![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি বলছে, দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
দুর্নীতিবিরোধী এ সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খান বলেন, “আমি নিজে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলাম। সবকিছু মিলে আমার বদ্ধমূল ধারণা কোনো দলীয় সরকারের অধীনেই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা আমার ক্লিয়ারকাট কথা।”
কীভাবে আগামী নির্বাচন হবে তা নিয়ে ‘সমঝোতায়’ ইতিবাচক মনোভাব দরকার বলেও মন্তব্য করেন তিনি।
হাফিজউদ্দিন খান বলেন, “ইতিবাচক মনোভাব থাকলে ফর্মুলা বের করা অসম্ভব নয়। পাকিস্তানও সমঝোতা করে ফর্মুলা বের করতে পেরেছে।”
বিরোধী দলের সবাইকে গ্রেপ্তার করা হলে সমঝোতার প্রশ্ন ‘সুদূর পরাহত’ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
শিরোনাম বলেছেন: ভালো দিক উল্লেখ করেছেন।
সঠিক ব্যক্তি যদি তত্ত্বাবাধয়ক সরকারের প্রধান হয় তাহলে সব ঠিক হবে আশা করা যায়। তখন প্রশাসন থেকে দলীয় লোকজনকে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে হবে।
২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: সরকার দেশ ও মানুষের স্বার্থে লোভ বিসর্জন দিক
এরশাদ চাচাকে রাস্টপতির দায়িত্ব দিক তিনি পুরাণ মানুষ
আমার মনে হয় সব সমস্যার সমাধান এখানেই ।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
শিরোনাম বলেছেন: খাইছে। আপনেতো দেখি শেয়ালের কাছে মুরগী দেওয়ার কথা বলতেছেন। এরশাদ খুবই দুরন্ধর একটা ব্যক্তি। যাকে বিশ্বাস করা খুবই কঠিন।
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
মদন বলেছেন: +
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
শিরোনাম বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮
নতুন বলেছেন: জনগন ঠিক না হইলে কখনোই এই সমস্যা ঠিক হবেনা...
দেশের ৮০% মানুষ দলীয় কমী`র মতন আচরন করে... জনগন হইলো ২০%...
সবাই দলের সমথ`ন করে... দেশের কথা ভাবে না...
নৈতিকতার ধার ধারেনা... দল যতই খারাপ কাজ করুক... ঠিকই সমথ`ন করবে..
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
শিরোনাম বলেছেন: আপনার সাথে সহমত।
তবে ২০% জনগণই ঠিক করে কারা ক্ষমতায় আসবে। তাদের মতামত সঠিকভাবে বহিঃপ্রকাশের জন্য দরকার তত্বাবাধয়ক সরকার।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: প্রসাশন যে দলীয়করন হইছে,হেইডার কি হইব?