![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত শত হত্যাকারী রানা প্লাজার মালিক যুবলীগ ক্যাডার রানাকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকা আনলে সুশীল ব্লগাররা চুপ থাকে। কিন্তু বায়োজৈষ্ট্য মুরুব্বী হেফাজত ইসলামের আমীর আল্লামা শফি সাহেব হেলিকপ্টারে উঠলে তাদের পিন্ডি জ্বলে। কারন কি?
০১ লা মে, ২০১৩ রাত ১২:০৬
শিরোনাম বলেছেন: আহা শাহবাগ। সাধারণ মানুষের একটি আন্দোলনকে আওয়ামীলীগ ও তথাকথিত বামরা কিভাবে হাইজ্যাক করলো তার একটি জলন্ত প্রমান হিসাবে থেকে যাবে এই শাহবাগ আন্দোলন।
পোস্ট রিলেটেড মন্তব্য আশা করি।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
আশফাক সুমন বলেছেন: ভাল লিখেছেন ।
০১ লা মে, ২০১৩ রাত ১২:১৩
শিরোনাম বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা মে, ২০১৩ রাত ১২:০৮
শিশির.বিন্দু বলেছেন: vai soja bepar ta pechan ken.
rana re ana hoise rab er helicopter e sorkari khoroch e ta to sobai jane.
kintu sofi saheb ke nischoi sorkari khoroche nea hoy nai.
kintu tini ato khoroch kivabe kore jana uchit.
৪| ০১ লা মে, ২০১৩ রাত ১২:০৮
শিশির.বিন্দু বলেছেন: vai soja bepar ta pechan ken.
rana re ana hoise rab er helicopter e sorkari khoroch e ta to sobai jane.
kintu sofi saheb ke nischoi sorkari khoroche nea hoy nai.
kintu tini ato khoroch kivabe kore jana uchit.
০১ লা মে, ২০১৩ রাত ১২:১৩
শিরোনাম বলেছেন: ছাগল ভাই শত শত মানুষ হত্যাকারী, একজন খুনী কে সরকারী খরচে কেন আনা হইছে?
সে কোন চেটের বাল? নাকি আওয়ামী যুবলীগের ক্যাডার বলে? নাকি আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্নীয় উনি?
আল্লামা সফি সাহেব হেফাজত ইসলামের আমির। হেফাজত ইসলাম ও কওমী মা্দ্রাসার ৫০ লক্ষ সমর্থক যদি ১০ টাকা করে দেয় তাহলে হেফাজত ইসলামের ফান্ডে কত টাকা আছে জনাব?
৫| ০১ লা মে, ২০১৩ রাত ১২:১৩
কাজের কথা বলেছেন:
০১ লা মে, ২০১৩ রাত ১২:১৫
শিরোনাম বলেছেন: ঐ সুশীল ভন্ডদের ঠাডাইয়া চড় দিলেও কোন লাভ নাই। এরা বদির, অন্ধ, কালা।
৬| ০১ লা মে, ২০১৩ রাত ১২:১৫
ইয়াসিন৬২ বলেছেন: মোল্লারা হেলিকাপ্টারে উঠছে দেখে অনেকের মাথায় মনে হয় বজ্রপাত হয়েছে। উনার মন চাইছে উনি উঠছে, আপনাদের এত চুলকানি কেন?? ভয় লাগছে না কি!! ৫ মে কি ধরনের ঝাকি মারবে হেফাজতে ইসলাম!!
০১ লা মে, ২০১৩ রাত ১২:৩০
শিরোনাম বলেছেন: ঐ সব গুশীল পোস্ট গুলো ভালো করে দেখলাম। ইসলাম বিদ্বেষীদের বাঁচানোর জন্য যারা এই কয়দিন ব্লগে লাফাইতাছে তারাই হাততালি দিচ্ছে।
৭| ০১ লা মে, ২০১৩ রাত ১২:১৫
আশিকুর রহমান ১ বলেছেন: চুশিলদের চুলকানী রোগ জন্মগত!! ওদেরকে ইচ্ছা মতো চুলকাইতে দেন। মানুষ এখন আর এই আবাল দের কথায় কান দেয় না
০১ লা মে, ২০১৩ রাত ১২:৩৯
শিরোনাম বলেছেন: ঐসব গুশীলরে দেখলে করুনা হয়।
৮| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৭
ইকবাল পারভেজ বলেছেন: এই বিষয় নিয়া পোস্ট দেওয়া কয়টা শাহাবাগীর চুলকানীর মলম লাগাইতাছি|
০১ লা মে, ২০১৩ রাত ১:০২
শিরোনাম বলেছেন:
৯| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৩১
হুমায়ুন তোরাব বলেছেন: (Y)
০১ লা মে, ২০১৩ রাত ১:০৩
শিরোনাম বলেছেন: (Y)
১০| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৫২
শিশির.বিন্দু বলেছেন: vai kothar pristhe kotha to onek bola jay. kintu ojoktik ar oslil kotha to sobai bolte pare na. ar sobai abar soja kotha bojhe o na. 50 lac lok 10 taka ken aro onek besi taka dise amar bissas. mosjid madrasay dan to ar kom jay na. ta apni koto dan korechen. ar jai hok sadaron manushr onubhuti ar bissas ke puji kore dhormo ke bolte gele bikri kore e to chole tader jibon.
০১ লা মে, ২০১৩ রাত ১:০২
শিরোনাম বলেছেন: আমি কত দান করেছি সেটা আপনাকে কেনো বলবো?
আরে ুদির ভাই তোমার মতো ইসলাম বিদ্বেষী ুদনাগোর অনুভূতি আল্লামা শফি সাহেবের পুছার দরকার নাই।
এই লোক তখন লাইমলাইটে আইসা আন্দোলনের ডাক দিসে যখন কয়েকজন ইসলাম বিদ্বেষী ব্লগারের কুকর্ম সামনে আসছে। এ দেশের সাধারণ তৌহিদি জনতা আল্লামা শফিকে সমর্থন করেছে। সেই জন্য সরকার শত প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরও মতিঝিলে কত লক্ষ লোক হইছিলো দেখছিলা?
৫ই মে কোন রকম ঝামেলা সরকারকে করতে না কইরো। দেখবা আল্লামা শফির ডাকে কত লোক ঢাকা আসে?
১১| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৫২
শিশির.বিন্দু বলেছেন: vai kothar pristhe kotha to onek bola jay. kintu ojoktik ar oslil kotha to sobai bolte pare na. ar sobai abar soja kotha bojhe o na. 50 lac lok 10 taka ken aro onek besi taka dise amar bissas. mosjid madrasay dan to ar kom jay na. ta apni koto dan korechen. ar jai hok sadaron manushr onubhuti ar bissas ke puji kore dhormo ke bolte gele bikri kore e to chole tader jibon.
১২| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৫২
শিশির.বিন্দু বলেছেন: vai kothar pristhe kotha to onek bola jay. kintu ojoktik ar oslil kotha to sobai bolte pare na. ar sobai abar soja kotha bojhe o na. 50 lac lok 10 taka ken aro onek besi taka dise amar bissas. mosjid madrasay dan to ar kom jay na. ta apni koto dan korechen. ar jai hok sadaron manushr onubhuti ar bissas ke puji kore dhormo ke bolte gele bikri kore e to chole tader jibon.
১৩| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৫৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
যেখানে ট্রেনে গেলে মাত্র ৪০০ বা ৫০০ টাকা লাগতো।
সেখানে এতিমের ভিক্কার টাকায় নিয়ে চলা কাওমি হুজুরের তিনলাখ টাকার বিলাসিতা!
টাকা পাইলেই বিলাসিতা করতে হবে?
এই টাকা কারা দেয়?
০১ লা মে, ২০১৩ রাত ১:৩১
শিরোনাম বলেছেন: ভাইজান গাঁজা কম খাবেন।
কওমী মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করেন সবাই এতিম না। আর কেউ ভিক্ষা নিয়ে চলেওনা।
১৪| ০১ লা মে, ২০১৩ রাত ১:১০
মাজহারুল হুসাইন বলেছেন: যেখানে ট্রেনে নিয়ে এলে মাত্র ৪০০ বা ৫০০ টাকা লাগতো।
সেখানেশত শত মানুষ হত্যাকারী, একজন খুনির জন্য তিনলাখ টাকার বিলাসিতা !
টাকা পাইলেই বিলাসিতা করতে হবে?
এই টাকা কারা দেয়? >>>উত্তর: এই টাকা জনগণে দেয় । সরকারের চ্যাটের টাকা না ।
১৫| ০১ লা মে, ২০১৩ রাত ১:১১
শিশির.বিন্দু বলেছেন: vai akhon amon akta obostha je hefajot nea tader opchondonio kono kotha bolle e tara apnake nastik khetab dia sob torko ses kore debe.
tai bole amra amader shadhin mot prokash korbo na.
১৬| ০১ লা মে, ২০১৩ রাত ১:১১
শিশির.বিন্দু বলেছেন: vai akhon amon akta obostha je hefajot nea tader opchondonio kono kotha bolle e tara apnake nastik khetab dia sob torko ses kore debe.
tai bole amra amader shadhin mot prokash korbo na.
০১ লা মে, ২০১৩ রাত ১:১৯
শিরোনাম বলেছেন: হেফাযতকে নিয়া যুক্তি সঙ্গত কথা বলতে হবে। উল্টাপাল্টা বললে আমজনতাই আপনাদের লাত্থির উপর রাখবে।
যারা বছরের পর বছর মানুষকে কোরআণ শিক্ষা দিচ্ছে, দ্বিনের আলোয় আলোকিত করছে তাদের বিরুদ্ধে কথা বলে নিজেরে বড় ইসলামিক পন্ডিত জাহির করার দিন শেষ।
১৭| ০১ লা মে, ২০১৩ রাত ১:১৯
শিশির.বিন্দু বলেছেন: hmm. mosjid madrasa te o dan kore sadharon jonogon. sei taka nischoi bilashita korar jonno. ar akjon khuni r sathe bod hoy tulona na korleo parten. allahor pothe dan kora takay bilashita kora nichoi khun korar moto dosher kichu na.
jotosob bhodo......
০১ লা মে, ২০১৩ রাত ১:৩৭
শিরোনাম বলেছেন: নিঃসন্দেহে মসজিদ মন্দিরে সাধারণ জনগণ দান করে।
আল্লামা শফি মসজিদের দান করা টাকা দিয়ে আন্দোলন করতেছেনা।
১৮| ০১ লা মে, ২০১৩ রাত ১:২৫
শিশির.বিন্দু বলেছেন: ai link tar bepare amake aktu bujhaben....????
deshebideshe.com/details_news.php?n_id=13247&&n_category=51
০১ লা মে, ২০১৩ রাত ১:৩৯
শিরোনাম বলেছেন: লিংক দেখছি। ইসলাম বিদ্বেষী নাস্তিকদের প্রোপাগন্ডা ছাড়া এগুলো কিছুই না।
প্রমাণ থাকলে আপনারা এবং আপনাদের সমর্থনকারী BAL সরকার মামলা করেনা কেনো?
১৯| ০১ লা মে, ২০১৩ রাত ১:৩৫
মায়াবীনি৬৫৪ বলেছেন: ওরে কি কয় রে! হেলিকপ্টার কি শুধু তোমাদের আব্বাদের জন্য! চাঁদার টাকায় হেলিকপ্টার এ চড়লে যারা টাকা দিছে তাদের কোন সমস্যা না হলে তোমার এত চুলকায় কেন রে বাপু
০১ লা মে, ২০১৩ রাত ৯:২৯
শিরোনাম বলেছেন: সেটায়।
২০| ০১ লা মে, ২০১৩ রাত ১:৫১
পিচ্চি পোলা বলেছেন: শ্লা তালেবানরাও তাহলে হেলিকপ্টারে চড়ে
০১ লা মে, ২০১৩ রাত ২:২১
শিরোনাম বলেছেন: পিচ্চি পোলা থাবরাইয়া কান লাল করে দিবো।
২১| ০১ লা মে, ২০১৩ রাত ২:০৭
এস এইচ খান বলেছেন: বাল ঠাকরের স্পার্মে জন্ম নেয়া জাউরাদের চুলকানি খেয়াল করছেন! থাপরাইয়া কানসা লাল করে দিন
০১ লা মে, ২০১৩ রাত ৮:০২
শিরোনাম বলেছেন: জবাব দেওয়া শুরু করেছি।
২২| ০১ লা মে, ২০১৩ রাত ২:১৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
রানাকে আনার জন্য হেলিকপ্টার ভাড়া করেনি।
RAB এর নিজস্য হেলিকপ্টার নিয়ে একটি টিম রানাকে খোঁজার জন্য প্রথমে খুলনা, পরে যশোর যায়। যেহেতু হেলিকপ্টার ঢাকা ফিরবেই, তাই রানাকে হেলিকপ্টারে নেয়া হইছে।
এখানে কোন টাকা বা সরকারি টাকা অপচয় হয় নাই।
হেফাজতি হুজুর ডোনেশনের টাকা অপচয় করেছে!
অপচয়কারিরা শয়তানের ভাই!
০১ লা মে, ২০১৩ রাত ৮:০৮
শিরোনাম বলেছেন: আপনি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন সবাইকে।
রানাকে খোঁজার জন্য কেউ হেলিকপ্টার নিয়ে যায়নি। বরং বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার আগ মুহুর্তে ঐখানে অবস্থিত র্যাবের গোয়েন্দা দল রানাকে গ্রেপ্তার করে।
এ খবর পেয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান নিজে ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে গিয়ে রানাকে ঢাকায় নিয়ে আসেন।
এখন প্রশ্ন হলো গ্রেপ্তারের পর রানাকে আনার জন্য ঢাকা থেকে কেনো হেলিকপ্টার নিয়ে যেতে হবে। কেনো রানাকে হেলিকপ্টারে আনতে হবে?
২৩| ০১ লা মে, ২০১৩ রাত ২:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শোন, তোরে আবাল কইয়া ডাকলাম, আর এই জীবনে তুই থেইকা উঠবে না ডাক, আবালের বাচ্চা আবাল, রানাকে আনতে হেলিকপ্টার ব্যাবহার করা হয় নাই বরং ধরতে গিয়েছিল হেলিকপ্টারে যাতে দ্রুত যাওয়া যায়। এখন কি কইবি সাইকেলে করে আরও দশঘণ্টা পরে গেলেও ধরা যাইত? আর হেলিকপ্টারে করে ধরে গিয়ে আসার সময় হেলিকপ্তার ঠেলে ঠেলে নিয়ে আসতো তাই না?
আর হেলিকপ্টার ছিল র্যাব এর, কাজে ব্যাবহার না করবে তো সেটা দিয়ে কি পোলাপাইন বৌ নিয়ে তুই ঘুরতে বেরোবি??
আবাল আফগানি ছাগু, হেফাজত তোর ওইখানে রাখ!
০১ লা মে, ২০১৩ রাত ৮:১৪
শিরোনাম বলেছেন: হালারপু তোর চৌদ্ধ গুষ্টি আবাল। তোর নিকটা ফ্রন্টলাইনে আসছে যখন ইসলাম বিদ্বেষী ব্লগাররা গ্রেপ্তার হইছে। তুই এই নিকটা দিয়া হেফাজত ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়াইছিস। তুই ইসলাম ধর্মকে হেয় করছিস। এখন আবার মিথ্যা কথা বলে ব্লগারদের বিভ্রান্ত করছিস।
রানাকে খোঁজার জন্য কেউ হেলিকপ্টার নিয়ে যায়নি। বরং বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার আগ মুহুর্তে ঐখানে অবস্থিত র্যাবের গোয়েন্দা দল রানাকে গ্রেপ্তার করে।
এ খবর পেয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান নিজে ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে গিয়ে রানাকে ঢাকায় নিয়ে আসেন।
২৪| ০১ লা মে, ২০১৩ রাত ২:৩৬
কাজী মামুনহোসেন বলেছেন: সারমর্ম -
চোর, বাটপার, ভন্ডরা এখন হেলিকপ্টারে ভ্রমন করে, সাধারন জনগনদের হেলিকপ্টার বর্জন করা উচিৎ....
০১ লা মে, ২০১৩ রাত ৮:২৬
শিরোনাম বলেছেন: ধর্মের ভুলব্যাখ্যাকারীর কাছ থেকে এর চেয়ে ভালো কোন মন্তব্য আশা করিনা।
২৫| ০১ লা মে, ২০১৩ রাত ২:৪১
নিয়েল হিমু বলেছেন: বেনাপল থেকে খুনি রানাকে আনতে পথে তার পোশা সন্ত্রাস বাহিনী যদি আমার দেশের আঈনসৃংখলা বাহিনীর উপর হামলা করে প্রাণ নাশ করে তাহলে এর জবাব কি শিরোনাম দিবে ??
আর তাই তাকে চপারে আনাই বুদ্ধিমানের কাজ । (যদিও তাকে ক্রসফায়ারে দেয়া বেশি ভাল হত )
আর এদিকে হ্যালিকাপ্টার হুজুর শফী সাহেব যেহেতু অরাজনৈতিক দল চালান তাহলে তার এই চপার ভাড়া করার অর্থের উত্স কি ? সাধারণ জন মনে প্রশ্ন উঠতেই পারে
বয় বৃদ্ধ হ্যালিকাপ্টার হুজুর সফী সাব কে চপারে আনায় ভাল লেগেছে কারন এতে তার পরিশ্রম কম হয়েছে , অথচ এই বাংলাদেশেই হ্যালিকাপ্টার হুজুর সফী সাব এর চেয়েও বৃদ্ধ লোকেদের রিক্সা চালাতে দেখা যায়
০১ লা মে, ২০১৩ রাত ৮:৪৭
শিরোনাম বলেছেন: বেনাপল থেকে খুনী রানাকে ঢাকা আনার সময় তার সন্ত্রাসী বাহিনী হামলা করবে আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বসে বসে আঙ্গুল চুষবে এমন ভাবার কারন কি?
আল্লামা শফি সাহেবকে হেলিকপ্টারে নিয়ে আসার ভাড়া কেনো হেলিকপ্টার কিনে দেওয়ার লোকও এই দেশে আছে।
একজন শফি সাহেব বৃদ্ধ লোক। কিন্তু অনেক তরুনকে দেখা যার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে, শোডাউন দিতে। ঠিক তেমনি জীবিকার প্রয়োজনে অনেক বৃদ্ধকে আমরা অনেক পরিশ্রমী কাজ করতে দেখি। আবার দেখি দেশের জন্য যুদ্ধ করেছে এমন বয়স্ক, পুঙ্গ মুক্তিযোদ্ধাদের ভিক্ষা করতেও দেখি।
আমাদের দেশে বয়স্কদের জন্য সরকারী কোন স্কীম নেই। তেমনি মুক্তিযু্দ্ধ নিয়ে চেতনা ব্যবসায়ী থাকলেও তাদেরকে নিয়ে সত্যিকার অর্থে ভাবে এমনও লোকও কম আছে।
২৬| ০১ লা মে, ২০১৩ রাত ৩:১৭
আমি মোঃ চয়ন বলেছেন: বুঝিনা এইটা নিয়ে এত চিল্লাফাল্লা করার কি আছে ?
যেখানে আমারদেশ-এ লিখা হয়েছে, "হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার শামছুল হক জানান, দেশের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান আল্লামা আহমদ শফীর যাতায়াতের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন। "
এর পর এইটা নিয়া চিল্লাফাল্লা করাটা "হিংসার বহিঃপ্রকাশ"।
@ নিয়েল হিমু আল্লামা আহমেদ শফীর বয়স ৯৩ বছর। যদি ৯৩+১=৯৪ বছর বয়সের কোন রিক্সাওয়ালার সন্ধান পান তবে আমাকে জানান। আমি তাকে সাহায্য করতে চাই ।
২৭| ০১ লা মে, ২০১৩ রাত ৩:২৩
কাজী মামুনহোসেন বলেছেন: @আমি মোঃ চয়ন আমার দেশ কাবা শরিফের ঈমামদের স্বাক্ষাতকারও ছাপাইছিল !! মনে আছে
০১ লা মে, ২০১৩ রাত ৮:৫৭
শিরোনাম বলেছেন: কাবা শরিফের ঈমামদের সাক্ষাতকার কভে ছাপা হইছিলো?
আমি শুনেছি এবং পড়ে দেখেছি কাবা শরিফের গিলাপ পরিবর্তনের এক ছবি দিয়ে সেটা সাঈদীর মুক্তির দাবিতে মানববন্ধন বলে চালিয়ে দিয়েছিলো।
নিঃসন্দেহে খুবই খারাপ একটা কাজ ছিলো সেটা। যেমন আপনি মিথ্যা বলে ব্লগারদের বিভ্রান্ত করছেন।
২৮| ০১ লা মে, ২০১৩ রাত ৩:৩২
এই আমি সেই আমি বলেছেন: এই মাদ্রাসা গুলি চলে সমাজের ধনবান , সাধারন মানুষের দান খয়রাতে । আর তাছারা দেখি এই বালক মাওলানারা বিশেষ করে ঈদের সময় দলবেধে চামড়ার টাকা উঠায় । এখন দেখি ওরা শত শত মোটর সাইকেলে মহড়া দেয় আবার কোটি টাকা খরচ করে ঢাকা আসছে ইসলামকে হেফাজত করতে। আর এখন দেখি হুজুর হেলিকপ্টারে চড়ে যায় ইসলাম কে হেফাজত করতে ।
এই বালক মাওলানাদের প্রতি আমার বা আমাদের একটি সহজাত দয়া ছিল । তাদের দান খইয়রাত দিতাম বছরে , চামড়ার টাকা দিতাম , বছরে দুএকবার আমার স্ত্রী আমাদের স্থানীয় মাদ্রাসায় উন্নত মানের খাবার পরিবেশন করত । কিন্তু ইদানীং তাদের আস্ফালন আর আজকের হেলিকপ্টারে ঘুরা দেখে আমাকে ভাবতে হচ্ছে দানগুলি আমি সঠিক জায়গায় করেছি কি ?
আর আপনাকে অনুরোধ করব যদি উত্তর দেন তবে গালিগালজ করবেন না । উপরে আপনার ভাষা প্রয়োগ দেখে কমেন্ট করার ব্যাপারে সিদ্বান্ত নিতে পারছিলাম না । গালিগালআজ ছাড়াও তির্যক মন্তব্য করা যায় ।
০১ লা মে, ২০১৩ রাত ৯:০৮
শিরোনাম বলেছেন: প্রথমত প্রশ্ন হলো হেফাজত ইসলাম কেনো আল্লামা শফির নেতৃত্বে হঠাৎ করে সমাবেশ/মহাসমাবেশ শুরু করলো?
এই উত্তরের পর আপনার সাথে কথা হবে।
২৯| ০১ লা মে, ২০১৩ রাত ৩:৩৪
নিয়েল হিমু বলেছেন: চয়ন @ আমি আপনার কাছে আসব আরেকজন মানুষের জন্য সহায়তা খুজতে আর নিজে বসে বসে আংগুল চুষব ?
ফুটানি কম মারেন বাংলাদেশে থাকেন তো নাকি ? যদি থাকেন তাহলে যে কোন শহর থেকে মাত্র ২কিমি বাহিরে আসেন যদি না পান তাহলে ফোন দিয়েন
অঃটঃ বয়স যে ৯৩ এইটা জানতাম না
আর এই বয়সেও পৃথিবীর বুকে ফিত্না সৃষ্টি বা ফিত্না সৃষ্টিতে সহায়তা করার অপরাধের জবাবটা আল্লাহর কাছে কিভাবে দিবে ?
আল্লাহ তুমি তাকে হেদায়াত কর ।
সবাই বলেন আমিন
০১ লা মে, ২০১৩ রাত ৯:০৯
শিরোনাম বলেছেন: বলেন কি আল্লামা শফি সাহেব ফিৎনা সৃষ্টি করছে!!! তাইলে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এতোদিন ব্লগে কি করছে?
৩০| ০১ লা মে, ২০১৩ রাত ৩:৫৪
স্বাধীকার বলেছেন: লেখকঃ
সন্দেহ নেই হেলিকপ্টারে করে চলাফেরা করার আর্থিক সামর্থ্য শফি সাহেবের নেই। এবং সামর্থ্য থাকলেও সেটাকে সমর্থন করা যায়না। শফি সাহেব যদি গণমানুষের জন্যই রাস্তায় নামেন, তাহলে তার হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। ইসলামেও অপচয়কারীকে শয়তানের ভাই হিসাবে আখ্যায়িত করার মতো হাদিস আছে বলে জানি।
প্রশ্নটা সেখানে নয়, হেফাজতের শফি সাহেব হেলিকপ্টারে একদিন উঠলে, তার খরচ দেওয়ার জন্য মন্ত্রী হাসান মাহমুদের মতো ক্ষমতাবান বহু মুরীদ শফি সাহেবের আছে-তারাই হয়তো দিয়েছেন। শফী সাহেব এখন অনেক ক্ষমতাবান, তার হেলিকপ্টার ভাড়া দেওয়ার জন্য বহুজনই আছে।
শফি সাহেবের হেলিক্প্টার নিয়ে প্রশ্ন করার আগে আমাদের নিঃসঙ্গ দিশেহারা কান্ডজ্ঞানহীন এতিম বাকশালীদের উচিত ছিলো সাজেদা চৌধুরীর এপিএসের হেলিকপ্টার নিয়ে বিয়ে করার বিষয়টি জানা। এই বাকশালীরা সাজেদা চৌধুরীর এপিএসের হেলিক্প্টার এবং বিয়ের বিষয়ে বাকশালী ল্যাঞ্জা মুখে ঢুকিয়ে ছিলো। তখন আম্লীগের কোনো ব্লগারই সরকারকে এই পরামর্শ দেয়নি যে, তার ইনকাম কত, তার ট্যাক্স দেওয়ার পরিমান কত? এখন উছিলা পেয়েছে শফীর সমালোচনা করছে। আওয়ামী ভন্ডামী আজ জামা-তের চেয়েও বেশী।
লেখক, রানাকে ধরে হেলিক্প্টার দিয়ে নিয়ে আসায়, কোনো ব্যত্যয় হয়নি। আইন শৃংখলা বাহিনীর নিজস্ব পরিবহনে অপরাধীকে নিয়ে যাবে-এটাইতো হয়ে থাকে। বরং রানাকে না ধরতে পারলে, আমরা খালি খালি হেলিভ্রমনের সমালোচনা করতে পারতাম। রানাকে ধরা ছাড়া সরকারের আর কোনো উপায় ছিলোনা, রানাকে মিডিয়ার সামনে না আনতে পারলে সরকার কোনোভাবেই গামেন্টস গুলো অপেন করার রিস্ক নিতে পারতোনা, বহু সম্পদের অপচয় হতো। সেক্ষেত্রে সরকার ঠিক কাজটিই করতে বাধ্য হয়েছে নিজেদের যুবলীগ কর্মীকে রক্ষা করতে চেয়েও পারেনি জনতার চাপে। আপনি বরং সাদেজার এপিএসের ব্যাপারে বাকশালী ভন্ডদের জিজ্ঞাসা করুন, তখন তারা কয়টি পোস্ট দিয়েছে, কয়টি সমালোচনামূলক মন্তব্য দিয়েছে, সরকারের কাছে কি দাবী করেছে?
০১ লা মে, ২০১৩ রাত ৯:১৭
শিরোনাম বলেছেন: আল্লামা শফি সাহেব পারিবারিকভাবেই একজন ধনবান ব্যক্তি যে খুব সরল জীবনযাপন করেন। আপনে হয়তোবা তার সম্পর্কে ঠিক মতো খোঁজ নিতে পারেননি।
তার বয়সের কারনেই তার ভক্তরা তাকে হেলিকপ্টারে উঠতে বাধ্য করেছে। কারন আল্লামা শফি সাহেবের উপর এখন একটা গুরু দায়িত্ব বর্তাইছে। তাকে সুস্থ থেকেই সবকিছু করতে হবে।
আওয়ামীপন্থী যে সকল ব্লগারদের এখন আল্লামা শফির সমালোচনা করতে দেখছেন তাদের অধিকাংশই আসলে ইসলাম বিদ্বেষীদের দোসর। তাদের বাঁচানোর উদ্দেশ্যেই ব্লগে ও ব্লগের বাইরে তৎপর।
রানাকে খোঁজার জন্য কেউ হেলিকপ্টার নিয়ে যায়নি। বরং বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার আগ মুহুর্তে ঐখানে অবস্থিত র্যাবের গোয়েন্দা দল রানাকে গ্রেপ্তার করে।
এ খবর পেয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান নিজে ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে গিয়ে রানাকে ঢাকায় নিয়ে আসেন।
এখন প্রশ্ন হলো গ্রেপ্তারের পর রানাকে আনার জন্য ঢাকা থেকে কেনো হেলিকপ্টার নিয়ে যেতে হবে। কেনো রানাকে হেলিকপ্টারে আনতে হবে?
৩১| ০১ লা মে, ২০১৩ রাত ৩:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: এতিম পোলাপানের দানের টাকা মাইরা হেলিকপ্টার চালায় জঙ্গী শফি। হেলিকপ্টার শফি তালেবানী জঙ্গী সর্দার।
০১ লা মে, ২০১৩ রাত ৯:২০
শিরোনাম বলেছেন: আপনে হইলেন ইসলাম বিদ্বেষী ব্লগারদের দোসর। আপনারা এ দেশে ইহুদীদের ষড়যন্ত্রে যে তৎপড়তা চালাইছিলেন সেই তৎপড়তায় ছেদ পড়েছে এই আল্লামা শফির কারনে। সেজন্যই উনাকে জঙ্গী বলছেন।
আল্লামা শফি একজন জঙ্গী হৈলে সরকার একজন জঙ্গীরে প্রশ্চয় দিচ্ছে কেনো?
৩২| ০১ লা মে, ২০১৩ ভোর ৪:০২
আমি মোঃ চয়ন বলেছেন: @ নিয়েল হিমু ..... জ্বী ভাই। দেশেই থাকি। তবে আজ পযর্ন্ত ৯৪ বছর বয়সের কোন রিক্সাওয়ালা দেখি নাই।
@ ছাগুর ক্লোজ ফ্রেন্ড .......... হ্যা ভাই মনে আছে । তবে হেফাজতিদের ভিতরের খবর আমারদেশের চয়ে ভাল আর কোন
পত্রিকা জানবে ? জনকন্ঠ !!
৩৩| ০১ লা মে, ২০১৩ ভোর ৪:০২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুদের চামচামি করে টাকার বিনিময়ে। এই হেফাজতীর দল ছাগুরও অধম। ছাগুদের চামচামী যারা করে, ছাগুর কথায় উঠেবসে তার চামচামি করে তোরা আরো নিচে নামালি নিজেদের। তোদের স্ট্যাটাসটা এরকম-
জামাত শিবির
^
ছাগু
^
হেলিকপ্টার শফি
^
হেফাজতী ছাগল
কত নিন্মপ্রজাতির ছাগল চিন্তা কর।
০১ লা মে, ২০১৩ রাত ৯:২৩
শিরোনাম বলেছেন: তুই হইলি নিন্ম প্রজাতির নিন্ম মস্তিষ্কের রাম ছাগল। তোরা ইসলাম বিদ্বেষীদের বাঁচানোর জন্য কান্নাকাটি করতেছিস।
কিন্তু হাজার হাজার প্রমাণ আছে এইসব ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে।
এই ব্লগে কে কি করছে সেইটা লুকানোর সুযোগ আর নাই।
প্রত্যেকটা অনিয়মের বিচারই হবে।
৩৪| ০১ লা মে, ২০১৩ ভোর ৪:২৭
নিয়েল হিমু বলেছেন:
চয়ন @ আমি কমেন্টের শেষে হেলিকাপ্টার হুজুর শফী সাব এর জন্য দুয়া করছি এবং আমিন বলতে বলছি আপনি বলেন নাই কেন ? মানে নিজের লিডারের হেদায়াত চান্না নাকি ?? :পি :পি
স্বাধীকার @ কমেন্টের প্রথমেই হাদিস এনে অপচয় কারীকে শয়তানের ভাই বলা হয় এটা মনে করিয়ে দিলেন । আবার বল্লেন গন মানুষের আন্দলন করলে চপারে চড়া ঠিক না । আবার ঐ কমেন্টেই কার জানি বিয়ায় ইউজ করা চপারের কথা কৈতেছেন । আচ্ছা আপনাদের বুদ্ধি এত কম কেন ? বিয়া আর আন্দলন এক জিনিস ? :পি :পি
আবার আপনার গণ মানুষের আন্দলন বিষয়টাতেও আমার অবজেকশন আছে । বাস ভরে ভারা করে মাদ্রাসা ছাত্র নিয়ে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে খাবার না দেয়ার হুমকি দিয়ে সমাবেশে নিয়ে আসাটা ঠিক কোন ধরনের গণ মানুষের আন্দলন হয় ? একটু বুঝাবেন ?
০১ লা মে, ২০১৩ রাত ৯:২৬
শিরোনাম বলেছেন: হেফাজতের ভয়ে সরকারকে দেখলাম হরতাল করতে। জীবনে প্রথম শুক্রবারে হরতাল করতে দেখেছিলাম। সেখানে বাস ভরে কিভাবে লোক আসলো? আর কত মিথ্যা বলবেন?
৩৫| ০১ লা মে, ২০১৩ ভোর ৪:৪০
রাশেদ হাসান নোবেল বলেছেন: দেশে খুব গরম পড়ছে । ঘামাচি উঠছে তাই একটু চুলকানি হইতেছে। আমি সফি সাবের সাথে একমত। তিনি বুজুর্গ মানুষ জীবনের একখান খাব পুরা করছেন। সারাজীবন মিসকিন ছিলেন দানের টেকায় খাইয়া পইরা আবার হেলিকাপ্টার কইজনে চড়তে পারে! সফি সাহেব নেক্সটে ৫ তারিখে হেলিকাপ্টারের উপর থাকুক প্রতি জেলায় গিয়ে নামুক। মাদ্রাসার হুজুরেরা দেশ চালাবে এ আমাদের পরম ভাগ্য।
০১ লা মে, ২০১৩ রাত ৯:২৭
শিরোনাম বলেছেন: শফি সাহেবকে হেলিকপ্টারে উঠানোর জন্য এদেশে ভাড়া দেওয়ার লোকের অভাব নেই। তেমনি অনেক লোক আছে তাকে হেলিকপ্টার কিনেও দিবে।
আপাতত লৌড়াইতে থাকেন।
৩৬| ০১ লা মে, ২০১৩ ভোর ৪:৪৭
রাজন আল মাসুদ বলেছেন: কি শুরু করলেন ভাই আপনেরা? বুইড়া বেটার একটু মরণের আগে আকাশ পঙ্খীতে চড়ার শখ জাগছে, ঐখানেও আপনেরা বাগড়া দিতে চান...........আপনেগো লানত :>
০৩ রা মে, ২০১৩ রাত ১:৩৪
শিরোনাম বলেছেন: লৌড়ানীর উপর থাক
৩৭| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:২৯
বাংলার হাসান বলেছেন: ঘটনাটা আজ থেকে ৮/১০ বছর আগে,জায়গাটা সম্ভবত মিরপুর বাংলা কলেজ বা পুরান ঢাকার পলাশী মোড়ে হবে সঠিক মনে করতে পারছি না। বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সময়টা ছিল বিকেল বেলা। আমাদের সামনেই দেয়ালে বাংলা ছবির পোষ্টার লাগানো, ৭/৮ বছরের একটি বাচ্চা ছেলে পাজামা-পান্জাবী ও মাথায় টুপি সম্ভবত মাদ্রাসায় পড়ে। বাচ্চা ছেলেটা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সে বাংলা ছবির পোষ্টারের যে দেয়ালটায় লাগানো ছিল সেখানে দাড়িয়ে পোষ্টার দেখছিল, এক বন্ধু তখন বলল হুজুর এইগুলা কি দেখেন? বাচ্চা ছেলেটা উত্তর দিল ভাই আপনারা করতে পারবেন আর আমরা দেখলেও দোষ।
এবার আসি শফি সাহেবের হেলিকাপ্টার এ করে ভ্রমন বিষেয়ে, তার আগে ছোট্র একটা ঘটনা বলি। আমাদের এলাকার একজন মসজিদের ইমাম হজে গেলেন এবং যথারীতি হজ পালন শেষে দেশে ফিরে এলেন। একদিন জুম্মার নাজের আগের বয়ানে তিনি তার হজে যাবার কথা উল্লেখ করে বলেল যে, আপনারা সকলেই জানেন আপনাদের দোয়া ও আল্লার রহমতে আমি এবার হজ পালন করে এসেছি, কিন্তু ব্যক্তিগত ভাবে আমার হজ পালন করার সামর্থ নাই। আমি যে হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করি সেই এজেন্সিতে একজন লোক এসে আমার হজ পালনের সকল খরচ দিয়ে যায় এবং তিনি তাদেরকে শর্ত দিয়ে ওয়াদা করিয়ে নেন যে, তারা কখনো প্রকাশ করবে না আমার হজের খরচ কে বহন করেছে। এখন একটু চিন্তা করে দেখুন একজন মসজিদের ইমামের ভক্ত যদি তার হজের সকল খরচ বহন করতে পারে, তবে শফি সাহেবের লক্ষ লক্ষ ভক্ত আছে যারা দেশের ভিত্তশালীদের কাতারের। তারা কি তার জন্য সামান্য হেলিকাপ্টার এ যাতায়াতের খরচ করলে তা কি খুব বেশি হয়ে যায়?
গত শীতে আমি আর শীপু ভাই যেখানে শীতবস্র নিয়ে যাই ঠিক তার থেকে মাত্র দশ মিনিটের পথ আগে এক পীরের খানকা (খানকা মানে হলো বৈঠকখানা)। আমার ধারনা সেই বৈঠকখানা তৈরীতে কম করে হলোও ২ কোটি টাকার বেশি খরচ হয়েছে, এবং আমরা সেখানে কম্বল নিয়ে যাওয়ার তিনদিন আগে আশিয়ান সিটির মালিক হেলিকাপ্টার নিয়ে সেখানে গেছেন পীরের দোয়া নিতে, অথচ তার পাশেই দরিদ্র সীমার নীচে বসবাসকারী ভূমিহীন জেলে পরিবার গুলোর জন্য সেই খানকার মুরিদ বা খানকার পক্ষ থেকে তীব্র শীতে একটি কম্বলও দেয়া সম্ভব হয় নাই। সেই খানকার পীরও কিন্তু মাইজ ভান্ডারীর মত হেফাজত বিরোধী যে সুন্নি জমায়েত নামে এন্টি দলটা মাঠে নামানো হয়েছে সেই দলের একজন। অথচ শফি সাহেবের হেলিকাপ্টার এর চাইতে অনেক গুরুত্বপূর্ন বিষয় ছিল রানা প্লাজার মালিক রানাকে যে সকল আওয়ামী লীগ ও বিএনপি নেতারা সেলটার দিয়ে আজকের রানা প্লাজার মালিক হতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধে লেখা। তাদের শাস্তির দাবীতে মাঠে নামা, তবেই মৃত শাহীনাদের আত্মা শান্তি পেত।
০৩ রা মে, ২০১৩ রাত ১:৪১
শিরোনাম বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৩৮| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:৪৬
শিরিষ গাছ বলেছেন: এটা শাহবাগী নয়, পিউর হাম্বা চুলকানী।
০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৮
শিরোনাম বলেছেন: শাহবাগীদের মুখোশ খুলে দেওয়ায় ব্লগার আইজু এখন ডিএক্টিভ।
৩৯| ০১ লা মে, ২০১৩ ভোর ৬:৩৫
আলতামাশ বলেছেন: আমার আব্বু একবার কয়েকজন আলেমকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছিলেন এবং তাদের আনার জন্য মাইক্রো পাঠিয়েছিলেন।
এখন কি আলেমদের চরিত্র হনন করার জন্য বলা যাবে, তারা মাইক্রোতে চড়ার টাকা পেল কই?
আর আলেম মানেই গরিব। আমার মামা একজন আলেম। কিন্তু ব্যবসার মাধ্যমে তিনি এখন কোটি টাকার মালিক
৪০| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৪৮
আঠারো বছর বয়স বলেছেন: দুইদিন আগেও এই শফীকে কেউ চিনত না। যাকাতের টাকা আড় কোরবানী চামড়ার দানের টাকায় চলা হাটহাজারী মাদ্রাসার হুজুররে জামাত এখন হেলিকপ্টারে ঘুরায়। শফি এখনও বুঝতে পারতেছে না তারে ইউজ করা হইতেছে , ইউজ করা শেষে টয়লেট টিস্যুর মত ফেলে দেওয়া হবে।
আর একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালরে হেলিকপ্টারে আনলে শফিও হেলিকপ্টারে ঘুরার যোগ্য এই লজিক যে দেখায় তারে বুঝানোর সাধ্য কারো নাই। সিটিএন।
৪১| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:০৪
শিরিষ গাছ বলেছেন: চিহ্নিত আওয়ামী হাম্বা ''দায়ত্ববান নাগরিক'' তার আরেকটি পরিচয় সে বিশেষ একটি ধর্মের অনুসারী জঙ্গি। ওই ধর্মের একটি জঙ্গি দল আছে ইন্ডিয়ায় নাম ''বজরং দল''। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সে ওই দলের বাংলাদেশ প্রতিনিধি। ওই আওয়ামী হাম্বা প্রমাণ ছাড়া জঙ্গি ট্যাগ দেস কেন? প্রমাণ দিতে পারবি শফি জঙ্গি? আওয়ামী হাম্বা হিসেবে শফি, হেফাজতি এদের নিয়া তোর চুলকানী থাকব সেটা স্বাভাবিক। কারণ শফি, হেফাজতি এরা যেভাবেই হোক আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংককে হুমকি। সেটা দেখেই আওয়ামী হাম্বা রা ম্যাতকার শুরু করছে এখন থেকেই। তাই বলে যারে তারে যখন তখন ''জঙ্গি''' ট্যাগ দেস ক্যান? ট্যাগের পাতিল লয়া বসছস বুঝি।
৪২| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:০৫
ইয়াসিন৬২ বলেছেন: শফী সাহেব হেলিকপ্টারে চড়ছে দেখে যাদের এত জ্বলুনি উঠছে তাদের সমস্যা হলো তাদের চৌদ্দ গোষ্ঠীর কেউ কোন দিন হেলিকপ্টারে সামনেই দাড়াইতে পারে নাই আর উঠা তো দূরের কথা!! আর আল্লামা শফী বুড়া মানুষ কি দরকার ছিল এই বয়সে হেলিকপ্টারে উঠা!! সেই জ্বলুনি ওঠা বেকুব দের বলছি, আপনাদের সমস্যা হল ইসলাম নিয়ে, হেফাজত নিয়ে নয়। কিছু জারজ আছে যারা হেফাজতকে তালেবানদের সাথে তুলনা করে। ওদের উদ্দেশ্য হল তালেবানের ধোয়া তুলে ইসলামের অগ্রগতিকে ব্যহত করা।
৪৩| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৫৫
লেজ কাটা শেয়াল বলেছেন: আলতামাশ* কেমনে কি!
৪৪| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৩৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আইন শৃংখলা বাহিনী তাদের নিজস্ব পরিবহনে মোষ্ট ওয়ান্টেড অপরাধীকে ধরে নিয়ে যাবে-এটাইতো সাভাবিক!
মাদ্রাসা-এতিমখানার জন্য চামড়ার টাকা ভিক্কার টাকায় নিয়ে চলা কাওমি হুজুরের তিনলাখ টাকা হেলিকপ্টার ভাড়া বিলাসিতা!
ডোনেশনের টাকা পাইলেই বিলাসিতা করতে হবে?
এই টাকা কারা দেয়?
টাকা থাকলেই বিলাসিতা অপচয় করতে হবে?
অপচয়কারিরা শয়তানের ভাই!
যে অপশক্তি তাদের দলিয় এজেন্ডা বাস্তবায়নের জন্য টাকা যোগাইতেছে, তারা শয়তানের বাচ্চা!
৪৫| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২৯
স্বাধীকার বলেছেন:
নি-হিমু ভাইঃ
হেলিক্প্টার ব্যবহারটি প্রয়োজনের দিক থেকে দেখলে বিয়েতে ব্যবহারটি স্রেফ ফুটানী মারানো, আর জনসভায় যোগ দিতে ব্যবহারটি প্রয়োজনীয়-সময় স্বল্পতা আর শারীরিক সামর্থ্যকে বিবেচনায় নিলে। কারন বিয়েতে অপেক্ষামান অতিথিদের উপস্থিতির সংখ্যা আর জনসভায় অপেক্ষামান সমর্থকদের সংখ্যা বিবেচনায়-কোনটি বেশী গুরুত্বের দাবীদার সেটা নিশ্চয় বুঝতে পারছেন।
‘‘গন মানুষ’’ নিয়ে আপনার অবজেকশন আছে-থাকতেই পারে, ভিন্নমত থাকতেই পারে। ১০০০ লোকের সমাবেশকে আমাদের এতিম বামরা গণমানুষের দাবী করতে পারলে হেফাজতের সমাবেশকে গণমানুষের বলা যাবেনা কেন? হেফাজতের মতিঝিলের সমাবেশকে সর্বোচ্চ প্রতিরোধ করেও যে উপস্থিতি দেখা গেলো-তারপরও তাকে গণমানুষের সমাবেশ হিসাবে না বিবেচনা করতে পারলে নিজের মানসিক দীনতা হিসাবে দেখা যায়। আর যদি মনে করেন হেফাজতের সমর্থকরা মানুষই না, তাহলে ভিন্ন কথা। আপনি আমি হেফাজতের উত্থান, দাবী গুলোর সাথে একমত না হতে পারি, কিন্তু সেখানে যে লক্ষ মানুষের উপস্থিতি, তাকে অস্বীকার করা স্রেফ অন্ধত্ব। আসল সমস্যা হলো মন্ত্রী হাসান মাহমুদকে পাঠিয়ে আপনারা এই শফীকে নিজেদের কব্জায় নিতে চেয়েও না পারার কারণে আজ এত সমালোচনা করছেন। দেশের প্রধান বিরোধী দলকে নুন্যতম শ্রদ্ধাবোধ আপনারা দেখাতে বলেন না, কিন্তু হেফাজতের কাছে করজোড়ে আবেদন করে প্রত্যাখান হওয়াটাকে মেনে নিতে না পারার কারণে এখন এতটা যন্ত্রণা হচ্ছে। সবাই কি আর দালালী করে? হেফাজতও করেনি। জামাত আর হেফাজতকে এক করে দেখলেও দেখতে পারেন, কিন্তু তাতে হেফাজতের উদ্যম কমবে বলে মনে হয়না, উল্টো জামা-তের গ্রহনযোগত্যা ও সামাজিকীকরণ বাড়ে মাত্র।
গণ মানুষ কারা এ বিষয়ে আপনার মতামতটি জানতে পারলে উপকৃত হতাম। ভালো থাকবেন।
৪৬| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪০
চিকন আলি বলেছেন: পোষ্টফা মুছে দেন। অতিশয় আজাইরা টপিকস নিয়া ছোটলোকের মত ক্যাচাল শুরু করছে শাহবাগীরা। পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চাইতাছে। ওগো যে অবস্হা, কয়দিন পর শফি সাহেব ডান হাত দিয়া কান চুলকাইচে ক্যান এটা নিয়াও ক্যাচাল করবো। এইসব টপিকস নিয়া কথা বলাটা তাদের জন্যও ক্ষতি আমাদেরও ক্ষতি।
৪৭| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০
হিসলা সিবা বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: শোন, তোরে আবাল কইয়া ডাকলাম, আর এই জীবনে তুই থেইকা উঠবে না ডাক, আবালের বাচ্চা আবাল, রানাকে আনতে হেলিকপ্টার ব্যাবহার করা হয় নাই বরং ধরতে গিয়েছিল হেলিকপ্টারে যাতে দ্রুত যাওয়া যায়। এখন কি কইবি সাইকেলে করে আরও দশঘণ্টা পরে গেলেও ধরা যাইত? আর হেলিকপ্টারে করে ধরে গিয়ে আসার সময় হেলিকপ্তার ঠেলে ঠেলে নিয়ে আসতো তাই না?
আর হেলিকপ্টার ছিল র্যাব এর, কাজে ব্যাবহার না করবে তো সেটা দিয়ে কি পোলাপাইন বৌ নিয়ে তুই ঘুরতে বেরোবি??
আবাল আফগানি ছাগু, হেফাজত তোর ওইখানে রাখ!
৪৮| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সাজিদ এহসান বলেছেন: হাজার হাজার মানুষের জীবন বিপন্নকারী খুনি, সিরিয়াল কিলার এর চাইতে বিপদজনক । তাকে সড়ক পথে নিয়ে আসা ঝুঁকিপূর্ণ , পুলিশ র্যাবের কাছ থেকে সন্ত্রাসি ছিন্তাই নতুন কোন ইতিহাস না, আমি মনে করি তাকে হেলিকপ্টারে ঢাকা আনা সঠিক সিদ্ধান্ত ছিল ।
আল্লামার মত বলদ এই বুইরা বয়সে নামসে হেফাজত করতে, ঘন্টায় ১ লক্ষ টাকা খরচ হেলিকপ্টারে, সে যদি মানুষের পয়দা হইত তাহলে আজ এতবড় দুর্যোগের সময় তার বিপুল ব্যায়ে চড়া হেলিকপ্টারের টাকা গরীব গার্মেন্টস শ্রমিক দের চিকিৎসা বাবদ দিতে পারত, যারা মারা গেছে তাদের দাফন এ কাজে লাগত।
এরা কোন হেফাজতকারী না, ভণ্ড মুনাফেক, আল্লাহ রাসুলের নাম ভাঙ্গাইয়া নিজের ফায়দা লুটে। রানা প্লাযা দুর্ঘটনার পর এটাই প্রমান হয় ।
৪৯| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
আবিরু সাবীল বলেছেন: কতগুলো ছাগল প্রয়োজন কী আর বিলাসিতা কী এ দুইটার মধ্যে পার্থক্য না বুইজা হুদাই ফালপারতাছে। ঐ ছাগলগুলোর গোবর ভর্তি মাথায় আদৌ এটা ধরে না যে হেলিকপ্টার প্রয়োজনেও ব্যবহার হইতে পারে।
৫০| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
নীল জানালা বলেছেন: সমস্য হৈল, খারাপ মানুষ আর খারাপ কাজের পরিমান এত বেশি যে কোনটা রাইখা কোনটারে বলা যায় অবস্থা। একাধিক চোরের বিচার করতে গেলে একচোর বলে আগে ঐ চোরের বিচার করেন। আবার এইটা বলে আগে ঐটার বিচার চাই। আওয়ামিলীগের কুকর্ম নিয়া পোস্ট দিলে আওয়ামিওয়ালারা বিএনপিওয়ালাদের কুকর্মের লিস্ট নিয়া আইসা নিজেদের কুকর্মরে জায়েজ করার চেস্টা করে। আবার বিএনপিওয়ালারা আম্লিওয়ালাদের কুকর্মের লিস্ট নিয়া আসে। আপ্নের পোস্টেও একি কাহিনি। রানারে ক্যান হেলিকপ্টারে আনা হৈল, শফি সাবেরও হেলিকপ্টারে চৈরাই ভ্রমন করতে হৈব। অন্যের অপকর্মরে ঢাল হিসাবে ব্যাবহার করাটা জাতিগত অভ্যাস হয়া দাড়াইসে। পিছলামি বন্ধ করেন।
৫১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:
৫২| ০১ লা মে, ২০১৩ রাত ১০:০১
মামুন রশিদ বলেছেন: @মাননীয় মন্ত্রী মহোদয়, সুপার্ব
৫৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৩
এস আর সজল বলেছেন: Moral of the post: লেখক একজন ত্যনাপ্যাচানো গালিবাজ যুক্তিহীন ব্লগার।
০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৭
শিরোনাম বলেছেন: মনে রাইখেন আমাকে এক্টিম হইতে আপনারা বাধ্য করতাছেন। আমাকে গালি দিলে এখন আমি দ্বিগুণ গালি দেওয়া শিখে গেছি।
৫৪| ০৩ রা মে, ২০১৩ রাত ২:৩৩
প্রভাষ প্রদৌত বলেছেন: ছাগু ।
র্যাব কি সন্ত্রাসীরে হেলিকপ্টারে না আইনা হেলিকপ্টার ধুইয়া পানি খাইব ??????????
আর রানা কে র্যাবের গোয়েন্দা দল খূঁজে বের করেছিলো , কিন্তু আটক করেনাই , কারণ গোয়েন্দা দল ছদ্মবেশে থাকে , এরা এদের ছদ্মবেশ কখোনো প্রকাশ করে না । এ জন্যই ঢাকা থেকে খুব দ্রুত র্যাব গিয়েছিলো । বাংলানিউজ২৪ এ একথাটাই বোঝানোর চেষ্টা করা হয়েছিলো । তোর ছাগু মস্তিষ্কে এ কথা ধরা পড়ে নি ।
আর হেলিকপ্টার কেনা হয়েছে অপরাধী ধরার জন্য , সাজিয়ে রাখার জন্য না ।
আর হেলিকপ্টার শফীর হেলিকপ্টার চড়া নিয়ে প্রশ্ন উঠেছে কারণ ভন্ডামি করার জন্য , হেফাজতের শফী যখন মাহমুদুর রহমানের মুক্তি চায় , টারপর সরকার পতনের রাজনৈতিক দাবি জানায় বুইড়া বয়সে সরকারী ক্ষমতার লোভ করে সেই ভন্ড পীর যখন হেলিকপ্টার চড়বে তখন মানুষ এটা নিয়ে কথা বলবেই ।
আর সাজেদা চৌধুরীর এ.পি.এস তার নিজের বিয়েতে হেলিকপ্টার চড়ে যেতেই পারে তাতে তোর এত জ্বলে কেন রে ???????????? অনন্ত জলিল ও তো হেলিকপ্টার চড়ে বিয়ে করতে গিয়েছিলো ।
আর হেলিকপ্টার শফীরে হেলিকপ্টার কিনে দেয়ার লোক বাংলাদেশে থাকতে পারে কিন্তু তার জন্ম পরিচয় খুঁজলে দেখা যাবে বাবা তো একটা না , তারপর আবার সবাই পাকিস্তানি ।
রাজাকাররা নিজেদের বাচাঁতে ইসলাম নিয়ে ভন্ডামি করার জন্য আর কত যে টাকা খরচ করবে তা মহান আল্লাহ তাআলাই জানেন ।
আর শফীর জন্য দুঃখই হয় । তার জন্য একটা কথা " এক হাড়ি দুধের মধ্যে একটু চুন মিশলে পুরো হাড়িটাই নষ্ট হয়ে যায় " ।
বয়স ৯৪ , আর কয়েকদিন পর মরবে আর এমন সময়ে হেলিকপ্টার শফী রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি শুরু করে সারা জীবন যদি কিছয়টা পূণ্য সে অর্জন করেও থাকে ( ওর মত ধর্মব্যবসায়ী কি যে পূণ্য অর্জন করছে তা মহান আল্লাহ তাআলাই ভাল জানেন ) তাও সব নষ্ট করল । মহান আল্লাহ তাআলা'র কাছে একটাই দোয়া করি তার যাতে হেদায়েত করেন
৫৫| ০৩ রা মে, ২০১৩ রাত ২:৫৪
এস আর সজল বলেছেন: আপনি ৪ নং কমেন্ট থেকে গালি দেওয়া শুরু করছেন আবার বলছেন "আমাকে এক্টিম হইতে আপনারা বাধ্য করতাছেন।" আজিব পাবলিক।
৫৬| ০৩ রা মে, ২০১৩ রাত ৩:২১
আহমেদ রিজভী বলেছেন: বর্ষীয়ান আলেম আল্লামা আহমদ শফি দাঃ বাঃ বগুড়ায় অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশে হেলিকপ্টার যোগে যোগদানের পর থেকে একটা চিন্হিত মহল এই বলে অপপ্রচার চালাচ্ছে; "যেখানে কাওমী মাদ্রাসাগুলো চলে মানুষের দানে সেখানে হুজুরদের কাছে হেলিকপ্টারে সফরের মত এত টাকা কোথা থেকে আসল অথবা এটা কি বিলাসিতা নয় ?"
সাধারণ দৃষ্টিতে দেখলে উপরের প্রশ্নগুলো যে কোন সাধারণ মানুষের মনে জাগাটা স্বাভাবিক ।
কিন্তু নিরপেক্ষভাবে যদি আপনি চিন্তা করেন তখন আপনার সামনে বিষয়টি পরিস্কার হতে বেশী সময় লাগবে না ।
প্রথমত; আল্লামা শফি ৯৫ বর্ষীয় একজন বৃদ্ধ আলেম যিনি তার জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছেন ফলে বার্ধক্য জনিত বহু রুগে তিনি আক্রান্ত যা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন । তাই সুদূর হাটহাজারী থেকে বগুরায় গাড়ি দিয়ে সফর করাটা তার স্বাস্থ্যের জন্য মোটেই উপযোগী নয় । ইতিপূর্বে বিগত ৬ মার্চের লংমার্চে যোগদানের উদ্দেশ্যে তিনি গাড়িত করে ঢাকায় যাত্রা করলে শারিরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েন যার দরুন সেদিনের সমাবেশে বক্তব্য দিতে পারেননি তার লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে আনাস মাদানী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী । আর এজন্যই হেফাজত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে তার এ সফরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় ।
দ্বিতীয়ত; আপনারা এও জানেন যে আল্লামা শফি সাহেব ছাড়াও হেফাজতে ইসলামের আরও যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে অনেকেই বার্ধক্যে উপনীত হয়েছেন এমতাবস্থায় তারাও বার্ধক্য জনিত অসুখ বিসুখ থেকে মুক্ত নন ।
তৃতীয়ত; সবচেয়ে বড় যে প্রশ্নটি সবার মনে আসে তাহল মানুষের দানের টাকায় চলা কাওমী মাদ্রাসার হুজুরদের হেলিকপ্টারে সফরের মত ব্যয়বহুল সফরে অর্থের সংস্থান হচ্ছে কোথা থেকে ?
উত্তর দেয়ার আগে আপনার কাছে একটি প্রশ্ন আপনি কি এদেশের সকল উলামায়ে কিরামকে হতদরিদ্র মনে করেন ?
না বরং একটু খোঁজ নিয়ে দেখুন এদেশে বহু আলেম আছেন যারা উত্তরাধিকার সূত্রেই বহু সম্পদের মালিক যা দিয়ে তাদের পক্ষে হেলিকপ্টার ভ্রমন ত সামান্য বরং ঐ রকম পাঁচ সাতটা হেলিকপ্টার উনারা পাঞ্জাবীর পকেটে রাখার সামর্থ্য রাখেন ।
তাছাড়া সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামীর আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশে বিদেশে অবস্থানরত কাওমী মাদ্রাসাগুলোরর সাবেক ছাত্র এবং শুভানুধ্যায়ীরা ছাড়াও আন্দোলনের সাথে একাত্ম
ও সহানুভূতিশীল প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ইনফাক ফি সাবিলিল্লাহর (আল্লাহর পথে ব্যয় ) উদ্দেশ্যে তাদের সাধ্যমত অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করছেন যা অব্যাহত আছে । এমতাবস্থায় যারা হেফাযতের আন্দোলনে অর্থের সংস্থান নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের উদ্দেশ্যই হচ্ছে চলমান আন্দোলনকে জনগণের কাছে বিতর্কিত করা । এবং দেশের প্রধান ইসলমপন্থী ধারার আলেমদেরকে মানুষের কাছে নেতিবাচক ভাবে উপস্থাপন করা । বাংলাদেশের মত একটা দরিদ্র রাষ্ট্রে এজাতীয় প্রচার মানুষের মনে সাইকোলজিকালী ব্যাপক ইম্পেকট সৃষ্টি করবে তা জেনেই ব্যাপারটি নিয়ে কায়েমী শক্তি অপপ্রচারে লিপ্ত হয়েছে । সূতরাং এজাতীয় অপপ্রচার সম্পর্কে সজাগ থাকার কোন বিকল্প নেই ।
এতদিন কওমীর উলামা ও ছাত্ররা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির কাছে কোন ফ্যাক্টর ছিলেননা কিন্তু হেফাজতের ব্যানারে ৬ মার্চের মহাসমাবেশে দেশব্যাপী মহাজগরণ কাওমী ধারার অনুসারীদের শক্তি সামর্থকে তোলে ধরে । ফলে বাতিল শক্তি ভীত হয়ে এখন হেফাজতে ইসলামীর বিরুধীতায় আটঘাট বেঁধে মাঠে নেমেছে । এরই অংশ হিসেবে আন্দোলনের দূর্বার গতিকে স্তব্ধ করে দিতে তারা এখন আলেমদের চরিত্র হরণ ও মানহানীর চেষ্টা চালাচ্ছে । দ্বীন রক্ষার এ আন্দোলন সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করাই তাদের এসব অপপ্রচারের আসল উদ্দেশ্য ।
তাই এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে একটু বিচার বিবেচনা করেই সিদ্ধান্তে উপনীত হওয়া উত্তম । তবে একটা কথা না বললেই নয় কানার কাছে দিন আর রাতের মধ্য কোন পার্থক্য নেই ।
৫৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:০৬
মাজহারুল হুসাইন বলেছেন: একটা জিনিষে জব্বর বিনোদন পাইতেছি । সুন্নত আল জামাতের পীর সাহেবের বাড়ি পাকিস্তান আর তিনি বছরে ওরশের সময় পাকিস্তান থেকে আসেন তাও হেলিকপ্টারে চড়ে । তাদের সাথে, মাইজভান্ডারি বাবা মিলে করছেন হেফাজতের মোকাবেলা । দিনে দিনে কত কি যে দেখতে হবে ।উর্দুলীগকে বাচাতে এবার উর্দু প্রেমীদের আগমন
।
৫৮| ০৭ ই মে, ২০১৩ রাত ৩:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: যেখানে সাভারের এত গার্মেন্টস কর্মী মারা গেলো অথবা দেশের অধিকাংশ মাদ্রাসায় ছাত্রগুলান নিম্নমানের খাবার খায় বিনা পয়সায় অথবা দেশে কত শিশু না খেয়ে থাকে তখন এই হেলিকপ্টারের টাকা কই থাকে?
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
জাতির চাচা বলেছেন: শাহবাগী চুলকানী! বন্ধ হবে কবে?