| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরতে কার না ভালো লাগে!! আর সেটা যদি হয় ব্যতিক্রম কিছু তাহলে তো কথাই নেই। পৃথিবীতে এমন অনেক অদ্ভুদ জিনিস বা স্থান আছে। চলুন সেরকম কয়েকটি ব্যতিক্রম শহর দেখে আসি । রঙিন শহর।
সেইন্ট জন’স, কানাডা
কানাডার পূর্বদিকের নিউফাউন্ডল্যান্ড ও ল্যাবার্ডর প্রদেশের রাজধানী হল সেইন্ট জন’স শহর। ধারণা করা হয়, উত্তর আমেরিকায় ইংরেজদের হাতে প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো শহর এটি। পূর্ব প্রদেশের সবচেয়ে বড় শহর সেইন্ট জন’সের আয়তন সাড়ে চারশ বর্গ কিমি, বসবাস করে প্রায় সোয়া দুই লাখ মানুষ।
ছবির মত সুন্দরি
সিনকে তেরে, ইতালি
ইতালির সাগর উপকূলবর্তী এক পাথুরে এলাকার নাম সিনকে তেরে। পাঁচটি গ্রাম নিয়ে গঠিত এই এলাকাটি। আশেপাশের পাহাড়ি অঞ্চলসহ এই গোটা এলাকাটিকে ইউনেস্কো ঘোষণা করেছে “ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে।
অনেক অনেক কাল আগে মানুষ সাগর পারের পাহাড়ের চূড়ায় স্থাপনা নির্মাণ করত সাগরের দিকে নজর রাখার জন্য। তেমন করেই গড়ে উঠেছে সিনকে তেরের জনবসতিগুলো। প্রতিটি গ্রাম দূর থেকে দেখলে মনে হবে যেন এক এক টুকরো রূপকথার দৃশ্য।
ভ্যালপারাইজো, চিলি
ভ্যালপারাইজো মানে হল প্যারাডাইস অন দ্য ভ্যালি অর্থ্যাৎ, স্বর্গ নেমে এসেছে যে উপত্যকায়। চিলির ভ্যালপারাইজো প্রদেশের অন্যতম কেন্দ্রীয় শহর হল ভ্যালপারাইজো, যেটাতে অবস্থিত আছে দক্ষিণাঞ্চলের ব্যস্ততম সমুদ্র বন্দর আর নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, আছে চারটি সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়।
রাস্তা, ঐ দূরে গোটা রঙিন শহরটা।
ল্যাটিন আমেরিকার স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয়েছে এ শহর থেকে। চিলির প্রথম পাবলিক লাইব্রেরিটিও এখানে। আর স্প্যানিশ ভাষার টিকে থাকা সংবাদপত্রগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটি প্রকাশিত হয় এই শহর থেকেই।
ভ্রাতজওয়ালফ, পোল্যান্ড
ভ্রাতজওয়ালফ পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর। শহর ইংল্যান্ড ভিত্তিক সংস্থা গ্লোবালাইজেশন এন্ড ওয়ার্ল্ড সিটিস রিসার্চ নেটওয়ার্ক এই শহরের মানুষের জীবনযাত্রার উচ্চমানের কারণে একে পৃথিবীর অন্যতম ‘গ্লোবাল সিটি’ ঘোষণা করেছে।
চারিদিকে রঙিন বাড়ি
এই শহরের ঝলমলে রঙিন বাড়িগুলোর দেখা মিলবে এর মার্কেট স্কোয়ার এলাকায় গেলে। ১৩ শতকে প্রতিষ্ঠিত এই মার্কেট স্কোয়ারে আছে ওল্ড টাউন হল, সেইন্ট এলিজাবেথ চার্চ আর সল্ট স্কোয়ার। সল্ট স্কোয়ার আবার বিশেষভাবে পরিচিত এর মনোমুগ্ধকর ফুলের দোকানগুলির জন্য।
বুরানো, ইতালি
অ্যাড্রিয়াটিক সাগরের ভেনেশিয়ান ল্যাগুন উপসাগরের একটি দ্বীপ বুরানো। বিখ্যাত শহর ভেনিসও কিন্তু এই উপসাগরেই অবস্থিত।
উত্তর ইতালির এই দ্বীপটির গোড়াপত্তন করেছিল রোমানরা। বুরানো শহরের ছোটো ছোটো রঙিন বাড়িগুলো আপনাকে মুগ্ধ করে দেবে এর উজ্জ্বল রঙের বাহার দিয়ে।

তথ্যসূত্রঃ
১. Wikipedia
২ www.wonderslist.com/10-most- colourful ...
৩.www.travelandleisure.com/
©somewhere in net ltd.