![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বগুড়া শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান টিপুর নেতৃত্বে আরো কিছু যুবলীগ কর্মী শহীদ মিনার ভাঙার সময় স্থানীয় জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে।
আজ বেলা সোয়া ৩টার দিকে টিপুর নেতৃত্বে যুবলীগের ১০/১২ জন নেতা-কর্মী এই ন্যাক্করজনক ঘটনা ঘটায়। এ প্রসঙ্গে বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সরকারদলীয় এমপি ওই মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এমপি হাবিবুর রহমান শহীদ মিনার ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে আমি মনে করি। তাই যে কেউ বা যে ব্যক্তি জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই সঙ্গে তিনি ওই ঘটনার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
রাজনৈতিক ফায়দা লুটার জন্য আওয়ামীলীগ কত নিচে নামতে পারে এইটা একটা উদাহরণ।
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
শিরোনাম বলেছেন:
এই সেই পাপী।
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
ভাবী জিওলজিস্ট বলেছেন: একটু আগে তারে পাগল বলে পুলিশ ছেড়ে দিসে
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
শিরোনাম বলেছেন: ছাগল বলে ছাড়লে ভালো হতো। কিছু কাঠাঁল পাতা দিয়া আসতাম।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
আমি মোঃ চয়ন বলেছেন: ম তে মানব জমিন!!তুই রাজাকার!তুই রাজাকার!!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
শিরোনাম বলেছেন: ম তে কিন্তু আরেকটা কঠিন স্লোগান আছে যেটা শুনলে আওয়ামীলীগের অনেকের অযু নষ্ট হয়ে যায়।
ম তে বেয়াই মোশারফ
তুই রাজাকার তুই রাজাকার।
ম তে মখা আলমগীর
তুই রাজাকার তুই রাজাকার।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
রিফাত হোসেন বলেছেন: hum
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
শিরোনাম বলেছেন: দেখছেন নি কি করছে?
৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
মাদ্রাসার? তা হইলেই তো সন্দেহ জনক। ধাওয়া করে ধরছে মাদ্রাসার ছাত্ররা ! আরো সন্দেহ জনক।
তাও বগুড়ার, বিম্পি জামাতের ঘাটি, সেটা মাদ্রাসাও। পুরাই সাজানো। হয়তো ভিডিও বানানো হবে।
নিকৃষ্ট পত্রীকার নিকৃষ্ট সাংবাদিকতা।
বাংলাভিশন ৫ মিনিট পর নিউজটি সরিয়ে ফেলেছে!
বিম্পিরা জামাতিদের বাচাতে চায় কেন?
কলঙ্ক মুক্ত হইতে তাদের কত টাকার রাজনৈতিক সুবিধা দেয়?
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
শিরোনাম বলেছেন: আরে ছাগল সাধারণ পাবলিকে ধরছে। মাদ্রাসার ছাত্ররা ধরে নাই।
মিডিয়ার উপর আওয়ামীলীগ কি পরিমান নজরদারী করতাছে সেটা আপনার কথাতেই প্রমাণ হয়। সেজন্যই বাংলাভিষণে ৫ মিনিট দেখানোর পরই নিউজটি সরিয়ে ফেলেছে। মন্ত্রী শাজাহানরে যখন আম-পাবলিক জুতাপেটা করলো তখনো সরকার মিডিয়ার কলার চেপে ধরছিলো।
মাদ্রাসা নিয়া তাচ্ছিল্যভাবে কথা বলেন! বেয়াদপ কোথাকার!! মাদ্রাসার ছাত্ররা কি আপনের োআ মারছিলো? মন্ত্রী শাজাহানরে যেভাবে জুতাপেটা করছিলো আপনারেও সেইভাবে জুতাপেটা করা দরকার।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
ইউরো-বাংলা বলেছেন: চেতনা ব্যবসায়ীরা ক্লান্ত এখন ঘুমাচ্ছে।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
শিরোনাম বলেছেন: জনগণের সামনে আসল চেহাড়া ধরে পড়ে যাওয়ায় বেশী টান দিসে নাকি?
৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
অচেনা আগন্তুক বলেছেন: আওয়ামীলীগ নটঙ্গি কইরা রাজনীতি করতে চায় কেন?
মিথ্যা নাটক, লাশ আর প্রতারণা-- রেন্টুর কথা অক্ষরে অক্ষরে সত্য বলে পদে পদে প্রমাণ হচছে!!!
ছিঃ
ভন্ড হাম্বালীগ
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
শিরোনাম বলেছেন: আওয়ামীলীগের চরিত্রই ভন্ডামীর।
জাতির সামনে এখন পরিষ্কার।
৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
ফরহাদুল হাসান অভি বলেছেন: শহীদ মিনার ভাঙ্গা অতি গর্হিত ১ টা কাজ। সে যে দলেরই হোক। তার কঠোর বিচার হওয়া দরকার। কোন মেইনস্ট্রিম মিডিয়াতে খবরটা আসেনি। শাহবাগ চত্বর পেইজ গুলাতে জানানোর পরও তারা এটা শেয়ার করছেনা। কিন্তু কেন?
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
শিরোনাম বলেছেন: সেটাই কঠিন বিচার হওয়ার দরকার ছিলো। কিন্তু হেরে পাগল কইয়া পুলিশ ছাইড়া দিসে সরকারের চাপে।
মেক্সিমাম মেইনস্ট্রিম মিডিয়া এখন সরকারের পদলেহনে ব্যস্থ। সেইম ফর শাহবাগ চত্বর পেইজ।
১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
শেকড় বাংলা বলেছেন: ..............একটু বেশি খেয়েছিল তাই চেতনা উল্টা কাজ করছে।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
শিরোনাম বলেছেন: আমার মনে হয় এটা সরকারের উপরের মহলের নির্দেশে করা হইছে।
আওয়ামীলীগ তার নিজস্ব বাহিনী দিয়া সারা দেশে শহীদ মিনার, মসজিদ, মন্দির ও গির্জায় আক্রমন করাচ্ছে এরকম একটা অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে।
আমার ধারণা এটায় ঠিক। তা না হলে কেনো অপরাধীকে পুলিশ ছেড়ে দিলো?
১১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
নুরুল অমিন বলেছেন: ভাই বেশি কতা কমু না, তয় এখ্খান হুনেন, আম্লীগের রাজনীতি বুঝতে হলি আগে দাদাগোর খাচ পলিটিক্যাল মুভি দেখন লাগবো। হেরপর বুঝতে পারবেন বিডিয়ার ম্যাসাকার থেইক্যা শাহাবাগ কিভাবে জমে।
আর এটু কই?
নাহ্ আর কমু না ,কইলে বুইজা লইবি।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
শিরোনাম বলেছেন: ভাই আমরা আম পাবলিক। ডিটেইস বললে আরো সুবিধা হয়। দয়া করেন। আমরা হুনতাম চাই।
১২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
0গাংচিল বলেছেন: @ কাল ঝড়
কলঙ্কিত হয়তে হাসিনারে দাদাবাবুরা কত দেয় ? এইটা জানেনতো?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
শিরোনাম বলেছেন: @কালবৈশাখীর ঝড়
১৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
শোয়েব হাসান বলেছেন: Bal
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮
শিরোনাম বলেছেন: ?
১৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
ভ্রমন কারী বলেছেন: শহীদ মিনার ভাঙ্গা অতি গর্হিত ১ টা কাজ। সে যে দলেরই হোক। তার কঠোর বিচার হওয়া দরকার। কোন মেইনস্ট্রিম মিডিয়াতে খবরটা আসেনি। শাহবাগ চত্বর পেইজ গুলাতে জানানোর পরও তারা এটা শেয়ার করছেনা। কিন্তু কেন?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯
শিরোনাম বলেছেন: সেটাই কঠিন বিচার হওয়ার দরকার ছিলো। কিন্তু হেরে পাগল কইয়া পুলিশ ছাইড়া দিসে সরকারের চাপে।
মেক্সিমাম মেইনস্ট্রিম মিডিয়া এখন সরকারের পদলেহনে ব্যস্থ। সেইম ফর শাহবাগ চত্বর পেইজ।
১৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
ভাবী জিওলজিস্ট বলেছেন: কলারোয়া ভাইস চেয়ারম্যানের অফিসে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২
শিরোনাম বলেছেন: তেনারা বোমা বানাইয়া কারে সাপ্লাই দিতো?
১৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
আশিকুর রহমান ১ বলেছেন: থু থু থু থু
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২
শিরোনাম বলেছেন: থু থু ঐ সকল নরপশুদের উপর যারা শহীদ মিনার ভাংগে, জাতীয় পতাকা ছিঁড়ার দুঃসাহস দেখায়।
১৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
মিনেসোটা বলেছেন: যেভাবে সব লীগের পোলাপান রাজাকারের নাতি ছুপা ছাগু বলে প্রমানিত হচ্ছে, এইটাও সেই ঘটনা হয়ে যেতে পারে।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:২১
শিরোনাম বলেছেন: পুলিশ পাগল বলে তাকে ছেড়ে দেয়।
১৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
সাদ আরেফিন বলেছেন: বাইয়া তো লুঙ্গি খুলে পেন্টি পরাই দিলেন .....।
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
শিরোনাম বলেছেন: তারা যেভাবে চলতেছে তাতে পাবলিক কভে যাবি হাতে চুড়ি পড়াইয়া দেয়।
১৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
তিক্তভাষী বলেছেন: নোংরামীতে কেউ তাদের ছাড়াতে পারবে না। চ্যালেঞ্জ!
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২
শিরোনাম বলেছেন: নিঃসন্দেহে কেউ পারবেনা। তারা চেতনা ব্যবসায়ী।
২০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
শিরিষ গাছ বলেছেন: আ লীগের ধুতি খুলে গেল। শাহবাগী ইমরান এ ব্যাপারে চুপচাপ।
১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৫
শিরোনাম বলেছেন: ধুতে খুলুক আর লুঙী খুলুক সেটা বড় সমস্যা না। সমস্যা হলো যুবলীগের ঐ নেতা আমাদের প্রানের স্পন্দন শহীদ মিনার ভাংছে। ওর বিচার করা দরকার ছিলো।
কিন্তু সরকার কৌশলে পাগল স্বাব্যস্থকরে তাকে ছেড়ে দিলো।
২১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
হাবিব০৪২০০২ বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পরো ধরা
কিন্তু এবার ভালমতই কট খাইছে
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
শিরোনাম বলেছেন: কট খাইছে মানে চরমভাবে খাইছে।
২২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২২
বাংলার হাসান বলেছেন: ইজ্জত তো গেল
এইবার বেইজ্জতি নিয়ে টানাটানি।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
শিরোনাম বলেছেন: সবকটিরে ধইরা পিডানি দরকার।
এইবার সাভার পৌর যুবলীগের যুগ্ন আহবায়কের দুই নাম্বারির কারনে শত শত মানুষের প্রাণ গেলো।
২৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
ইউরো-বাংলা বলেছেন: অচেনা আগন্তুক-এর সাথে একমত।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
শিরোনাম বলেছেন: লেখক বলেছেন: আওয়ামীলীগের চরিত্রই ভন্ডামীর।
জাতির সামনে এখন পরিষ্কার।
২৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯
মূর্ধন্য বলেছেন: চরমভাবে নিন্দনীয়। রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা। তবে বলতে হবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। পোষ্টের সাথে সহমত যদি না জামাত-শিবির এতগুলা শহীদ মিনার ভাঙলো, হামলা, ভাংচুর, হিন্দুদের উপর হামলা, মন্দির ভাংচুর, আগুন দেয়া এগুলানরে জাস্টিফাই করার অপচেষ্টা না হয়।
২৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
আই লাভ ইউ, ম্যান বলেছেন: সাদ আরেফিন বলেছেন: বাইয়া তো লুঙ্গি খুলে পেন্টি পরাই দিলেন .....।
২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: এখন বলছে হেফাজতীরা ভাংছে !
২৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: তেনারা বোমা বানাইয়া কারে সাপ্লাই দিতো?
জামাতরে????
তিনাগোতো আবার জামাতের সাথৈ বিশেষ খাতির!!!
৩৬ বছর পর পয়লা ক্ষমতার স্বাদ দিল জামাত!
বিশ্বকাপের ক্রিকেটে কত টেকা পয়সা দিল...
পেরধান মন্ত্রীর মেয়েরে কবুল কইরল!!!
শেখ সেলিম সহ কত কত চেতনাধারীগোরে তারা মাইয়া দিল!!!!!!!
তারপর ও কি অকৃতজ্ঞতা!!!!!!!
ঝড় মুনেহয় থাইমা গেছে? উত্তর নাইক্যা? না বেলুনে পিন পড়ছে
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
শিরোনাম বলেছেন: পুরা নিউজটা এইখানে