![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা মানে একটু অভিমান,খানিকটা খুশি,অনেকটা-ই ভালবাসা । সত্যিকার ভালবাসা হলো নিস্বার্থপরতার প্রতিচ্ছবি । জীবনে হয়তো এই প্রতিচ্ছবি প্রতীয়মান হয় । ভালবাসা কথাটি অনেক বিস্তৃত । ভালবাসা ও ভালবাসার প্রান্তর এত বেশি প্রসারিত যে সেখানে চষে বেড়ানো যায় আজীবন । ভালবাসা মানে প্রশান্তির অবিরাম ছায়া,ভীষন আশ্রয় । যেখানে দুটি মনের ভালবাসা আছে সেখানে দুজনে মিলে তৃতীয় একটা পৃথিবী গড়ার স্বপ্ন থাকে । ভালবাসা এমন একটি সম্পর্ক যার সীমানা অনেক বেশি প্রসারিত ।দুটি অন্তরে যেমনি ভাবে ভালবাসা হতে পারে তেমনি গড়ে ওঠে নতুন এক অজানা সংসার,অজানা পৃথিবী । সৃষ্টির আদি যুগ থেকেই ভালবাসা রয়েছে ।পৃথিবীর প্রথম মানব-মানবীর মাঝেও ভালবাসা ছিল । তাছাড়া পৃথিবীর সব সাহিত্যে ভালবাসার প্রসঙ্গ রয়েছে । ভালবাসা ছাড়া জীবনে কোন দাম নেই । আমার মাঝে যখন তুমি ছিলেনা তখন বড় একা একা লাগত । ধীরে ধীরে তুমি আমার পথপ্রদর্শক হয়ে উঠলে । জীবনে অনেক বন্ধুর সঙ্গে মিশেছি কিন্তু তোমার মত ভালবাসার একজন সঙ্গীর কাছে একবারও পৌছাতে পারিনি । মানুষ স্বপ্ন ও কল্পনাকে আশ্রয় করে বেচে থাকে । কল্পনায় ভর করে মানুষ সুদূর অতীতে চলে যায়,তেমনি চলে যায় অদূর ভবিষ্যতে। এই স্বপ্ন ও কল্পনাই মানুষকে আশা জাগায় । কিন্তু এই স্বপ্ন যদি কোনদিন ভেঙ্গে যায় তাহলে পৃথিবীতে বেচে থাকার কোন প্রয়োজন থাকেনা । মানুষের জীবনের চেয়েও বড় হয় তার স্বপ্ন । সকল স্বপ্ন কি আর পূরন হয় ? সামান্য কিছু স্বপ্ন পূরন হওয়া-ই হলো জীবন । আমার মাঝে সেই সামান্যতম স্বপ্নটা-ই ছিলে তুমি । যদি এই সামান্যতম স্বপ্নটা পূরন না হয় তাহলে বাকি সর স্বপ্নগুলোই যেন মিথ্যা হয়ে যায় । যে স্বপ্নটিকে দিয়ে জীবন ও অদূর ভবিষ্যত শুরু করতে ছিলাম সেই শুরু হওয়া স্বপ্নটাই যেন আজ ভেঙ্গে গেল । বাকি রইল শুধু তোমার দেওয়া কষ্ট বুকে নিয়ে বেচে থাকা.. ।।
©somewhere in net ltd.