![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বাসায় একা থাকতে চাই।
পুরোপুরি একা। বন্ধু বান্ধব কিংবা আনন্দময় নারীসঙ্গহীন পুরোপুরি একাকীত্ব। রান্না জানলে ভালো। না জানলে আরো ভালো। বাইরে গিয়ে ভাতের হোটেল থেকেও কিছু খেয়ে আসা যেতে পারে। গাড়ি বাইরে পার্ক করে ভাতের হোটেলে খেতে ঢুকছি আর মানুষজন ফিসফিস করছে- ব্যাপারটা দেখার মত।
একটা সিস্টেম করা যেতে পারে। প্রতি এক ঘন্টা পর পর বাসায় এক কাপ কফি আসবে। কফি নিতে বারবার উঠতে হওয়াটা একটু বিরক্তির কারণ হতে পারে। তাও ব্যাপার না। মানিয়ে নিব। কফি খেতে খেতে একটা বইয়ের ইন্টারেস্টিং কিছু পাতা পড়ে ফেলা যেতে পারে। অথবা ফ্রেন্ডস দেখা যেতে পারে।
শুক্রবারে বাইরে একা খেতে যাওয়া যায়। একেক শুক্রবারে একেক জায়গা। পুরো বাংলাদেশের মজার মজার যায়গাগুলোতে গিয়ে মানুষ দেখবো। রেস্টুরেন্ট গুলোতে বিচিত্র রকম ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। ক্যারেক্টার দেখাতেই আনন্দ। এখানে প্রেমিক প্রেমিকার খুনসুটি দেখা যায়, আবার এক বন্ধুর আরেক বন্ধুকে পচানোর আপ্রান চেষ্টাও দেখা যায়। আবার মাঝে মাঝে দুই বন্ধুর মাঝে সিরিয়াস কথাও দেওয়া নেওয়া চলে। এত কিছু দেখতে দেখতেই আসলে সময় চলে যায়। খাওয়াটা তো জাস্ট একটা ভদ্রতা!
©somewhere in net ltd.