকই, কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে এক চরম বিতর্ক। প্রেক্ষাগৃহে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ দেখতে আসা দর্শকদের একটি বড় অংশ এখন টিকিটের টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন। তবে অবাক করার বিষয় হলো, তাদের এই ক্ষোভ সিনেমার গুণমান নিয়ে নয়, বরং একটি ‘ট্রেলার’ নিয়ে!
বিতর্কের নেপথ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’
আসলে অনেক দর্শকই হলের টিকিট কেটেছিলেন মূলত মার্ভেল স্টুডিওর আসন্ন মেগা প্রজেক্ট ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (Avengers: Doomsday)-এর প্রথম টিজার ট্রেলার দেখার আশায়। ডিজনির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে অ্যাভাটার প্রদর্শনের আগে ডক্টর ডুম-রূপী রবার্ট ডাউনি জুনিয়রের প্রথম ঝলক দেখানো হবে। এই এক মিনিটের টিজার দেখার নেশায় হাজার হাজার মার্ভেল ভক্ত দীর্ঘ লাইন দিয়ে টিকিট কেনেন।
কেন ক্ষুব্ধ ভক্তরা?
ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অনেক হলে অ্যাভাটার শুরু হওয়ার আগে সেই কাঙ্ক্ষিত ট্রেলারটি দেখানো হয়নি। এতেই খেপে গিয়েছেন দর্শকরা। সামাজিক মাধ্যমে তারা অভিযোগ করেছেন, “ট্রেলার দেখানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।” অনেক হলে দর্শকদের সঙ্গে হল কর্তৃপক্ষের বাগ্বিতণ্ডা এমনকি হাতাহাতির উপক্রম হওয়ার খবরও পাওয়া গেছে।
অনলাইনে ফাঁস টিজার
যেসব প্রেক্ষাগৃহে ট্রেলারটি দেখানো হয়েছে, সেখান থেকেই কেউ গোপনে ভিডিও করে তা অনলাইনে ফাঁস করে দিয়েছেন। ডক্টর ডুম হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের আগমন দেখে ভক্তরা উত্তেজিত হলেও, যারা হলে গিয়ে ট্রেলারটি পাননি, তাদের ক্ষোভ কোনোভাবেই কমছে না।
©somewhere in net ltd.