নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টেইটফরওয়ার্ড। হিপ্রোক্রেটদের ঘৃণা করি।

শিরোনাম

প্রতিবাদই আমার একমাত্র ভাষা

শিরোনাম › বিস্তারিত পোস্টঃ

বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নামধারী ছাত্রলীগের ক্যাডারদের ককটেল, টিয়ারশেল, গুলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

১। দলের মহাসচিব পুলিশের লাটিচার্জে আহত

২।যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত



স্মরণকালের সবচেয়ে বড় আজকের বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের সমাবেশ পরবর্তী মিছিলে পুলিশ নামধারী ছাত্রলীগের ক্যাডাররা ভয়বহ হামলা করে। এ হামলায় গুলিবিদ্ধ ও পুলিশের লাটিচার্জে অনেকেই আহত হয়েছেন।

এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।



দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে আজকে বিএনপির নয়া পল্টন অফিসের সামনে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশের শেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মিছিল মগবাজারের উদ্দেশ্য রওনা হয়। সেখান থেকে মিছিল আবার পার্টী অফিসের সামনে আসার কথা।



আমি ও আরেকজন সুপরিচিত ব্লগার মিছিলের অগ্রভাগেই ছিলাম। মিছিল মালিবাগ মোড় ক্রস করা মুহুর্তেই পুলিশ সামনে থেকে কিছু একটা ছুঁড়ে মারে। সাথে সাথে সেটা বিস্ফোরিত হয়। ককটেলের সে বিস্ফোরনে সাথে সাথে কয়েকজন রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখা যায়।



আমরা দৌড়ে শান্তি নগর মোড়ে চলে আসি। সেখানে আগে থেকেই হাজার হাজার পুলিশ অবস্থান নিয়েছিলো। যা আপনারা হয়তো টিভিতে দেখবেন। বেইলী রোডে শত শত গাড়ি আটকে থাকার ফলে পুলিশ আমাদেরকে লাটিচার্জ বা টিয়ারশেল মারেনি। কিন্তু মালিবাগে শত শত রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। হঠাৎ একটা গলি থেকে কিছু যুবক বের হয়ে টুইন টাওয়ারে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

স্থানীয় দোকানদেরকে বলতে শুনলাম বিএনপির মিছিলে হামলা করেছে পুলিশ। আর টুইন টাওয়ার ভাঙ্গে ছাত্রলীগ। কাহিনী কি?

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: বাকশালীরা খালেদা জিয়ার কঠোর মনোভাব দেখে হিংস হয়ে উঠেছে।


তীব্র নিন্দা জ্ঞাপন করলাম বাকশালীদের আচরণে।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

শিরোনাম বলেছেন: খালেদা জিয়া সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষুদ্ধ হয়ে উঠেছে এটা কি খালেদা জিয়ার অপরাধ?

খালেদা জিয়া সাধারণ মানুষের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে সেটা কি অপরাধ?

কেনো শান্তিপূর্ণ এ মিছিলে হামলা?

২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

গধযনঁন বলেছেন: পুলিশ রাজিবের খুনীদের গ্রেফতার করেছে! অভিনন্দন!!
আফসোস এরা এক বছরেও সাগর-রুনী'র হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, আমিনুলের হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারলো না, চৌধুরী আলমকে উদ্ধার করতে পারলো না। ছবি দিয়ে সনাক্ত করিয়ে দেবার পরও বিশ্বজিতের খুনীদের গ্রেফতার করতে পারলো না। বড় আফসোস!

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শিরোনাম বলেছেন: রাজীব খুন হওয়ার পর এই পুলিশ আর র‌্যাবই বলেছিলো খুনের মোটিভ দেখে নিশ্চিত যে এইটা প্রফেশনাল খুনীদের কাজ। আজকে যাদেরকে ধরলো এরা সবাই এ্যামাচার পোলাপাইন বলেই মনে হইলো।

আফসোস এরা এক বছরেও সাগর-রুনী'র হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না। কারন সাগর-রুনীর হত্যাকারী কারা? কারা আগ বাড়িয়ে বিভিন্ন কথা বলেছিলো?


ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারলো না, চৌধুরী আলমকে উদ্ধার করতে পারলো না। কারন এই সরকারই তাদের গুম করেছে।

৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

পুংটা বলেছেন: দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের সমাবেশ আহবানের আর টাইম পাইলেন না। নিজে এসি রুমে বসে আমাদেরকে ছাত্রলীগের মাইর খাইতে রাস্তায় পাঠাইছেন।

স্মরণকালের সবচেয়ে বড় মাইর খাইনাই এইটার আল্লাহর অশেষ রহমত। :((

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৪

শিরোনাম বলেছেন: কিছুদিন আগেও খালেদা জিয়া ঢাকার ভিতরে পথসভা করেছে। জনসংযোগ করেছে।

সঠিক সময়ে সমাবেশ উনি ঢেকেছিলেন। সাধারণ মানুষের মৃত্যুতে উনার এ কর্মসূচী বাকশালী পুলিশের কারনে গুলিবিদ্ধ।

৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

কাল্পনিক চরিত্র বলেছেন: ছাত্রলীগ মালিবাগে গাড়ীতে আগুন লাগাইছে? টুইন টাওয়ার ভাঙ্গছে? আর আপনার বসে বসে আঙ্গুল চুষতেছিলান?

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৬

শিরোনাম বলেছেন: না আমরা দৌড়ে দৌড়ে টিয়ারশেলের গ্যাস খাচ্ছিলাম। আর পুলিশ আমাদের দৌড়াইতে দৌড়াইতে গলি ছাড়া করছে।

টিভিতে বা পত্রিকাতে কোথাও টুইন টাওয়ার ভাঙ্গার ছবি বা ভিডিও দেখবেন না। কিন্তু ভাঙ্গার নিউজ পাইবেন।
কারন কাউরে ভিডিও করতে দেয় নাই, ছবি তুলতে দেই নাই।

৫| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

যোগী বলেছেন: ভাই বিএনপি এখন আর আছে এখন সব জামাত।
কালতো খালেদা জিয়া সেই ঘোসনাই দিলেন

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৭

শিরোনাম বলেছেন: হ আপনের মতো আবালরা তাই ভাবে।

বিএনপি ৩ বার ক্ষমতায় আসা দল। বিএনপি সবচেয়ে খারাপ রেজাল্ট যখন করেছে তখন ৩৮% ভোট পাইছে।

সো আপনে পাগলের মতো বকবক করেন। আর দেশের গোয়া মাইরা যান আওয়ামীলীগের মতো।

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০১

রাসেল ভাই বলেছেন: আমাদের মাইর খাওয়া এবং দেওয়াতেই জীবন কাটবো আফসোস ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৭

শিরোনাম বলেছেন: নাহ ভাই। বিএনপি জনগণকে নিয়ে রুখে দাঁড়িয়েছে। আজকেই প্রমাণ পেলাম। লক্ষাধিক মানুষ হয়েছিলো আজকের সমাবেশ ও মিছিলে।

পুলিশের ভাগ্য ভালো বিএনপি মারমুখী হয় নাই আজকে।

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

একটা বোকামী করবে সরকার যদি বিএনপিকে জামাতের সাথে গুলায় ---




দাঙ্গা লাগতে সময় নিবে না -

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৫

শিরোনাম বলেছেন: সেটায়। বিএনপি যে নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে সেইটাতেও দেশের ৩৮% ভোট পেয়েছিলো।

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩০

জানপরী বলেছেন: কিছুক্ষন আগে বিবিসি শুনলাম। সাধারণ আলোচনায় বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণের শিকার, মন্দির ভাংচুর আর আগুন দেওয়ার ঘটনা ঘটছে বলে প্রচার করল।
উপরে মন্তব্যকারী যোগী যদি হিন্দু হয় এবং তার উস্কানিমূলক মন্তব্যের কারণে কেউ যদি তাকে গনধোলাই দেয় তাহলে কি বলা হবে সংখ্যালঘু আক্রমণের শিকার ???????

আসলে কিছু কিছু লোক বাংলাদেশকে অশান্ত করার জন্য পুরোপুরি কাজ করছে যা সাধারণ মানুষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমরা শান্তিময় বাংলাদেশ চাই।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

শিরোনাম বলেছেন: Click This Link এইটা দেখেন।

৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪১

কাঠুরে বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

একটা বোকামী করবে সরকার যদি বিএনপিকে জামাতের সাথে গুলায় ---




দাঙ্গা লাগতে সময় নিবে না -

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

শিরোনাম বলেছেন: লেখক বলেছেন: সেটায়। বিএনপি যে নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে সেইটাতেও দেশের ৩৮% ভোট পেয়েছিলো।

১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

স্বপ্নক বলেছেন: কাঠুরে বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

একটা বোকামী করবে সরকার যদি বিএনপিকে জামাতের সাথে গুলায় ---




দাঙ্গা লাগতে সময় নিবে না -

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৬

শিরোনাম বলেছেন: লেখক বলেছেন: সেটায়। বিএনপি যে নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে সেইটাতেও দেশের ৩৮% ভোট পেয়েছিলো।

১১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১১

ওই চোরা বলেছেন: @গধযনঁন , কারণ এইটা হইল কুত্তালীগ


কয়দিন পর দেখবেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নাম করে করে ঘরে ঘরে ঢুকে মানুষ মারবে। এমনও হয়ত দিন সামনে আসছে

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৬

শিরোনাম বলেছেন: অসম্ভবের কিছু না। ছাত্রলীগ এমনই একটি প্রাণী।

১২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৪

আশিকুর রহমান ১ বলেছেন: এরা চেতনা বাজ। আজকের হামলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেছেন X(( X(( এখান থেকে ঘুরে আসার আমন্ত্রন রইল

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

শিরোনাম বলেছেন: ধন্যবাদ। পোস্টে দেখে মন্তব্য করে আসলাম।

১৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

মাজহারুল হুসাইন বলেছেন: বাকশাল কাকে বলে কত প্রকার কি কি একেবারে শিখায়ে ছাড়বে ।

১৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪২

গিড়ীবাজ বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী শক্তি এক হও।

১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: আওয়ামী লীগ যে কতবড় চক্রান্ত করেছে এটা এতদিন অনেকেও বললেও তখন কেউ বিশ্বাস করতে চায়নি, এখন সেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

শাহবাগের গণজাগরণের নামে যে নিজেদের স্বার্থসিদ্ধির খেলা শুরু করেছিল তা এখন দিবালোকের মতই স্পষ্ট। প্রথম দিকে যেমন বিরোধী মতকে শাহবাগ থেকে রাজাকার উপাধি দেয়া হচ্ছিল এখন সেই শাহবাগপন্থীরাই এখন আওয়ামী লীগের চামচা উপাধি পাচ্ছে! আর বাস্তবেও তাই, সেখানে এখন আওয়ামী পোষা কুত্তা আর চামচারা ছাড়া কেউ যায় না।

দেশকে অশান্ত এবং বিভক্ত করার যে ঘৃণ্য আগুন খেলা আওয়ামী লীগ শুরু করেছে তার আঁচে যে নিজেরাও পুড়তে পারে তা বোধহয় তারা ভুলে গেছে।

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৬

ইনেফারাজ বলেছেন: বিএনপি ও কি সহিংস ছিল আজ তাদের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশে? আর কত ফ্যাসিবাদ দেখতে হবে? কোথায় শাহবাগী বিবেক? দেশের প্রধান বিরোধী দলের শান্তিপূর্ন গণতান্ত্রিক আচরনের বহিপ্রকাশে প্রকাশ্যে গুলি চালিয়ে আহত করে প্রায় অর্শতাধিক নেতাকর্মীকে। ধিক তথাকথিত তরুণ প্রজন্ম বলে খ্যাত হ্যারি কে টমাস (নাজমুল) বাহিনীকে। শাহবাগকে বলছি আসুন বিবেক দিয়ে ভালোবাসি দেশকে যার নির্মল বায়ুতে শ্বাস নিয়ে বেছে আছি। হুজুগে মাতাল না হই আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.