নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঝিনেদা\'র ছেলে। সুপ্রীম কোর্টের আইনজীবী। গত ১৪ বছর ঢাকায় ওকালতি করছি। রাজশাহী ভার্সিটি হতে আইন বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর করেছি ২০০০ সালে। আব্বা-মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ভাই-বোনদের নিয়ে আমার সুখের সংসার। মহান আল্লাহর কাছে শোকর।... ০১.০১.২০১৭

কাজী শীপু

কাজী শীপু › বিস্তারিত পোস্টঃ

বাতাসের দিকে ছাই উড়ানো জাতি আমরা

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৯

আমরা এমনই--- কোনটা যে কার অনুকুলে চলে যায়, কখন---!!-- যেমন ধরো, ঐ উকিল সভাপতি যখন মামলাটা করলো, সে কি উল্লাস তার ও তাদের; এমনকি অপরপক্ষে কোন উকিল পর্যন্ত দাঁড়ালো না; মনে হলো যেন রাষ্ট্রদ্রোহীতার চেয়েও জঘন্য অপরাধ করে ফেলেছে ইউএনও জী। অথচ এই উকিল সম্প্রদায়ই সেভেন মার্ডারের আসামীদের নিরপরাধ প্রমাণের চেষ্টায়, বিশ্বজিৎ মার্ডারে আসামীদের ফ্রেশ প্রমানের জন্য কি-না করতেছে__ যত বালাই--- আর যেই প্রধানমন্ত্রী জী ঐ উকিলকে তিরস্কার করলেন; এখন আর ঐ উকিলের বাণী পাওয়া যাচ্ছে না। কোর্টে আছি ১৫ বছর; কত আসামীদের কাঠগড়ায় দেখলাম এর চেয়েও বড় বড় অপরাধের ধারায়; অথচ জজ মহাশয় যেন এখানেই জীবনের বড় বেয়াড়াটাকে দেখতে পেলেন; দেড় ঘন্টর ভিতর হাতকড়া, হাজতখানা, ভিডিও করা কতকিছুই না আমাদের দেখালেন--!! এভাবে ডিসি, বিভাগীয় কমিশনার সবাই যেন তাদের চাকরিজীবনের বমাল অপরাধী রে আটকেছিলেন; যেই প্রধানমন্ত্রী অন্য কথা বললেন, অমনি সেইসব বড় বড়রা এক্কেরে "আমড়া" হয়ে গেলেন--!! আমাদের চোখ আসল দেখেও চামচামির ভন্ডামিতে কত অন্ধই না হয়-- একমাত্র আল্লাহপাকই জানেন, কত্তদিনে প্রকৃত সত্য প্রকাশ করতে দেবেন উনি; নিজের উপর আর বিশ্বাস করি না আমি--!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.