![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা বাংলাদেশ জুড়ে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কতিপর ব্লগারদের ইসলাম ধর্ম বিদ্বেষী লিখার জন্য সেই সকল ব্লগারদের বিচারের দাবিতে যখন হেফাজত ইসলাম লংমার্চের আয়োজন করেছে তখন
একদল ইমাম হেফাজত ইসলাম কে বিতর্কিত করার উদ্দেশ্য উঠেপড়ে লেগছে।
তার মানে হলো ইমাম এখন ইমামের বিরুদ্ধে। ওলামা পরিষদ নামে বিতর্কিত এই সংগঠনটি হেফাজত ইসলামের শাহ আহমদ শফীকে রাজাকার প্রমাণে উঠেপড়ে লেগেছে।
বিডিনিউজ২৪.কমে একটি লিখা দেখেছিলাম আজকে - "৭১ এ কওমী মাদ্রাসাগুলো ছিলো পাকিস্থানীদের নির্যাতনের ক্যাম্প"।
ইসলাম বিদ্বেষী ব্লগাররা এমনি একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। আজকে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে।
আমরা যারা ব্লগিং করি আমরা দেখেছি ব্লগে ইসলাম বিদ্বেষীদের উৎপাত। আমরা দেখেছি ইসলাম বিদ্বেষীদের আস্ফালন। সুতরাং ইসলাম বিদ্বেষীদেরকে আমরা আরো সুযোগ করে দিলাম।
স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের মাঝে একজন নাস্তিক শহীদ হয়েছে কেউ কি দেখাতে পারবে? যারা শহীদ হইছে তার ৯৫% ই মুসলমান।
অথচ গত কয়েকদিন যাবৎ আওয়ামী মিডিয়া, বুদ্ধিজীবিরা খুব কৌশলে ইসলাম ধর্মকে স্বাধীনতা যুদ্ধের বিপরীতে দাঁড় করিয়ে দিতেছে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
শিরোনাম বলেছেন: থাবরাইয়া কান লাল কইরা ফালামু।
পোস্টের কন্টেন্ট ধরে কোথায় তোমার দ্বিমত আছে সেইটা বলো।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: স্টেইটফরওয়ার্ড। হিপ্রোক্রেটদের ঘৃণা করি।
বাহ, শিরোনামটা পাল্টেই দিলেন ?
০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩১
শিরোনাম বলেছেন: নাহ দাদা। আপনাদেরকে ঘৃণা করি। আপনারা লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেন।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
এস আর সজল বলেছেন: ভাই, এগুলার উত্তর দিবেন আসা করিঃ
Click This Link
http://shar.es/dihtB
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
আমার স্বপ্নগুলি বলেছেন: এখন প্রথম আলো, কালেরকন্ঠ, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪ এইগুলো মিথ্যাচারে মেতে উঠেছে। কে কার চেয়ে বেশী মিথ্যা প্রোপগান্ডা ছড়াতে পারে, সেই প্রতিযোগিতায় নেমেছে।
অথচ সত্য পুরাই উল্টোঃ
১৯৭১ সালে হাটহাজারী মাদ্রাসার ভূমিকাঃ
Click This Link
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
amhabib বলেছেন: আমার স্বপ্নগুলি বলেছেন: এখন প্রথম আলো, কালেরকন্ঠ, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪ এইগুলো মিথ্যাচারে মেতে উঠেছে। কে কার চেয়ে বেশী মিথ্যা প্রোপগান্ডা ছড়াতে পারে, সেই প্রতিযোগিতায় নেমেছে।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
আশফাক সুমন বলেছেন: "স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের মাঝে একজন নাস্তিক শহীদ হয়েছে কেউ কি দেখাতে পারবে? যারা শহীদ হইছে তার ৯৫% ই মুসলমান।
অথচ গত কয়েকদিন যাবৎ আওয়ামী মিডিয়া, বুদ্ধিজীবিরা খুব কৌশলে ইসলাম ধর্মকে স্বাধীনতা যুদ্ধের বিপরীতে দাঁড় করিয়ে দিতেছে।"--- সহ মত
পোষ্টে +++++
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
কালো স্বপ্ন বলেছেন: দালালরি নমুনা দেখাইলো এটিএন বাংলা আর এটিএন নিউজ।সব চ্যানেলে কয় বিভিন্ন রুটের জাহাজ বন্ধ এরা কয় জাহাজ চলছে তয় যাত্রী কম।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
আমার জন্য লেখা বলেছেন: আর তুমার লেখার ধরন দেইখা মনে হইতাছে তুমি চাইসিলা বাংলা হোক আফগান। কাঠাল পাতা কম খান পরে হজমের সমস্যা হইতে পারে।