![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন “এদেশের মানুষ ধার্মিক কিন্তু সাম্প্রদায়িক নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ধর্মের মানুষ আবহমানকাল থেকে এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু বিভিন্ন সময় গণবিচ্ছিন্ন শাসকেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জনগণের আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়েছে। স্বৈরশাসকদের এহেন ঘৃণ্য তৎপরতাকে নস্যাৎ করে দিয়ে অতীতে আমরা জনগণের আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছি। এবারেও তার ব্যত্যয় ঘটবে না, ইনশাআল্লাহ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “ব্যর্থ ও গণবিচ্ছিন্ন হয়ে পেশী ও অস্ত্রশক্তির ওপর নির্ভরশীল সরকারের ফ্যাসিবাদী নির্যাতন-নিপীড়ন এবং নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী সর্বস্তরের সাধারণ মানুষ যখন ফুঁসে উঠে প্রতিরোধের লড়াই শুরু করেছে, সেই মুহূর্তে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুঠতরাজের বেশ কয়েকটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি।”
“আমি এসব ঘৃণ্য সাম্প্রদায়িক ও সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি কঠোর হাতে এই অপতৎপরতা দমনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
“গত পয়লা মার্চ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে আমি পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টার কথা উল্লেখ করে দেশবাসীকে এব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছিলাম। আমি আবারো সেই আহ্বানের পুনরুল্লেখ করছি এবং সকলকে সম্মিলিতভাবে এ ধরনের ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
“আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম ওলামাসহ ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপসনালয়, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনাকে যে-কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।”
“দেশের কোথাও কোনো কুচক্রি মহলের উস্কানীতে ধর্মীয় সংখ্যালঘু ভাইবোনদের জীবন, সম্পদ ও সম্মান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে আপনারা সজাগ থাকুন।”
খালেদা জিয়া বলেন, “আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ধর্ম-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে এদেশে বসবাসরত প্রতিটি নাগরিকের জান-মাল-সম্ভ্রমের নিরাপত্তা ও ধর্মীয় অধিকারের সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। এর ওপর কোনো আঘাত বরদাশ্ত করা হবে না। ইতিমধ্যে যে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সেসবের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।”
“সংবাদ মাধ্যমের প্রতি আমার আহ্বান, এধরনের ঘৃণ্য তৎপরতার ব্যাপারে কোনো পূর্বধারণার বশবর্তী কিংবা মহল বিশেষের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরুন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করুন।”
“আমি সংশ্লিষ্ট সকল মহলকে এই আত্মঘাতি ঘৃণ্য তৎপরতা থেকে বিরত থাকতে বলছি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সফল করার আহ্বান জানাচ্ছি।”
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
নায়করাজ বলেছেন: এই সব কথা কোথায় পাইলেন ?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০১
শিরোনাম বলেছেন: কেন অবাক হইছেন?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০০
নায়করাজ বলেছেন: তার এই বক্তব্যকে স্বাগত জানাই। বাস্তবে তার জোটভুক্ত জামাত-শিবির তাণ্ডব চালাচ্ছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন ?
নিউজের লিংকটা যোগ করা উচিত ছিল : Click This Link
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০৪
শিরোনাম বলেছেন: লিংক ছিলোনা বলে কনফিউজড হয়ে গেছিলেন? ভাবছিলেন আমি লিখে ম্যাডামের পক্ষে সাফাই গাইতাছি?
আমি নিতান্তই একজন সাধারণ সৈনিক। আমার কথা না বলে ম্যাডামের বক্তব্যই পেস্ট করে দিচ্ছি -
খালেদা জিয়া বলেছেন, আমি এসব ঘৃণ্য সাম্প্রদায়িক ও সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি কঠোর হাতে এই অপতৎপরতা দমনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
আর আমার বক্তব্য -
আমরা হিন্দু-মুসলমান-খ্রিস্টান-বৌদ্ধ সবাইরা নিয়া ভালো আছি। আমাদের দেশের সুনাম যারা নষ্ট করতাছে ঐ সকল ানকীর পোলাগোর বিচার চাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫০
শিরোনাম বলেছেন: আপনার আপোষহীন এ বক্তব্য হিন্দু ও অন্যান্য ধর্মালম্বীদের সাহস যোগাবে।
সেই সাথে অপরাধীদের ভীত দুর্বল করে দিবে আশা করি।