![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫১
শিরোনাম বলেছেন: ছবি কথা বলে।
কেউ কোন উল্টাপাল্টা মন্তব্য করবেন না। ঘটনমূলক মন্তব্য করবেন। লেখক যথাসাধ্য সুন্দরভাবে মন্তব্যের জবাব দিবে।
২| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:২৫
শিরোনাম বলেছেন: চারদিকে রক্তের ছড়াছড়ি! লাশ আর লাশ!! হেফাজতি রক্ত! হেফাজতের লাশ!! কি আনন্দ! আহা!
ব্লগে/ফেসবুকে কতিপয় কুত্তারবাচ্চা, মানুষ নামে অমানুষ এই রক্ত পান করে উল্লাস করছে। হেফাজতের লাশ আর হাড্ডি চাবিয়ে সকালে নাশতা করছে। রাতের ডিনার সারছে।
৩| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:২৮
দমকল৮৬ বলেছেন: যারা এইসব দেখে আনন্দে স্বমেহন করছে তাদের চিনে রাখেন ।
সময় আসলে তাদের আনন্দ বাড়ানোর জন্য সরাইলি কুত্তা দিয়ে "ইয়ে" করানো হবে ।
০৮ ই মে, ২০১৩ দুপুর ২:০৫
শিরোনাম বলেছেন: মানুষের মৃত্যুতে যখন মানুষকে উল্লাস করতে দেখি তখন ঘৃণায় থুথু দিতে ইচ্ছে করে।
কেমন পরিবারে ওদের জন্ম জানতে মন চা্ই।
৪| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: পুলিশ কমিশনার বলেন, অভিযানের পর হেফাজতের মঞ্চের কাছে চারটি লাশ পলিথিনে মোড়ানো অবস্থায় এবং বিভিন্ন স্থানে আরো তিনটি লাশ পান তারা। এছাড়া হেফাজত কর্মীরা এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এর আগে রোববার বিকাল পর্যন্ত সংঘর্ষে মোট তিনজনের মৃত্যু হয়।
বহু মানুষ নিহতের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এর বাইরে হতাহতের কোনো তথ্য থাকলে তার সুনির্দিষ্ট তালিকা দেয়ার আহ্বান জানান বেনজীর আহমেদ।
Click This Link
সমস্যা থাকলে তালিকা নিয়ে যান। এভাবে ব্লগে বাশেরকেল্লার মত গুছব ছড়ানোর মানে কি?
০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪৭
শিরোনাম বলেছেন: এই পোস্টে কোথায় গুজব ছড়িয়েছে প্রমাণ দে।
প্রমাণ দিতে না পারলে বুঝবো তুই একটা খাপো।
৫| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪০
ইকবাল_ আহমেদ বলেছেন: এসব প্রশ্ন করতে ভয় লাগে। ৫ মে সন্ধ্যায় আমি মতিঝিল আইডিয়াল স্কুলের ওখান থেকে এশেছি। দেখেছি কারা লাঠি নিয়ে রাস্তায় সিএনজি থামিয়ে দারি- টুপি পড়া লোকজন খুজেছে। রাত ৪ টা পর্যন্ত টিভির সামনে ছিলাম। কোন চ্যানেলই লাইভ প্রোগ্রাম দেখায়নি। রেকর্ড করা এক অংশই বারবার দেখিয়েছে।
৬| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪০
ইট্টুস কথা বলেছেন: জঘন্য। জঘন্য। জঘন্য।
আজ তো সবাই চুশীল। কে কাকে তোয়াক্কা করে?
মানবতাবাদীদের থুঃ
মানবতাবাদীদের থুঃ
মানবতাবাদীদের থুঃ
মানবতাবাদীদের থুঃ
৭| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪৪
রোকন রাইয়ান বলেছেন: লাশ দেখেও যারা আনন্দ করছে, উল্লাস করছে, এরা নর্দমার কীট ছাড়া আর কি?
৮| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪৫
এেলক্সান বলেছেন: আহ্হারে দেশের যে কি হইবো.....
কোন ডা সত্য আর কোন মিথ্যা বুঝবারই পারতাছিনা !
৯| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫১
অবয়ব বলেছেন: লাষ গুম বোলে ২য় যে ছবিটা চালিয়ে দিলেন সেটা গত বছরের ছবি।
সরাসরি খবরের লিঙ্কই দিয়া দিলামঃ
Click This Link
শিবিরের জারজগুলা ঠিক এভাবেই সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দিয়ে মানুষজনকে বিভ্রান্ত করে। সাক্ষাত শয়তানের কর্মপরিকল্পনা।
বাকি ছবিগুলো আহতদের ছবি। কয়েক হাজার আহত হয়েছে। অবশ্যই এই আহতদের জন্য সহানুভূতি আছে। আর ঘৃনা আছে সেইসব নেতাদের প্রতি যারা এদেরকে ব্যবহার করছে নিজ স্বার্থে।
১০| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: রাতরে অন্ধকারা কারা বেছে নেয় ,এই আন্ধকারেও হবে না বিদুৎ ও বন্ধ করে দিতে হবে.....
বুঝার জন্য এইটাই যথেষ্ট...প্রমান না থাকার সমস্ত ব্যবস্থা করে এখন প্রমান চায়....
১১| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৭
মো ঃ আবু সাঈদ বলেছেন:
ভাই এই গুলা কবে কার ভাইয়ের কাছে তো আনে তথ্য আছে...
ছবির প্রয়োজন নাই....ভাই
রাতরে অন্ধকারা কারা বেছে নেয় ,এই আন্ধকারেও হবে না বিদুৎ ও বন্ধ করে দিতে হবে.....
১২| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:০৩
ইকবাল_ আহমেদ বলেছেন: দায়িত্ববান নাগরিক: তলিকা তৈরী চলছে। সত্য একদিন বের হবেই, টেনশন নিয়েন না।
১৩| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৪
পূরান পাগল বলেছেন: সবকিছু ভুল,মিথ্যা,ফটোশপড। কেউ দালালি না করলে সে ছাগু।সত্যের জয় নিশ্চিত হবেই।
১৪| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:২০
কাজের কথা বলেছেন: ব্যাটার প্রোফাইল দেখলেই বোঝা যায়, ব্যাটা একটা উচ্চমান সম্পন্ন ছাগু। রিউমার ছড়াইয়া সহানুভূতি যোগাইয়া কি আটি বানবেন নাকি।
ব্যাটা ফাজিল, হেফাজতের লোক মরছে, তো হেফাজত কেন ঘেউ ঘেউ করে না। তোরা হুদায় ফাল পাইরা, কাইন্দা মইরা একাকার।
১৫| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩
তাসিম বলেছেন: আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। আমার প্রশ্নের প্রথম পর্বের উত্তর দিতে পারলে, দ্বিতীয় পর্ব আসবে। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে বুঝবো আপনি একটা____
১. সফি হুজুর শহীদ হতে ঢাকা আসলো কিন্তু মঞ্চে উঠতে ভয় পাইলো কেন? উনি মঞ্চে না এসে লালবাগে ফিরে গিয়েছিলেন কেন?
২. সফি হুজুরের ডাকে এতগুলো মানুষ মতিঝিলে জমা হলো, হুজুর তাদের ফেলে রেখে লালবাগে নিরাপদ আশ্রয়ে ফিরে গেলেন কেন? মহানবী (সাঃ) এর আদর্শ যদি তার ভিতরে থাকতো, তবে উনি নিজের সাথীদের এভাবে ফেলে যেতেন না। বদর, উহুদ, খন্দকের যুদ্ধের ইতিহাস পড়ে উত্তর দিবেন।
৩. পুলিশ যখন হুজুরকে ঘাড় ধরে ঢাকা থেকে বের করে দিলো, হুজুর বিমানে করে আরামে নিজের গুহায় ফিরে গেলো কেন?
৪. যে ৮০০০-১০,০০০ (বিএনপি, হেফাজত, জামাতের দাবি) মানুষ মারা গেলো, তাদের পরিবার পরিজন লাশের দাবী করছে না কেন?
৫. মাঝরাতে মতিঝিলের মঞ্চে কোন বড় আলেম উলামা ছিলেন না কেন? শহীদ হতে এসে নিজেরা এসি রুমে শুয়ে, ঢাকার বাইরের নিরীহ সহজ-সরল ছেলেগুলোকে মঞ্চে অরক্ষিত রেখে গেলো কেন?
১৬| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৯
আর কতো বলেছেন: একজন মানুষ মারাগেলেও কাজটাকে কোন ভাবেই সাপোর্ট করা যায় না। তাই প্রত্যেকটা মানুষের জীবনের হিসাব চাই।
যে কোন ঝামেলায় কেউ মারাগেলে সবাই বলে লীগের ১ টা মরছে বা দলের ১টা মরছে বা শিবিরের ১টা মরছে অথবা হেফাজতি ১টা মরছে, কেই ১বার বলেনাই ১টা মানুষ মরছে। সবাই আসে লাশের হিসাব নিতে, কারন সংখ্যা যত বেশি হবে পলিটিক্সটা ততই ভালো জমবে। মধ্যরাতের বোদ্ধাদের আলোচনার বিষয় বাড়বে।
এই ভিডিও লিংকগুলো দেখেন আর নিজেরা বিচার করেন কয়জন মারাগেছে। আমার এই ভিডিওগুলো দেখে মনে হয় নাই যে ২৫০০ জন মানুষ মারা গেছে।
যারা দিগন্ত টিভি নিয়া চিল্লাছেন তাদের জন্য যে নিউজের জন্য দিগন্ত টিভি বন্ধ হয়েছে তার লিংক দিগন্ত টিভি'র নিউজ ভিডিও লিংক
যার হিউম্যান রাইট্স এশিয়া নিয়া চিল্লাছেন তাদের জন্য হিউম্যান রাইট্স এশিয়ার রেফারেন্স ভিডিও লিংক BANGLADESH A massacre of demonstrators-Part 01
BANGLADESH A massacre of demonstrators -Part 02
নিজের নেটের মেগাবাইট বাঁচানোর চিন্তা না করে একটু দেখেন, গুজব ছড়ানো থেকে দূরে থাকেন।
আর যারা ২৫০০ জন মারাগেছে বলে দাবি করছেন তাদের কাছে কোন শক্তিশালী সুত্র থাকলে দেন প্লিজ। কোন আউল ফাউল ব্লগ আইডি, ফেইসবুকের ছবি না দিয়ে কোন ভিডিও লিংক দিলে খুশি হব।
১৭| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪১
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: মৃতদের আত্নীয় স্বজনদেরও কি গুম করে ফেলছে ?
১৮| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৭
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: ১। চু*না কুনাঙ্কার , মহানবী কে নিয়ে ডেনমার্কে কার্টুন করা
তখন ত একবারও একটা মিছিল ও বাইর করস নাই,
২। ১লা বৈশাখে বোমা মেরে গণহত্যা ।
এইডা কোন ধর্মতে আছে? আছে ইসলাম এ আছে? বল চু*না
৩। সাধারন আলেম ওলামা দেরকে মিথ্যা আর টাকার জালে ফুসলিয়ে
আর গোলাপির স্বপ্ন কে বাস্তবায়ন এইডা আমাদের ইসলাম
আমরা ইসলাম মানি আমরা মুসলমান মানি
" মুষলের মত যার ইমান "
আরে হারামজাদা পারলে মিথ্যা থেকে বের হ । তারপর দেখ
দেশ কোথায় ,গোলাপি কোথায় প্রধানমন্ত্রী কোথায়,
এরা ইসলাম বাঁ কোন ধর্মের ধার ধারে না ,
ধার ধারে গদি ধর্মের ।
পারলে সুই এর ছিদ্র না দেখে চালুনির ছিদ্র দেখ। দেখ আমাদের মানবতা
কোথায় গেছে দেখ আমরা কত মিথ্যাবাদী হইছি।
১৯| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: কাউকে হতাহত না করে হেপাজতের মত একটা জংগী সংগঠনের লাখ লাখ কর্মীকে হটান নি:সন্দেহে বাংলার ইতিহাসে একটি বিরাট সাফল্য ।
২০| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫৩
লাইট ভাই বলেছেন: প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: মৃতদের আত্নীয় স্বজনদেরও কি গুম করে ফেলছে ?
২১| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬
শীতের সকাল বলেছেন: @ তাসিম। বিমর্ষ অবস্থায় লিখতে বসলাম নিজের ভাইকে খুজে পাইনা তারপরও আপনার উত্তর না দিলে আমরা _________?
১ নং প্রশ্নের জবাব- আল্লাম আহমদ শাহ শফী সাহেবকে পলাশীর মোড় থেকে ২ বার ফেরত দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২ নং প্রশ্নের জবাব - ১ম প্রশ্নকেই ত্যানাপ্যাচাইছেন।
৩ নং প্রশ্নের জবাব- আল্লাম আহমদ শাহ শফী সাহেবের সাথে ওসি হারুন দুই বার রুদ্ধদ্বার বৈঠক শেষে চট্টগ্রাম যেতে অনুরোধ / চাপ প্রয়োগ করেন। যেহেতু বৈঠক রুদ্ধদ্বার পরে জানাতে পারবো তবে এই বিষয় সত্য যে বাহিনীকে মাঠে নামিয়ে পালিয়ে যেতে পারে না আমাদের আমির।
৪ নং প্রশ্নের জবাব- অন্ধকার রাতে লাইট নিভিয়ে ১০/১৫ হাজার সশস্ত্র বাহিনীর জিরো টলারেন্স অপারেশন অপরদিকে আল্লাহ ও তাহার রাসূল সা: এর জন্য জীবন বিলিয়ে দিতে আসা মানুষ (?) গুলোর উপর নির্বিচারে গুলিতে শহীদ হয়ে যাওয়া মানুষগুলোর মা, বাবার, স্ত্রী, সন্তানের মানসিক অবস্থা চিন্তা করুন। অনেকে আলেম ওলামা এসেছেন মাদ্রাসা থেকে তারা আমার মা বোনদের মত নয় যে রাস্তায় বের হয়ে তাদেরকে খুজঁবে। তবে লিষ্ট তৈরী চলছে সত্য বের হয়ে আসবে।
৫ নং প্রশ্নের জবাব- এসি কি আপনার বাসার ?
ভালো থাকবেন।
২২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০২
যোগী বলেছেন:
এই বাংলার চোখ টা কি জিনিশ?
এই ছবি ফটোশপে জেনারেট করা না তার ভিত্তি কি?
গোলাগুলিতে ৬ বা ৭ জন হেফাজতি মারে গেছে সেইদিন।
তবে সব কয়টা উম্মাদ হেফাজতিদের গুলি করে মারার পক্ষে কারন দেখিয়ে এই রকম অসংখ্য ছবি হাজির করা যায়। যদিও পুলিশ বা সামরিক বাহিনী এই ব্যাপারে যথেষ্ট ধর্য্যের পরিচয় দিয়েছে। তারা কাঁধে করে অনেক হেফাজতিদের নিরাপদে সরিয়ে দিয়েছে।
এখানে মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো নিয়ে পুলিশ বিবৃতি দিয়েছে
সর্বপরি মিথ্যা ছবি দিয়ে গুজব ছড়ানোর জন্য পোষ্ট রিপোর্টেড।
২৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৪
পুংটা বলেছেন: জালেম পুলিশ আমাকে শহীদ হইতে দিল নারে মমিন.....!!! লাশ হয়ে পড়ে ছিলাম শাপলা চত্তরে, পুলিশ লাঠি দিয়ে গুতু মেরে বলে ’ওঠ ওঠ‘... ভয়ের চোটে লাফ দিয়ে উঠে বাড়ির দিকে রওনা দিছি...
আমিতো গেছিলাম বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে.. শহীদ হবো বলে। বউয়েতো এখন আমারে বাড়িতে ঢুকতে দেয় নারে মমিন...
২৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৫
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: লিস্ট বানাইলে একেবারে ২ কোটির একটা লিস্ট বানাইস রে বলদা
তাইলে গোলাপি আর বুবুর হেভি উপকার হইত
এইডা বুঝস না রে বলদা আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া
এরা মজা লুটব।
শোন রে বলদা ঃ এই দুই নেত্রির মধ্যে সব ঠিক ঠাক আছে খালি আমরা
আম পাব্লিক রা বলদের মত বল্গাইতেচি।
ওরে বলদ কমেন্ট করার আগে এইডা বুজলিনা একটা দেশে গণহত্যার
মত কথা কখন উঠে ? ধর্ম কে নিয়ে চুলাচুলি হয় ?
মানবাধিকার সংগঠন থাকতে ,হিউম্যান রাইটস থাকতে গনহত্যা বলে?
বল রে বলদ আরো হিন্টস লাগব?????
২৫| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১১
শিপু ভাই বলেছেন:
পোস্টের সব ছবিই তো আহতদের!!!
২৬| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১১
বিডি আমিনুর বলেছেন: এই ছবি গুলো একদিন কথা কবে !! আওয়ামী শুয়ার ,বেজম্মা কুত্তা গুলা নিজেদের কবর নিজেরাই খনন করল।
২৭| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১১
অমৃত সুধা বলেছেন: কামারুজ্জামানের মামলার রায় বৃহস্পতিবার
http://dhakajournal.com/?p=6370
২৮| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৪
তাসিম বলেছেন: দাদা ভাই, উনি আসলেন শহীদ হইতে, আর পুলিশ ফিরিয়ে দিলো বলেই ভালা মাইনসের লাহান ঘরে চইলা গেলেন? ওরে, ইসলামী জোশরে।
রুদ্ধদ্বার বৈঠকে ভয় পেয়ে ইসলাম হেফাজত না করে উনি নিজেকে হেফাজত করলেন?
আল্লাহ ও তাহার রাসূল সা: এর জন্য জীবন বিলিয়ে দিতে আসা মানুষ (?) গুলো কাপুরুষের মতো দুই হাত উপরে তুলে পালিয়ে গেলো কেন বা জালিম পুলিশের হাতে ধরা দিয়ে কান ধরে বসে ছিল কেন?
হেফাজতের কথামতো পবিত্র কুরআন শরীফে আগুন দিয়েছে ছাত্রলীগ। তাহলে যখন আগুন দিচ্ছিল, তখন হেফাজতের সৈনিকরা কি তাকিয়ে তাকিয়ে দেখছিলো? এই কি তাদের কুরআন হেফাজতের নমুনা?
২৯| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপারেশন মিডনাইট! বারুদের বদলে ছুড়েছিল গোলাপ!!!!!!!!!!!!!!!!!!!
আহারে, মাত্র একটা রাতও থাকতে দিল না।
শাহবাগে ৪ মাস ধরে কুলাঙ্গাদের সরকারী অর্থব্যায়ে নিরাপত্তা দেয়...
আর এই অবোধ গায়ের গন্ধ না মোছা
জীবনে প্রথম শহরদেখা কত মানুষ!!
পায়ে চপ্পল আর বাশের লাঠির বাইরে অস্ত্র চেনেনা যারা
সেই সহজ সরল জিকির রত
ক্লান্ত ঘুমন্ত
মানুষও ভয়ানক হয়ে উঠল!!!!!
নাকি সরকার তার আত্মমূল্যায়নে এতটাই ভীত
যে লোকের হাটাচলাও তার আতঙ্ক হয়ে গেছে
কেউ হাটলেই চমকে যায়
কেউ কাশি দিয়ে লাফিয়ে উঠে!!
নইলে এমন হয়.....
লাখো মানুষৈর সমাবেশে
ব্লাক আউট করে, মিডিয়ার চোখ বেঁধে
শুধু সরাতেই এত হাজার হাজার রাউন্ড
গুলি, বোমা, টিয়ারশেল, গ্রেনেড....
তারপরও বলে- জিরো ইনজুরড!!!!
বলি হিরক রাজার বুঝি মতিঝিলে উদয় হয়েছেন....
আর তার শিষ্যরা গায় একই সুরে গান.....
ওরা বলে ব্রাশ ফায়ারে নাকি গোলাপ বের হয়
বুদবুদ ছোয়া, কিংবা খুশবু
লাখো লোকের সমাবেশে ৩০ মিনিট
বোপরোয়া গুলী বর্ষনেও তাই নিহত ৬ কি ৭ কিংবা শূন্য!!!
এখন রাইফেল গুলো গুলির বদলে আদর ছোড়ে
অন্ধকার করে নিতে হয় যাতে মৃত্যুর বিভীষীকা দেখতে না হয়
অথচ তবুও কি নির্লজ্জ ওরা কি মিথ্যুক ওরা
কি পিশাচ ওরা
কি রকম হায়েনা ওরা
বলে কেউ মারা যায় নি!!!!!!
ওদেরকে রাতের আধারে জমায়েত করে
সেই গোলাপবর্ষী বন্দুকের নলের সামনে দাড় করাও
তারপর ছোড়ে অসংখ্য গোলাপ-
হলপ করে বলতে পারি কেউ মরবে না।
৩০| ০৯ ই মে, ২০১৩ রাত ১:২৫
আহসান২২ বলেছেন: http://www.bbc.co.uk/news/world-asia-22423815
৩১| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:২০
ইকবাল_ আহমেদ বলেছেন: এত মামলা হয়েছে যে আত্মীয় স্বজনরা এখন পালিয়ে বেরাচ্ছে। বাংলাদেশের পুলিশ কি চীজ জানেন না ?
৩২| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫১
তীর্থক বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ দুপুর ১:২৩
শিরোনাম বলেছেন: কতিপয় ব্লগার ব্লগে ছড়াচ্ছে কেউ মরেনি।
সত্য প্রকাশে বাধ্য হয়ে এই ছবি পোস্ট টি দিয়েছি।