![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা সন্তানের চেয়ে সম্পদ ভালোবাসেন: হাসিনা
তত্ত্বাবাধয়ক সরকারের আমলে বিচারের ভয়ে, জেল-জরিমানার ভয়ে গণতন্ত্রের ডিগ্রী কন্যা শেখ হাসিনা ১/১১ কুশলীদের কথামতো বিদেশ পাড়ি দিয়েছিলো। কিন্তু তখন বার বার হুমকী-ধামকী সত্ত্বেও খালেদা জিয়া কোন অবস্থাতেই বিদেশ যায় নাই। ফলশ্রুতিতে ১/১১ কুশলীরা তার দু সন্তানকে নির্যাতনের উপর নির্যাতন করেছেন। আদালতে তারেক কোকোকে দেখে খালেদা জিয়া বারবার কান্নায় ভেঙ্গে পড়েছে। কিন্তু ওরা খালেদা জিয়াকে একবারের জন্যও নিজের সন্তানকে জড়িয়ে ধরার সুযোগ দেয় নাই। উপরুন্ত খালেদার মায়ের মৃত্যুতে মা-সন্তানকে আলাদা আলাদা সময়ে আনা হয়েছে যাতে মা-সন্তান মুখামুখি না হতে পারে।
অবশেষে তারেককে দুতলা থেকে ফেলে দিয়ে কোমর ভেঙ্গে দেওয়া হয়। মেরুদন্ডের স্পাইনাল কর্ড ভেঙ্গে যাওয়ার পর তারেক রহমান একা একা হাটতে পারতোনা। কোকোর এ্যাজমা জনিত সমস্যায় তার অবস্থাও অবনতি হয়। ফলশ্রুতিতে মাতৃত্ববোধের কাছে আপোষহীন নেত্রীর পরিচয় মুছে যায়। খালেদা জিয়া দু সন্তানকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিনিময়ে নিজেও বিদেশ যেতে রাজি হয়। কিন্তু খালেদা জিয়ার ছিলো দেশের প্রতি অগাধ ভালোবাসা, টান। তাই মনে মনে উনি বুদ্ধি আটেঁ। তারেক-কোকোকে বিদেশ পাঠানো হলে খালেদা জিয়া বলে বসে জীবন থাকতে উনি দেশ ছেড়ে কখোনো বিদেশে নির্বাসিত হবেন না। ৯০ এর গণ অভ্যুর্থানের মূল কারিগর খালেদা জিয়ার "আপোষহীন" উপাধী পাওয়ার মর্মার্থ আবার বুঝিয়ে দেয়।
অন্যদিকে আমরা জানি ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার কি রকম সম্পর্ক ছিলো। কি রকম সম্পর্ক ছিলো তার সন্তানদের। আজকে যারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার সন্তানদের নিয়ে গর্ব করেন তারা কি বাপ-বেটা বা বাপ-জির বা স্বামী-স্ত্রীর কোন নতুন ছবি দেখাতে পারবেন? ওয়াজেদ মিয়া গুরুতর অসুস্থ হয়ে স্কয়ারে ভর্তি থাকার পরও তার সন্তানেরা একবারের জন্যও তাকে দেখতে আসেনি। মৃত্যুর ঠিক অন্তিম মুহুর্ত্তে শেখ হাসিনা উপস্থিত হয়। ওয়াজেদ সাহেবের মৃত্যুও তার সন্তানদের ওয়াজেদ সাহেবের কাছে আনতে পারেনি। অথচ রংপুরে জয়ের জন্য প্রাথমিক সদস্যপদ পূরণ হওয়ার কয়েকদিনের মাথায় নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য উনি চলে আসলো। তার মেয়ে পুতুল একাধিকবার বাংলাদেশ সফর করলো। সুতরাং কারা ক্ষমতালোভী, ক্ষমতালিপ্সু তা নতুন করে জাতিকে বুঝিয়ে দেওয়ার দরকার নেই।
৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪২
শিরোনাম বলেছেন: ওয়াজেদ সাহেবের মৃত্যুও তার সন্তানদের ওয়াজেদ সাহেবের কাছে আনতে পারেনি। অথচ রংপুরে জয়ের জন্য প্রাথমিক সদস্যপদ পূরণ হওয়ার কয়েকদিনের মাথায় নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য উনি চলে আসলো।
২| ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪০
সিটিজি৪বিডি বলেছেন: কারা ক্ষমতালোভী, ক্ষমতালিপ্সু তা নতুন করে জাতিকে বুঝিয়ে দেওয়ার দরকার নেই।
৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪২
শিরোনাম বলেছেন: সেটাই। ওয়াজেদ সাহেবের মৃত্যুও তার সন্তানদের ওয়াজেদ সাহেবের কাছে আনতে পারেনি। অথচ রংপুরে জয়ের জন্য প্রাথমিক সদস্যপদ পূরণ হওয়ার কয়েকদিনের মাথায় নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য উনি চলে আসলো।
৩| ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৫
কামালপ্রতাপ বলেছেন: শেখ হাসিনার মন্তব্য, ভূতের মুখে রাম নাম।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৩
শিরোনাম বলেছেন: হুমম
৪| ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৬
খেজুরে আলাপ বলেছেন: শাবাশ ভাই। চালিয়ে জান।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৫
শিরোনাম বলেছেন: ধন্যবাদ ভ্রাদার। সাথে থাকুন।
৫| ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৭
বিজ্ঞান বলেছেন: ভাইডি মাথা গরম করছ কে ??/
পাগলে (রঙ্গ হেডেড মহিলা কি শাদে কইছে সুপ্রিম কোর্ট ) কি না বলে কুত্তায় (BAL সাপোর্টার ) কি না গিলে ........
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৬
শিরোনাম বলেছেন:
৬| ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৯
জানপরী বলেছেন: বিজ্ঞান এর সাথে একমত।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৬
শিরোনাম বলেছেন: আমিও একমত।
৭| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০২
আকাশের তারাগুলি বলেছেন: শেখ হাসিনা ভুল বলেছেন। দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার সবসময় সঠিক কথা বলা উচিৎ।
দেশের প্রতি খালেদার টানটা বরাবরই অন্যরকম। দেশের মায়ায় স্বামী, সন্তান তার কাছে গৌন। যার প্রমান ১৯৭১ সালেও একবার দিয়েছিলেন। জিয়াউর রহমান লোক পাঠানো সত্বেও উনি দেশ ছেড়ে আগরতলা যান নাই। দেশে কেন্টনমেন্টে থেকে গেছেন পাকি জেনারেলদের সাথে। বেগম খালেদা জিয়া দেশকে সবচাইতে বেশী ভালো বাসেন।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৯
শিরোনাম বলেছেন: কিছু শুয়োরের বাচ্চা আছে সুযোগ সন্ধানী। মন্তব্যে, পোস্টে সব জায়গায় চেষ্টা করে বিভ্রান্তমূলক কথা ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে গদাম।
৮| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৩
জর্জিস বলেছেন: সিটিজি৪বিডি বলেছেন: কারা ক্ষমতালোভী, ক্ষমতালিপ্সু তা নতুন করে জাতিকে বুঝিয়ে দেওয়ার দরকার নেই।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫০
শিরোনাম বলেছেন: সেটাই।
৯| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৮
মিটুলঅনুসন্ধানি বলেছেন: একমত................
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫০
শিরোনাম বলেছেন: ধন্যবাদ।
১০| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৯
খেজুরে আলাপ বলেছেন: @আকাশের তারাগুলি: ১৯৭১ সালে আপনার বাবা যখন পাকিস্তানে বন্দী ছিল , তখন আপনার মা হাসিনা ঢাকায় কার আদরে ছিলেন?
১১| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১১
সামসুন নাহার বলেছেন: সত্যি বলেছেন। এর বেশী কি বলবো।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫১
শিরোনাম বলেছেন: ধন্যবাদ নাহার।
১২| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১৭
অক্টোপাস বলেছেন: ভালোই হয়েছে : দেশের রাজনৈতিকরা পরস্পরের ভন্ডামি উম্মোচন করছেন। আবাল পাবলিকগুলার এরপরও যদি বুদ্ধি হয়!!
১৩| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৩
জাগরূ৪৯ বলেছেন: অক্টোপাস বলেছেন: ভালোই হয়েছে : দেশের রাজনৈতিকরা পরস্পরের ভন্ডামি উম্মোচন করছেন। আবাল পাবলিকগুলার এরপরও যদি বুদ্ধি হয়!!
১৪| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩১
বুড়ো বলেছেন: একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি ব্যক্তিগতভাবে এই আক্রমন শেখ হাসিনার মানসিক অপরিপক্কতার পরিচায়ক।
মহামান্য আদালত এইজন্যই এই জনাবাকে রঙ হেডেড আখ্যায়িত করেছিলেন।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৯
শিরোনাম বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
১৫| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৫
আকাশের তারাগুলি বলেছেন: আসলে তাই কিছু শুয়োরের বাচ্চা কথা অন্য দিকে নিয়ে যায়।
প্রেক্ষিতঃ তারেক কুকুর প্যারোল। প্যারোলের নামে বিদেশে ফুর্তি এবং ব্যাক্তিগত বেবসা নিয়া ব্যস্ততা। ভুয়া মেডিক্যাল সার্টিফিকেট আদালটে জমা দিয়ে ধরা খাওয়া। সরকার প্যারোল বাতিল করলো। প্রশ্ম উঠলো একমাত্র ২ ছেলে মুমুর্ষ, কিন্তু মা খালেদা একবার দেখতে গেলেন না। বলা হলো দেশের অবস্থা খুব খারাপ। তাই দেশ ছেড়ে গেলেন না। দেশের মানুষ কে বিপদে ফেলে তিনি থাকতে পারেন না। ১ দিন পর। তিনি সৌদি বাদশার দাওয়াতে! সৌদি গেলেন। উমরাহ করতে!। দেশের কি হবে, এটা ভাবলেননা?
আর এটা ধামাচাপা দেয়ার জন্য কিছু বলগার হাসিনা, তার সন্তান, ওয়াজেদ অবান্তর প্রসংগ নিয়ে আসলেন। আসলেই কিছু শুয়োরের বাচ্চা প্রসংগ অন্য দিকে নিয়ে যায়।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৪
শিরোনাম বলেছেন: যে সরকার ভুয়া মেডিক্যাল সার্টিফিকেটের ইস্যু ধরে কোকোর প্যারোল বাতিল করলো সে সরকারেরই আদালত আবার কোকোর প্যারোলের মেয়াদ বাড়াইছে। কিছু কি বুঝলেন?
যদি আপনার চোখ থাকার পরও আপনে অন্ধ হোন তাহলে আপনাকে কিছু বলার নাই। আপনে জানেন তারেক রহমানকে কোন অবস্থায় বিদেশ পাঠানো হয়েছে? আপনে জানেন ১/১১ এর সরকার বিএনপিকে কিভাবে তছনছ করে গেছে?
আদলত কতৃক রং হেডেট স্বীকৃত শেখ হাসিনার চেলা চামুন্ডারাও যে রং হেডেট সেটা এই মাত্র বুঝলাম। হাসিনা, তার সন্তান, ওয়াজেদ অবান্তর প্রসংগ নিয়ে আসলেন........... এটা দিয়ে আপনে কি বুঝাইতে চাইলেন? উনাদের ভিতর কি কোন আত্নিক সম্পর্ক নাই?
১৬| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৯
টি-ভাইরাস বলেছেন:
১৭| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪০
খেজুরে আলাপ বলেছেন: মহামান্য আদালত যাকে রঙ হেডেড আখ্যায়িত করেছিলেন তার জন্য কিছু শুয়োরের বাচ্চা এত ওঠেপড়ে লেগেছে কেন বুঝিনা।
১৮| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১
ঈবলিশ বলেছেন: খালেদা লাউ আর হাসিনা কদু
১৯| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৪
এম. এ. খসরু নোমান বলেছেন: একমত................ শুধু মাত্র {{+}} দেয়ার জন্য লগইন করলাম।
২০| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৬
এক্স বলেছেন: খাল পাবলিক আর হাস পাবলিকরা এখনও বুঝে না যে পাবলিক খাল আর হাসের গল্প খায় না. বর্তমানে দুই লেত্রীর কার্যক্রমই মানুষ বুঝে গেসে, দুইটারই মুখোস উন্মোচন হয়েছে এবং পাবলিক হাস রে গাইলানোর সময় খালের উপরেও গালি বিসর্জন করে.
২১| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৭
আকাশের তারাগুলি বলেছেন:
একজন স্বসীকৃত কালোটাকার মালিক, মহাচোরের সর্দারনী, রাষ্ট্রের সম্পদ লুন্ঠনকারী, এতীমের হক লুটকারী, খুনীর পক্ষে কিছু অর্বাচীন, মতলব বাজ, টাউটের মায়া কান্না দেখে আসলেই ঘৃনা হয়।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৯
শিরোনাম বলেছেন: ১/১১ তে সবচেয়ে বেশী দুর্ণীতিতে মামলা খাওয়া, সবচেয়ে বেশী টাকা দুর্ণীতিতে মামলা খাওয়া একজন নেত্রীর জন্য মায়া কান্না কিসের জন্য?
আদালত যাকে রং হেডেট ঘোষণা দিসে তার জন্য কিসের এতো মায়াকান্না?
আমি এখানে তারেকের উকালতি করতে আসি নাই। আমি বলতে চাইছি একজন প্রধানমন্ত্রী যে ভাষায়, যেভাবে কথা বলে সেটা রাস্তার মানুষেও বলেনা।
নিচের পোস্ট টি দেখে আবার মন্তব্য করুন-
অশিক্ষিত, গেয়োঁ, মূর্খের ভাষায় শেখ হাসিনা দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাকে খত দেওয়ার আহবান জানালেন
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৮
শিরোনাম বলেছেন: কোকোর সাময়িক মুক্তির আদেশ আপিল বিভাগে বহাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে (সাময়িক) মুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক ৩ অক্টোবর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
গত ২৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ শর্ত সাক্ষেপে কোকার প্যারোলে মুক্তির মেয়াদ ৪০ দিন বাড়ায়। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে গত রোববার আপিল বিভাগে আবেদন করে সরকার পক্ষ। আজ এ আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং কোকোর পক্ষে অংশ নেন মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে সাময়িক মুক্তি দিয়ে চিকিত্সার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় মেয়াদ বড়ানো হয়। এ হিসেবে ১৪ আগস্ট তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয়। ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধ্যতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিটটি করা হয়।
২২| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১৩
খেজুরে আলাপ বলেছেন: কুত্তার বাচ্চাদের লাজ শরম নাই।
২৩| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪২
ভ্য় বলেছেন: সুন্দর হয়েছে চালিয়ে যান ।
২৪| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৫
বান_দর বলেছেন: বুড়ো বলেছেন: একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি ব্যক্তিগতভাবে এই আক্রমন শেখ হাসিনার মানসিক অপরিপক্কতার পরিচায়ক।
মহামান্য আদালত এইজন্যই এই জনাবাকে রঙ হেডেড আখ্যায়িত করেছিলেন।
২৫| ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৮
বাউন্ডুলে রুবেল বলেছেন: সত্য কিছু কথা।
এড়ানোর কিছু নাই।
মাইনাস দেয়ার ও কিছু নাই।
প্লাস দিলাম ভাই।
২৬| ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯
লুকোচুরি বলেছেন: ঘটনা সত্য।
২৭| ৩১ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৮
কৃষ্ণনগর বলেছেন: ছি হাসিনা সত্য সর্বদা বলতে নাই।
২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১০
লুথা বলেছেন:
মুজিব বেচে থাকলে আজকে হাছিনা নিজের বাপকেও বেচে দিতো এবং বাপকে বেচেই চলতেছে
২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫১
জাতি জানতে চায় বলেছেন: হাসিনার বক্তব্য শুনে হাসা ছাড়া কিছু করার ছিলো না! বিদেশ প্রীতি তার বহুত পুরানা রোগ! এর আগে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একটানা মাসাধিক কাল বিদেশে অবস্থান করে ছুটি কাটিয়েছেন! আর দেশটাও যেনতেন না, যুক্তরাষ্ট্র, মুক্তিযু্দ্ধে যাদের অবস্থান ছিলো তেনার বেয়াইয়ের মতই! ১/১১ এর পরে কি করছেন সেটা আওয়ামীলীগ ছানা গুলাও বলতে পারবে! যেমন হাসিনা তেমন তার সমর্থক!
লেখক@ মন্তব্যের জবাবে আপনের টোকাটা অসাধারন হইছে! সুযোগ সন্ধানী আওয়ামীলীগ গুলা ন্যাংটা হইলে কি অবস্থা হয় দেখলেন তো!
৩০| ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮
রবিন-৭৭ বলেছেন: যেই মহিলা তার স্বামীকে খুন করে ক্ষমতার লোভে.....
যেই মহিলা তার স্বামীর খুনিকে জোটে টেনে আনতে তার পায়ে পড়ে...
যেই মহিলা তার দুই সন্তানকে দিয়ে দেশের সম্পদ লুট করে নেয়...
যেই মহিলা দেশ জন্মের শত্রু রাজাকারদের সাথে প্রেমবন্ধনে আবন্ধ হয়..
যেই মহিলা নিজের আলীশান বাড়ি রক্ষা করার জন্য ঈদের আগে হরতাল দেয়...
যেই মহিলা তার স্বামী হত্যাকাণ্ডের বিচার চায় না।
এমন মহিলা তো মহিলা নামের কলঙ্গ। এই মহিলাকে ঘুমাখা জুতা দিয়ে পিটালেও কারো কোন আপত্তি থাকবে মনে হয় না।
৩১| ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৪
রবিন-৭৭ বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৯
শিরোনাম বলেছেন: মাইনাসদাতাদের কিছু বলার নাই?
অেচনা পথিক
ঢেকি
জাকির সজিব
বিশ্ব জাকের মন্জিল
তাজা কলম
রিমঝিম বর্ষা
অরুন
প্যাঁচনাই