![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যাকে ঝাঁরবাতি বলো
তাকে আমরা বলি আত্মহত্যার সিম্পনি
তুষোর মাঠে লাল বল হাতে নিয়ে চিমটি কাটি-
তোমরা চোখ বন্ধ করো।
মলাটমাখা কানকোতে প্রতিবেশীর আঘাত ঠেস মারলে ঘটনাস্থলেই জন্ম নেয় মৃত্যুর।
লিরিক্যাল বাতাসে ওসব মৃত্যু সাঁতার কাটতে কাটতে হলদে হয়। আমাদের হলুদকে মাঝে মাঝে আঙুলের গন্ধ মনে করে হাই তুলি। হাসপাতাল গিয়ে জানা যায় তোমরা কখনো চুইঙ্গাম চুষে দৌড়াওনি।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১১
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ভাল লিখেছেন ... অনেক ভাল লাগলো।