নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী দেক্তারিনা!!

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

শিপু ভাই

পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

শিপু ভাই › বিস্তারিত পোস্টঃ

কৌতুক- হাসি না পাইলে আমার কুনু দুষ নাই

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৯

B-)



B-)



B-)



B-)



B-)



পুরান ঢাকার এক মহল্লায় ইদ্রিস মিয়া নামে এক মুরুব্বি লোক ছিল ভিষন কৃপন। এলাকায় এর জন্য ওনার যথেস্ট সুনাম ছিল। ভদ্রলোক বাজারে গেলে সবসময় অল্প অল্প জিনিস কিনত। যেমন - এক ছটাক চিনি, ১৫০গ্রাম তেল, ১০০ নুন ইত্যাদি। উনি কখনো তেল বা তরল কিছু কিনলে তার বোতল কখনোই ভরা থাকত না।



ওনার কৃপনতার জন্য এলাকার পাজি পোলাপান ওনাকে আড়ালে আবডালে খ্যাপাতো আর হাসাহাসি করতো।



একদিন ইদ্রিস মিয়া বাসা থেকে বের হলেন - হাতে একটা পানির বোতল এবং আশ্চর্য ব্যাপার বোতলটা হালকা হলুদ বর্ণের তরলে পূর্ন। এতা দেখে পোলাপানতো পুরাই টাস্কি!!

ওদের মধ্যে মন্টু সাহস করে লোকটাকে জিজ্ঞ্যেস করে," কি চাচামিয়া! কই যাইবার লাগছেন?"

ইদ্রিস মিয়া," বাবাজী! ডায়গোনস্টিক ছেন্টারে যাইতাছি। ডায়বেটিছ পরিক্ষা কর্তে"।

মন্টু," তো চাচা বোতলে কি?"

ইদ্রিস মিয়া," পেচ্ছাব লইয়া যাইতাছি ছুগার টেস কর্তে।"

মন্টু," তয় চাচা, বোতল ভরা কেল্লাই?"

ইদ্রিস বিজয়ীর হাসি দিয়ে বলে," তুমরা ভি হালায় আমারে কিপটা কও!মাগার আর কবার পারবানা। কম নেই নাইক্কা, ভইরা লইছি।"



ইদ্রিস ঘন্টা দুই পরে মহল্লায় ফিরে আসে। তার হাতে সেই বোতল কিন্তু তা ভরা।

পোলাপান আবার টাস্কি খায়।

এইবার পিন্টু এগিয়ে আসে।

পিন্টু, " কি চাচা, যান্নাই??"

ইদ্রিস," আব্বে হ! গ্যাছিলামতো। টেস করায় আইলাম।"

পিন্টু," তাইলে আপ্নের বোতল ভরা ক্যা????"

ইদ্রিস আবারো বিজয়ীর হাসি দিয়ে বলে," ডাক্তার ভি কইল পেচ্ছাবে ছুগার আছে- দামী জিনিছ - থুইয়া আইলাম না"।



:P:P:P:P:P:P



হাসি না পাইলে আপনের দোষ!!!!



মন্তব্য ১৪৬ টি রেটিং +৫৪/-১

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৬

অন্ধ তীরোন্দাজ বলেছেন: হে হে হে হে হে ;) ;) ;) ;) ;)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৪

শিপু ভাই বলেছেন: যাক, হাসছেন!!

পিলাচ দিছেন তো??? :P :P

২| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০০

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ........................... :-B :-B :-B :-B :-B :-B

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৬

শিপু ভাই বলেছেন: :#) :#) :#>

৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০২

ইন হেল বলেছেন: হে হে হে হে হে ;) ;) ;) ;)
;)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৬

শিপু ভাই বলেছেন: :P :P :P

৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৮

জাওয়াদ হাসান বলেছেন: হাসি আসলো না, দোষ আপনার। হা হা হা হা হা হা

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৩

শিপু ভাই বলেছেন: ইহ, আম্নের দুষ

৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৯

পাহাড়ের কান্না বলেছেন: হাছি আহে নাইক্কা। /:)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৫

শিপু ভাই বলেছেন: তাইলে আপ্নের দুষ :-/ :-/ B-))

৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৯

হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২১

শিপু ভাই বলেছেন: কি খবর মঈন ভাই??

৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২১

নতুনছেলে বলেছেন: =p~ =p~ =p~ =p~ নতুন বোতলে পুরান মদ । তারপরেও মজা পাইছি। =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৪

শিপু ভাই বলেছেন: -ভাই কয়টা মাছ পাইছেন??
- জ্বী, পরেরটা পাইলে ১ টা হইব :P

৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৪

মোজাম্মেল মাহমুদ বলেছেন: ডাক্তার ভি কইল পেচ্ছাবে ছুগার আছে- দামী জিনিছ - থুইয়া আইলাম না" ।

হো হো হো.....

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৭

শিপু ভাই বলেছেন: আইচ্ছা, অই বাড়িতে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়!! কে মারা গেছেরে??
- একটা পুলিশ।
- ও ওওও আমি ভাবছিলাম মানুষ মারা গেছে। ;) :P

৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩০

ভুলো মন বলেছেন: হাঃ হাঃ হাঃ
হি হি হি
হোঃ হোঃ হোঃ

ধন্যবাদ আপনাকে।

হি হি হি
:-B :-B :-B

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪০

শিপু ভাই বলেছেন: হাস্তে হাস্তে মুখ ঢাইকা ফালাইছেন!!! :-B :-B :-B
আপ্নেরে ধইন্যা

১০| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাসি পায় নাই, আমার কুনু দুষ নাই;)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫১

শিপু ভাই বলেছেন: মিছা কতা কন ক্যা??? :-B :-B

১১| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৪

বাংলার আগন্তুক বলেছেন: ধুর মিয়া এইডা একডা জুক্স হইলো? আহ হা হা হা হা। মাহার না হাইস্যা পারলাম না।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০০

শিপু ভাই বলেছেন: যাক, বাইচ্চা গেলাম মনে লয়

১২| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৮

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: কইস্যা পেলাস . :D

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৩

শিপু ভাই বলেছেন: কইস্যা ধইন্যা. :D

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪২

চে গুয়েভারা ২ বলেছেন: পেসাবের লিটার কতো? :D :D :D

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৪

শিপু ভাই বলেছেন: আপ্নের জন্যি ফিরি B-)) B-))

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৩

স্পেলবাইন্ডার বলেছেন: নতুন শুনলাম! জটিল! =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৮

শিপু ভাই বলেছেন: ইতো পূর্বে আপনি আমার বোলোগে বেশ কয়বার পদার্পন করিয়াছেন কিন্তু কোন মন্তব্য করেন্নাই। বোধহয় আমার কোন পুস্টু আপনার মনঃপুত হয় নাই। শেষ পর্যন্ত এই পেচ্ছাবের কিচ্ছা আপনার ভাল লাগায় আমি মুগ্ধ। আপনাকে অনেক ধইন্যা। !:#P !:#P


কেমন আছেন ভাই?

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০

শোভন এক্স বলেছেন: নাহ্‌ আমারই দোষ :(

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৯

শিপু ভাই বলেছেন: ওকে! মাইনে নিনু!!!

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬

হাসান খা বলেছেন: হোঃ হোঃ...

+++++++

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১০

শিপু ভাই বলেছেন: জানিস, আমি একটা রবীন্দ্র সংগীত লিখেছি।
;) ;)

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২০

কাঠঠোক্‌রা বলেছেন: ''ডাক্তার ভি কইল পেচ্ছাবে ছুগার আছে- দামী জিনিছ - থুইয়া আইলাম না" :-* :-*

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩

শিপু ভাই বলেছেন: আসলেই তো। বাজারে চিনির যেই দাম!!!

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩১

মিরাজ is বলেছেন: পুরান জিনিষ ;) ;) আগেই শুনছি :P

তয় কার কাছ থেকে শুনেছি কমু না :D :D

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৪

শিপু ভাই বলেছেন:
-আম্মু, আজ কি ঈদ??
-না বাবা। কেন??
- আব্বুকে দেখলাম খালামনির সাথে কোলাকুলি কর্ছে। :P :P

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩২

জাহাজী পোলা বলেছেন: এই সুগার দিয়ে চাচায় কর্পে কি?

চা বানায় খাইব? /:)

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৫

শিপু ভাই বলেছেন: শুধু চা না- ক্ষীর, পায়েস ও খাইতে পারে। B-)) B-))

২০| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৮

অজন্তা তাজরীন বলেছেন: :) :) :) :) :) :) :) :) হহাহাহহাহা

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৬

শিপু ভাই বলেছেন: আপনারে আমি খুঁজিয়া বেড়াই-----------------


কেমন আছেন আপু?

২১| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২২

রোকন রাইয়ান বলেছেন: বহুত বহুত মজা লইলাম।

+++

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৯

শিপু ভাই বলেছেন: এই ইদ্রিস চাচা ইংরেজী পারে না। একদিন একটা ইংরেজী পত্রিকা উলটা করে ধরে পড়ছে। কিছুই বোঝে না শুধু ছবি ছাড়া।
ছবিগুলো দেখে তার মন্তব্য-" খালি এক্সিডেন্ট!খালি এক্সিডেন্ট!" :-& :-&

২২| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫০

স্পেলবাইন্ডার বলেছেন:

লেখক বলেছেন: এই ইদ্রিস চাচা ইংরেজী পারে না। একদিন একটা ইংরেজী পত্রিকা উলটা করে ধরে পড়ছে। কিছুই বোঝে না শুধু ছবি ছাড়া।
ছবিগুলো দেখে তার মন্তব্য-" খালি এক্সিডেন্ট! খালি এক্সিডেন্ট!" :-& :-&



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৫

শিপু ভাই বলেছেন: :P :P :P

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৭

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার পোলার মানে ভাইস্তার ছবি দেখে অনুপ্রাণিত হয়ে আমার প্রোপিক অনেকদিন পর পরিবর্তন করলাম- মানে এখন থেকে আমার পোলার ছবি! :)

ভাল আছি। আপনি কি উত্তরবঙ্গের?

০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৩

শিপু ভাই বলেছেন: মাসাল্লাহ! খুব কিউট আমার ভাইস্তা। ভাইস্তারে অনেক অনেক আদর ও দোয়া।
কি নাম ওর?

আমার বাড়ি বিক্রমপুর!!

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩

াঢারে ালো বলেছেন: আগে শুনি নাই ৷ আপনার পোলাটা খুবই কিউট,মাথায় কালো টিপ পরান না হলে নজর লাগব :P ;)

০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৫

শিপু ভাই বলেছেন: মাশাল্লাহ বলেন!! :P

দোয়া করবেন ভাই।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৮

হুপফূলফরইভার বলেছেন: আভে~ ঐ~
শিপু দিহি বহুত টেটনা পোলা~

তয় জেডার লগে যুদি বেশী টিকদারী করছ তয় টেংরী ভাইংগা কিন্তুক হাতে ধরাইয়া দিমু~ ;) ;) ;)

০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৮

শিপু ভাই বলেছেন: কি রে!! কুন মহল্লার রংবাজ আইছে??
আমি হালায় ডড়াই গেছিলাম।
এহন দেক্তাছি উত্তরার পাইন্যা রংবাজ হুপ্পু!!!!!
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬

হুপফূলফরইভার বলেছেন: তুমি হালায় বাইড়্যা গ্যাছ
কচুগাছ ভি ছাইড়্যা গেছ~


বিয়া তোমারে আরেক্খান দিতে হইবু~ B-)

০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৩

শিপু ভাই বলেছেন: কুনসুম বিয়া দিবেন ভচ?? :!> :#> :#>

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪২

ছোটমির্জা বলেছেন:
অ্যাংকেল্রে বারডেমর সামেন খাড়া করা্য়া রাখা হোক।
লগে তিনচারডা ডিরাম, জারকিন উইথ কোকোর কার্গো।
------
ভার্জিন জুক্স- !:#P !:#P !:#P B:-) B:-) :-B :-B :>
বিয়াফক হৈচে।
---------------
হুপ্ফুল্নিজেই বিয়া করে নাই, সে আবার আন্নের্ঘরে সতীন্ঢুকাতে চায়।
আর্কাউরে চোকে দেক্খেনা। :#) :#) :#) :#) :#)

০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫২

শিপু ভাই বলেছেন: হুপু ভাইরে মাইনাস

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:১০

জুল ভার্ন বলেছেন: রিয়ালী সুন্দর রুচীশীল একটি জোকস-যা সকলের সাথে শেয়ার করা যায়। অনেক ধন্যবাদ শিপু। ৩০ নম্বর প্লাস।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫২

শিপু ভাই বলেছেন: ধইন্যা।
আপনার শরিরের অবস্থা এখন কেমন? মনোবল হারাবেন্না। যা ভাল লাগবে তাই করবেন। আপনার সাথে দেখা হবে আশা করি।




সামনে কিছু অরুচীকর জোক্স দিব ভাবছি। :P :P

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:১১

জুল ভার্ন বলেছেন: ২৮ নম্বর প্লাস দিয়েছি।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫২

শিপু ভাই বলেছেন: :) :D

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩০

কবির চৌধুরী বলেছেন: :) :|

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৩

শিপু ভাই বলেছেন: :#) B-))

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৪

মিরাজ is বলেছেন: ঐটাও শোনা X(

লেখক বলেছেন: এই ইদ্রিস চাচা ইংরেজী পারে না। একদিন একটা ইংরেজী পত্রিকা উলটা করে ধরে পড়ছে। কিছুই বোঝে না শুধু ছবি ছাড়া।
ছবিগুলো দেখে তার মন্তব্য-" খালি এক্সিডেন্ট!খালি এক্সিডেন্ট!" :-& :-&

এইটা ভাল পায়ছি । :D

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪২

শিপু ভাই বলেছেন: :-P :-P :-P

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫০

নিভৃত নয়ন বলেছেন: শিপু ভাই,কেমন আছেন?
দিন কাল কেমন যাচ্ছে/
:)

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৫

শিপু ভাই বলেছেন: জ্বী ভাই, ভাল আছি। আপনাদের দোয়ায় দিনিকালও ভাল যাচ্ছে।
আপনার কি খবর?
ঢাকায় আসেন না কেন?

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫২

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন:
চ্রম ১৮+ কৌতুক (সংগ্রহ) একটি কপি-পেষ্ট প্রযোজনা © আমারটা পৈড়েন

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫০

শিপু ভাই বলেছেন: থ্যাংকু

আপ্নেরটা সকালেই পড়ছি।

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৩

নিভৃত নয়ন বলেছেন: খবর ভালই।
সুযোগ হয় না।
ছাত্র মানুষ।আরও চার মাস।


ভাল থাকবেন।

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩

শিপু ভাই বলেছেন: ইনশাল্লাহ, চার মাস পর দেখা হবে আশা করি।
আপনিও ভাল থাকবেন।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৪

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: ভাই ঐটা না এইটা দেখেন
চ্রম ১৮+ কৌতুক (সংগ্রহ) একটি কপি-পেষ্ট প্রযোজনা ©

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫২

শিপু ভাই বলেছেন: সকালে আইসাই দেকছি।
মজা পাইছি।
কমেন্ট করছি।

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২১

ময়নামতি বলেছেন: যৌতুক নিয়া একটা কৌতুক লিখেনতো ++++

শিপুভাই ,শিপুভাই
জিন্দাবাদ, জিন্দাবাদ
ধন্যবাদ, ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪২

শিপু ভাই বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ
একটা গানের দুইটা লাইন কই-
" ওরে বেয়াক্কেল!সঙ্গে কি তোর যাইবরে সাইকেল??
ও তোর পড়ে থাকবে ঘড়ি- চশমা, চৌধুরি টাইটেল!!"

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৩

হাসান যোবায়ের বলেছেন: ++++++++

০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০২

শিপু ভাই বলেছেন: থ্যাংকু ভাইয়া।
কেমন আছ??

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন: আঙ্কেলের একটা মাইয়া ছিল ...
শিপু ভাই ঘটক ছিল
হুপু ভাই বর ছিল...

তার পর জানি কি অইল...?

০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৩

শিপু ভাই বলেছেন: কিন্তু দুঃখের বিষয় কইথ্যে যানি সুপান্থ ভাই আইসা মাইয়াটারে ভাগাইয়া লইয়া গেল।
হুপু ভাইয়ের কপাল পোড়ল।

৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৪

শিপু ভাই বলেছেন: যে মাইনাস দিছে তার পাছায় ঠাডা পড়ব!!! X( X(

০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬

শিপু ভাই বলেছেন: উহু।
তারে ইদ্রিস চাচার সুগার দিয়া চা বাইয়া খাওয়ানো হবে।

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০০

সুপান্থ সুরাহী বলেছেন: শিপু ভাইয়ের ছায়া মনে হয় মাইনাস দিছে...


মাইয়া ভাগানোর অপবাদে শিপু ভাইকে ভাবিসহ মাইনাস...

০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৩

শিপু ভাই বলেছেন: :#) :#) B-)) B-)) B-))

৪১| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৬

সাইফ হিমু বেস্ট বলেছেন: সুপান্থ সুরাহী বলেছেন: শিপু ভাইয়ের ছায়া মনে হয় মাইনাস দিছে...


মাইয়া ভাগানোর অপবাদে শিপু ভাইকে ভাবিসহ মাইনাস..

শিপু ভাই আন্নের লগে যোগাযোগ করা প্রয়োজন। মেইল করবেন দয়া করে। [email protected]

০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৪

শিপু ভাই বলেছেন: আমার দিকে এমুন কইরা চাইয়্যা রইছেন ক্যালা???
ডড় লাগেতো!!!



[email protected]

৪২| ০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৮

আমি তুমি আমরা বলেছেন: কোপা হৈসে

০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৫

শিপু ভাই বলেছেন: থ্যাংকু!!!!

৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

নিভৃত নয়ন বলেছেন: আপনার আর সুপান্থ ভাইয়ের ছড়া যুদ্ধে +++++

চরম :) :) :) :)


@সুপান্থ ভাই.।.।।এমন একটা কাজ করতে পারলেন????হুলফুর ভাইয়ের কি হবে এখন?

@হুলফুর ভাই.।.।.।কান্না কাতি কইরেন না।সুপান্থ ভাই ফেরত দিবো।

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৫

শিপু ভাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন: পাকামি করা ভালা না @===নয়ন
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৩

শিপু ভাই বলেছেন: নয়ন ভরা জলগো তোমার
আঁচল ভরা ফুল।
নয়ন ভাই ভাল লোক
বুইঝেন্না তারে ভুল!!!

৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২২

জাহাজী পোলা বলেছেন: একানে এত বিয়ে শাদি হইচ্চে আমারে কেউ ডাকে নাই ক্যা>>>??? X(( X((




সব্বাইরে মাইনাশ X( X(







তা ইয়ে- পাত্রি একুন কার ঘরে ;)

০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৬

শিপু ভাই বলেছেন: যেভাবে টানাটানি চলতাছে------------------!!!!

আপাতত পাত্রী আমার জিম্মায় আছে। :P :P :P




আপ্নে কেমন আছেন??

৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৫

মহাবিশ্ব বলেছেন: :D :D :D
হা হা হা
মজার!

০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫২

শিপু ভাই বলেছেন: ধইন্যা

৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৬

নিভৃত নয়ন বলেছেন: শিপু ভাই.।।।আমারে সব্বাই ভুল বোজে,কি করি বলেন্ত।আমি তো কিছু বলি নাই =p~ =p~ =p~ ,শুধু বলছি সুপান্থ ভাই নাকি কার কি নিয়া গেছে :P :P :P

জাহাজি ভাই.।.।
জলদি লাইন এ দাঁড়ান।এমনিতেই ভেগে নিয়ে জাউয়ার ঘটনা ঘটেছে। :P :P

সুপান্থ ভাই.।।। চি চি চিঁ,কি বলেন এসব।পাকামো কি জানিস বুঝি না ত :D :D

০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪

শিপু ভাই বলেছেন: !:#P !:#P !:#P

৪৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৫

আলিম আল রাজি বলেছেন: খিকজ। ;)

০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৬

শিপু ভাই বলেছেন: ভাই, চা খাইবেন???? :P :P

৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২১

আমি ছড়াকার বলেছেন: ইদ্রিস চাচার বোতলে
আছে নাকি চিনি :D
যে যাই কয় উনি
লোক মানী গুনী :P

জাতি জানতে চায়
উনার আছে নাকি কন্যা :#>
সুন্দরী পাত্রী দরকার
নাভানার প্রিন্সের জন্যা :P

০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

শিপু ভাই বলেছেন: পিরিঞ্চ বাই ভালু লুক
পায় ভাল স্যালারী
হাতের কাজ করে করে
ক্ষয় করেছে ক্যালরী :P

৫০| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫১

গরম কফি বলেছেন:
ব্যাপারি সাব কিপটা ভীষন
হিসাব তাহার সোজা
কমলো তাইতো চিনির খরচ
মুতের সুগার মজা

০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫১

শিপু ভাই বলেছেন:
আইয়া পড়ছে কফি ভাই
আর কুনু চিন্তা নাই।
কোথায় ছিলেন এতদিন
মিস্কর্ছি আপনার পিন
ছড়াকারদের জমছে মেলা
এবার হবে ছড়ার খেলা।
ইদ্রিস চাচার সুগার দিয়া
যদি কফি বানান মিয়া
ছাগুদের করেন আপ্যায়ন
তাইলেই খুশি আমগো মন।।

৫১| ০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সত্যি হাসলাম অনেক..........:)
জোকস বলতে পারাটা বিশাল গুন।

ভালো থেকো। শুভকামনা।

০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১২

শিপু ভাই বলেছেন: থ্যাংকু আপু


আপনিও ভাল থাকবেন।

৫২| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৫

জামিনদার বলেছেন: পোস্ট পইড়া খুব বেশী হাসতে পারি নাই। তবে কমেন্ট আর উত্তর পড়ে অনেক হাসছি।

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৮

শিপু ভাই বলেছেন: হাসতে না পার্লে সেটা আপ্নের দুষ- আগেই কইছি।
/:) /:) :-P :-P :-P :-P

৫৩| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭

গরম কফি বলেছেন:
কফি এখন পাঠক হলো
লেখার চাইতে ঢের ভালো
সামনে নাকি একুশে মেলা
মনে গোপন খুশির দোলা

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৫

শিপু ভাই বলেছেন:
মনে হচ্ছে বই বেরুবে
সামনের বই মেলায়
চউক্ষে আমার পানি আইল
চরম খুশির ঠেলায়।

আপনি যদি পাঠক হন
আমরা কোথায় যামু কন???

৫৪| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৩

গরম কফি বলেছেন:
ছাগুর কথা যদি বলেন
মনে লাগে পেইন
লাস্ট বছরের কর্সি আমি
ছাগু ট্যাগটা গেইন

জোকস অবদ্যা ইয়ার ..হা হা হা

জনৈক সিনিয়র ব্লগারের সুস্হতার জন্য দোয়া করবেন ।

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২০

শিপু ভাই বলেছেন: সিনিয়র না -বাল
তাগো কথা কইতে গেলে
মুখে আসে গাল।

পেইনের কুনু কারন নাই
গরম কফি গরমই চাই।।

৫৫| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২১

কেরামত আলী বলেছেন: শিপু ভাই.!!............ :-B

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৬

শিপু ভাই বলেছেন: চা খাইবাইন???? চিনি দিয়া!!!! :P :P

৫৬| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৮

দুষ্ট বাপ্পি বলেছেন: ভাইয়া , চরম হইসে

১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৫

শিপু ভাই বলেছেন: ধইন্যা

তয় দুস্টামি কম কর্বেন B-) B-))

৫৭| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮

আসিফ মুভি পাগলা বলেছেন: ছুগার খাই না । চিনি খাই ।
জোকস ভালা পাইলাম ।

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৯

শিপু ভাই বলেছেন:
ছুগার- চিনি একই কথা
এটা আবার বলতে হয়
চিনি ছাড়া চা ই খান, যদি
থাকে ডায়বেটিসের ভয়!!

রাত জেগে মুভি দেক্লে
মগজে সুগার কমে
ইদ্রিস চাচার সুগার ভাল
পাইবেন বিনা দামে!!

আপ্নে জোকস ভালা পাইছেন
আমি আপ্নেরে ভালা পাইছি

৫৮| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২২

সপ্রতিভ বলেছেন: আমার ভাই
তুমার ভাই
শিপু ভাই
শিপু ভাই

:)

দারুন ছড়া কাটেন তো... :)

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৩

শিপু ভাই বলেছেন: আরে নাহ!
গরম কফি , পাহাড়ের কান্না ভাই রতদিন এই ব্লগের রত্ন ছড়াকার ছিলেন।
এখন আবার এসেছে "আমি ছড়াকার" নামক দারুন একজন ছড়াকার।

আমিতো দুধভাত!!

৫৯| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৯

আমি তুমি আমরা বলেছেন: নতুন পোস্ট কই???

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৫

শিপু ভাই বলেছেন: আমার পোস্ট তো দুধভাত!! যাস্ট সবার সাথে যোগাযোগটা রাখতে মাঝে মাঝে আউল ফাউল পোস্ত দেই।

আপ্নে পোস্ট দেন্না দেন্না কইরা আইজকা ৩ টা পোস্ট দিসেন।
এখনো পড়তে পারি নাই।
কাল্কা পড়মু।

গল্পের লাস্ট পর্ব কই??

৬০| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৭

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা হা ।
তোমার এই দারুন কৌতুকটা আমি এতদিন পড়লাম না কেন ? X(( X((
তুমি বলোনাই কেন ? আমি এত দেরীতে হাসলাম কেন ? X(( X((

১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৯

শিপু ভাই বলেছেন: মামা, আমার প্রতি আপ্নের ভালুবাসার ঘাটতি আছে মনে হয়!!!!
ভাইগ্নার খোঁজ খবর নেন্না!!!

৬১| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: এহ মা....ছি ছি ছি =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২০

শিপু ভাই বলেছেন: আপু, চা খাবেন?? :P :P

৬২| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন: কেমুন আছুইন???

১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৪

শিপু ভাই বলেছেন: বালা আছি। আম্নে কিরাম আছুইন???

৬৩| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: =p~

১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৫

শিপু ভাই বলেছেন: =p~ =p~

৬৪| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বালানিগো ভাইডি?

১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৭

শিপু ভাই বলেছেন: জ্যাডা না কি!!!???!!! :-B :-B :-B
আমি ভালা।
আপ্নে কিরাম আছেন???

৬৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:১৮

রাজসোহান বলেছেন: :-/ =p~

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৩

শিপু ভাই বলেছেন: :P :P

৬৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১১

মাস্টার৭১ বলেছেন: =p~ =p~ =p~ =p~ ৪৬ নাম্বার প্লাসটা দিয়ে গেলাম । হাসতেই আছি ..............

১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৯

শিপু ভাই বলেছেন: থ্যাংকু মাস্টারসাব!!!

৬৭| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৩

antaramitu বলেছেন:
.
আমার কুনই দুষ নাই তাই, হাসলাম অনেকক্ষণ
শিপু ভাই এর জোকসে আমার, ভালো হইলো মন
জাহাজী ভাই, মির্জা ভাই, হুপফুল ও নয়ন
এমন মজার কমেন্ট দিসে,সবাই দারুন রতন

ব্লগে এসে এমন পোস্টই পড়তে আমি চাই
শিপু ভাই শিপু ভাই, আপনার জবাব নাই..
.

১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

শিপু ভাই বলেছেন: মিতু আফা,আপ্নেরে দেইখা
খুশি হইলাম খুব
আপ্নের কমেন্ট পাইয়া আমি
আনন্দে নিশ্চুপ।

যাদের কথা বললেন আপনে
সবাই ভাল লোক
তাদের ব্লগে নিয়মিত
বুলিয়ে যাবেন চোখ

ভালর সাথে থাকবেন সদা,
ক্যাচাল থেকে দূরে
নিয়মিত যোগাযোগে
মায়া-মমতা বাড়ে।


ভাল থাকবেন আপু।

৬৮| ২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৬

মাহী ফ্লোরা বলেছেন: শিপু ভাইও ছড়া পাড়ে
ছড়ার এখন দাম বাড়ে.... :-P :-P :-P

২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪০

শিপু ভাই বলেছেন:
মাহিপা ছড়াকাড়
কিল গুতা সবই তার :P :P

৬৯| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: একটা কোউতুক এর পোস্টে ৬৮ টা কমেন্ট.........এরেই কয় সেলিব্রেটি ব্লগার, আমরা মাথার ঘাম কপালে ফালাইয়া পোস্ট দেই মাগার কেউ কমেন্ট করে না......


জয় শিপু ভাই।

(দুখের এবং হাসির ইমু হইবেক)

:) :) :)

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৯

শিপু ভাই বলেছেন: না রে ভাই, আমি সেলিব্রেটি ব্লগার না। সে যোগ্যতাও আমার নাই। যা পাচ্ছি তাকে আমি বলব আমার প্রতি তাদের ভালোবাসা।
এটাই সামুতে আমার জন্য বিশাল প্রাপ্তি।

কিন্তু সব কিছু আস্তে আস্তে নস্টদের দখলে চলে যাচ্ছে।
ব্লগিং ছেড়ে দিলেও তোমাদের মত মানুষদের সাথে পরিচিত হওয়াটাই আমার পরম প্রাপ্তি।

ভালো থেকো। ভালর সাথে থেকো।

ও হ্যা, আমি এখন জেনারেল। খুব ভাল লাগছে। তাই সবাইকে বলে বেড়াচ্ছি।

৭০| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪১

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: আপনি জেনারেল এইটা মানতে পারছি না। আর সব মানলাম।(সত্যি খারাপ লাগছে)

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৭

শিপু ভাই বলেছেন: সহমর্মিতার জন্য ধন্যবাদ মাহি।
পৃথিবীতে নস্টরা সংখ্যায় কম কিন্তু তারা আজ সব দখল করে নিচ্ছে।
সাবধানে থেক সকল বিভ্রান্তি ও ভন্ডদের ফাঁদ থেকে।

৭১| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

অজানার পথে বলেছেন: মজা তো :)

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০৮

শিপু ভাই বলেছেন: খুশি হয়েছেন?
তাহলেই আমি সার্থক!!

৭২| ২৭ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৪

এম আই টু বলেছেন: কুতুক বালা হইসে, কিন্তু পেলাস বাটনতো নাই :( :( :(( :((
ভালু লাগসে দিলাম B-) B-) B-)
উপ্রে এইটা আপ্নের ফটুক!! :D :D :D ভালু

২৭ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৪

শিপু ভাই বলেছেন: :) :D :> :!> :#>
ধইন্যা

৭৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৮

maruf.tripoly বলেছেন: দুঃখে আমার কইলজাটা
যাচ্ছে পুড়ে
দেশে এই সুগার থাকতেও
চিনির দাম কেন বাড়ে?

এমন পোষ্ট বন্ধ হলে
মাইনাস দিব ভাই
জব্বর এক পোষ্ট করছেন
ধন্যবাদ তাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৪

শিপু ভাই বলেছেন:
হাহ হাহ হা মজা পেলাম
আপনার কমেন্ট দেখে
ধইন্যা দিলাম - বাইট্যা খাইয়েন
চিতই পিঠায় মেখে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.