নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টেইটফরওয়ার্ড। হিপ্রোক্রেটদের ঘৃণা করি।

শিরোনাম

প্রতিবাদই আমার একমাত্র ভাষা

শিরোনাম › বিস্তারিত পোস্টঃ

জিয়াউর রহমানের আদর্শ, স্নেহ বুকে ধারণ করে এখনো বিএনপির নয়া পল্টনের পার্টি অফিস আগলে রাখেন রুস্তম চাচা। স্যালুট রুস্তম চাচা।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬



গতকালকে বাকশালের পুলিশ যখন স্বাধীনতার পরের সকল ইতিহাস, সৌজন্যতা ভেঙ্গে দিয়ে বর্তমান প্রধান বিরোধী দল, সর্বোচ্চ দেশ শাসনকারী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে তখন হাত বাঁধা রুস্তম চাচা কেদেঁই চলছেন।



যারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত যান তারা অনেকেই হয়তো রুস্তম চাচাকে চিনেন। জিয়াউর রহমান খুব স্নেহ করতেন রুস্তম চাচাকে। খালেদা জিয়াও খুব স্নেহ করেন রুস্তম চাচাকে। তাই চাঁদপুর থেকে চলে আসেন। ৩০ বছর ধরে আগলে আছেন পার্টি অফিস।





গতকালকে যখন পুলিশ বিএনপির অফিসে হামলা করে তখন পুলিশ অফিসে ঢুকে রুস্তম চাচাকেও আটক করতে উদ্যত হয়। তখন উপস্থিত সাংবাদিকরা পুলিশকে বাঁধা দেয়। এতেই প্রমাণিত হয় রুস্তম চাচার মানবিক গুণাবলি। বিএনপির নিউজ কাভারেজ করতে আসা সাংবাদিকদের ফুট-ফরমাশ রুস্তম চাচা সহাস্য করে দেন।



পুলিশ রুস্তম চাচাকে আটক করতে না পেরে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখেন। রুস্তম চাচা বলেন, “তারা আমারেও আটক করতে চাইছিল। হাত বাইন্ধা রাখছিল, বলছে এখানে দাঁড়ায়া থাকো।”



এ দলটির সঙ্গে থেকে কি পেয়েছেন? জানতে চাইলে অবাক হন রুস্তম। ভালোবাসলে সেখান থেকে প্রাপ্তি থাকতে হবে বলে ভাবেন না তিনি। বলেন, “জীবনে কোন চাওয়া পাওয়া নেই। তাই পাওয়ার হিসেব করি নাই।”



মন্তব্য ৩৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

আশিকুর রহমান ১ বলেছেন: বর্তমানে রুস্তম চাচর মতো নিবেদিত সমর্থক এর প্রয়োজন বিএনপির।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

শিরোনাম বলেছেন: আসলেই। ধন্যবাদ আপনাকে।

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

মদন বলেছেন: অদ্ভুত

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

শিরোনাম বলেছেন: সেটাই।

৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

সর্দার বলেছেন: জিয়াইর রহমানের আদর্শতো গোলাম আযমদের পুনর্বাসন করা। যার ফল আমরা সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

শিরোনাম বলেছেন: ১৯৭৫ এর আগস্ট পর্যন্ত আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো তখন গোলাম আযম বিচার হয়নি কেনো? এই প্রশ্নের উত্তর দেন আগে তারপর আপনার জ্ঞানের বহর দেখে মন্তব্যের জবাব দিবো।

৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

হাসান ২৯ বলেছেন: zia is the only leader of our country who can loved in this way.

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

শিরোনাম বলেছেন: ঠিক বলেছেন।

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

আমি ব্লগার হইছি! বলেছেন: সব কর্মী রুস্তম চাচার মতো হলে বি এন পি কে আর জামাতের মতো দলের উপর নির্ভর করা লাগতো না। জামাতের জন্যে রাজাকারের বিচার চাইতে পারছে না বি এন পি, এইজন্যে রুস্তম চাচার মনে অনেক দু:খ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

শিরোনাম বলেছেন: স্যরি আপ্নে এখনো পুরাপুরি ব্লগার হইতে পারেন নাই। মুসলমানী করা বাকি আছে।

বিএনপি জামাতের উপর কেনো নির্ভর হইতে হবে জনাব ছাগল সাহেব? বিএনপির কয়টা সিট? আর জামায়াতের সিট কয়টা?

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

এম এস আই জুেয়ল বলেছেন: লেখায় একটি দলের প্রতি প্রচ্ছন্ন সমর্থন পাওয়া যায়।তবে লেখাটি পরিচ্ছন্ন।বাঁকা চোখে দু’একটি মন্তব্যও এসেছে।লেখাটি যেমন অনাক্রমণ মন্তব্যের উত্তরগুলোও আশা করি অনাক্রমণ হবে।অনেকেই আছেন উস্কানীমূলক ও অপ্রাসঙ্গিক মন্তব্য করে লেখককে বৃত্তের বাইরে নিয়ে আসতে চাইবে।এ ফাঁদে পা দিলে লেখার স্বার্থকতাই উঁবে যাবে।ব্লগ সবসময়ই একটা সৃজনশীল অধ্যায়।মনের অকপট চিন্তাগুলি লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলে আমরা এই সৃজনশীলীতাকে উচ্চাসনে নিয়ে যেতে পারি।আজ বিএনপি’র কার্যালয় নিয়ে লেখা এসেছে,কাল আসবে আওয়ামীলীগের কার্যালয় নিয়ে।আমরা মননশীল চিন্তা দিয়ে অজানা তথ্যগুলি জেনে নিয়ে মনের কালিমা দূর করব।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

শিরোনাম বলেছেন: আপনার মন্তব্যটা ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: রুস্তম চাচার মত সবাই হৈলে আর বিন্পির এই অকাল পরত না । রুস্তম চাচা ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

শিরোনাম বলেছেন: হ্যাঁ রুস্তম চাচা অনেক ভালো লোক।

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালোবাসলে সেখান থেকে প্রাপ্তি থাকতে হবে বলে ভাবেন না তিনি -- এই কথাটা ভালা লাগছে :) :D :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪

শিরোনাম বলেছেন: উনি খুবই সরল মানুষ। সেহেতু উক্তিটাও সরল :)

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

রবি_জল বলেছেন: স্যালুট চাচা আবারো ।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

শিরোনাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫

আমি ব্লগার হইছি! বলেছেন: বিএনপির কয়টা সিট? আর জামায়াতের সিট কয়টা?
এই কথাটা খালেদা জিয়া যদি বুঝতো তাহলে দেশের অবস্থা এরকম হতো না।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

শিরোনাম বলেছেন: খালেদা জিয়া বুঝে। আপনের মতো মাথামোটা গর্দভরা বুঝেনা সেজন্যইতো মনে করেন বিএনপি জামাতের উপর ডিপেন্ডেবল।

১১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

ক্ষুধিত পাষাণ বলেছেন: জিয়ার আদর্শকে বাঁচিয়ে রাখতে রুস্তুম চাচারমত লক্ষ কোটি বিএনপি সমর্থক ঘরে ঘরে জন্ম নিক।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

শিরোনাম বলেছেন: আমিন।

১২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

ফাহিম আহমদ বলেছেন: প্রথমেই চাচাকে স্যালুট জানাই.. আমি আগে শুনেছি উনার কথা,

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

শিরোনাম বলেছেন: ধন্যবাদ ফাহিম। ভালো থাকুন।

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

শিপু ভাই বলেছেন:
রুস্তম চাচার ৩০ বছরই বৃথা গেল!!!


ফিরিয়ে দাও ৩০ বছর!!! :P

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

শিরোনাম বলেছেন: রুস্তম চাচা সেটা মনে করেননা। ভালোবাসলে সেখান থেকে প্রাপ্তি থাকতে হবে বলে ভাবেন না তিনি। বলেন, “জীবনে কোন চাওয়া পাওয়া নেই। তাই পাওয়ার হিসেব করি নাই।”

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

আহলান বলেছেন: একজন রাষ্ট্র নায়ক যদি ব্যক্তিগত জীবনে সৎ হয়, তাহলে তার দেশ সৎ হতে বাধ্য .... বাসার মুরুব্বি যদি হয় ঘূষ খোর, মদখোর, চোর , স্ই ঘরের পোলাপান ভালো হয় না ... সিম্পল হিসাব ....

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

শিরোনাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

এস বাসার বলেছেন: এই ৩০ বছরে কত ফালু,কালু,লালুরা বিএনপির ছাতা ব্যবহার করে হাজার কোটি টাকার আলীশান বাড়ী,গাড়ী,ব্যাংক ব্যালেন্স........ কত কিছুই না করেছে!!! অথচ রুস্তম ভাইরা সেই আধাপেটা রুস্তমই রয়ে গেলো!!!

এরাই খাঁটি মানুষ, কিন্তু সমাজে এদের বড়ই অভাব।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

শিরোনাম বলেছেন: এরাই খাঁটি মানুষ, কিন্তু সমাজে এদের বড়ই অভাব।

১৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

বাঙ্গাল৭১ বলেছেন: আপনার সামেহায়ার এর নিরপেক্ষকতা নিয়ে দেয়া পোষ্টটা সরিয়ে দিয়ে সামহোয়ার একটা কাজের কাজ করেছে।

আপনার জানা উচিৎ সামহোয়ার বে দেশের সকল মিডিয়া ( দিগন্ত, আমার দেশ(পাকিস্থান) বাদে) মুক্তিযুদ্ধের পেক্ষ আর স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ।

সব সময় নিরপেক্ষ হওয়া মানেই ভাল পক্ষ নয়।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

শিরোনাম বলেছেন: আমিও সামহো্য়্যারইনের কাজে অনেক খুশী হয়েছি। আমার ঐ পোস্টের যে দাবি ছিলো সেটা পূরণ হইছে।

আমিও মুক্তিযুদ্ধের পক্ষে। আমিও চাই কোন অযুহাত ছাড়াই যুদ্ধাপরাধীদের বিচার হোক।

১৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

বাকাট্টা বলেছেন: আমি ব্লগার হইছি! বলেছেন: বিএনপির কয়টা সিট? আর জামায়াতের সিট কয়টা?
এই কথাটা খালেদা জিয়া যদি বুঝতো তাহলে দেশের অবস্থা এরকম হতো না।

এটা বিএনপি ভালই বুঝে। আপনাদের মায়াকান্নাই বরং সন্দেহ জনক

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০

শিরোনাম বলেছেন: সেটায় কয়েকজনের নাকি কান্নায় বুঝা যায় বিএনপি আবার ক্ষমতায় আসতেছে জনগণের ভোটে।

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

আই লাভ ইউ, ম্যান বলেছেন: স্যালুট চাচা

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

শিরোনাম বলেছেন: স্যালুট চাচা।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১

দার্শনিক ফিনিক্স বলেছেন: কেবলমাত্র রুস্তম চাচার মত লাখো মানুষের ভালবাসার কারণেই শত প্রতিবন্ধকতা আর দুর্বলতার মাঝেও আজও টিকে আছে বিএনপি.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.