![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একটা মানুষ, যে যা বলে তাই বিশ্বাস করি... সবার কথাই সত্যি মনে হয়.. বিপদেও পড়ি..আবারো ভুল করি..
৩/৪ বছর আগের ঘটনা...
ঢাকার পাশেই একটা গ্রাম এরিয়ায় একদিন হাটতে বের হয়েছি...
তখন বর্ষাকাল, গাছে গাছে চকচকে পাতাগুলো বিকেলের রোদে ঝলমল করছিলো..
হাটতে হাটতে একটা জায়গায় এসে জাস্ট 'থ' হয়ে গেলাম...
কালো পিচের রাস্তা, তার দু'ধারে সারিবদ্ধ গাছ আর প্রায় রাস্তা ছুঁইছুঁই দুপাশ জুড়ে পানি আর ঢেউ...
সুশীতল নির্মল বাতাস আর ঢেউ-এর ছলাৎ ছলাৎ শব্দে প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো একদম...
সাথে ছিল কলেজ জীবনের বন্ধু রিজভী। সেই বিলের ধারে গাছের ছায়ায় বসে চমৎকার আড্ডায় মেতে উঠেছিলাম দুই বন্ধুতে...
...
বাসায় ফিরে মানুষের উপকার হবে মনে করে ছবিটা লোকেশন সহ ফেইসবুকের সবচেয়ে বড় ট্যুর গ্রুপে পোস্ট দিলাম..
পোস্ট দেয়ার এক ঘন্টা পর ফিরে এসে দেখি সেখানে ১০০+কমেন্টস আর হাজার খানেক লাইকস...
দেখতে দেখতে ৪দিনে লাইকস হলো ৪৮,০০০ (হ্যাঁ, আটচল্লিশ হাজার!)...
...
বুঝলাম ভাইরাল ব্যাপারটা কী! আরও বুঝলাম আমাদের ঢাকাবাসীর নিঃশ্বাস ফেলার মতো জায়গার বড় অভাব...
..
এক সপ্তাহ পরেই সেখানে আরেকবার গেলাম, ভাবলাম সুন্দর জায়গাটা আরেকবার দেখে আসি..
...
দেখলাম অগুনতি মানুষ, বৈশাখী মেলার মতো অবস্থা...
মানুষের মধ্যে উঠতি বয়সী ছেলেমেয়েই বেশি...
মেয়েরা তাদের বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্টফ্রেন্ডের সাথে ঘুরছে, টিস্যু দিয়ে মুখ মুছে সে টিস্যু ছুড়ে দিচ্ছে পানিতে...
পানির ঢেউয়ের সাথে চিপসের প্যাকেট, সিগারেটের গোড়া, প্লাস্টিকের বোতল, ক্যান, পলিথিন ভাসছে, সব এসে জড়ো হয়েছে রাস্তার দু'পাশে পানিতে...
ঢাকার নর্দমাগুলো যেমন হয়...
...
ছোট ছোট কিছু গাছ ছিল, সেগুলো দেখে মনে হলো ছাগল বা গরুতে মুড়িয়ে খেয়ে নিয়েছে...
..
হঠাৎ করেই এলাকায় বাইরের মানুষের সমাগম..
তাই বিয়েবাড়ির মতো কটকটে হলুদ রঙের প্যান্ডেলের কাপড় দিয়ে কয়েকজন স্থানীয় লোক ফুচকা-চটপটির দোকান দিয়ে বসেছে...
সেখানকার সব কিচেন ওয়াস্টেজ ফেলছে পাশেই পানিতে...
.....
আমি সবসময়ই প্রকৃতিপ্রেমী মানুষ ... এত সুন্দর পরিবেশটার এত দ্রুত নর্দমায় পালটে যাওয়া দেখে কান্না আসছিলো আর হচ্ছিলো নিজের উপর রাগ...
এর দায় কিছুটা হলেও তো আমার উপর বর্তায়!
...
সেদিনের পর থেকে আমি পাবলিক প্লেসে এরকম অচেনা অজানা নিরিবিলি লোকেশনগুলো ডিজক্লোজ করা বন্ধ করে দিলাম..
আসলে on average আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই ধ্বংসাত্মক একটা টেনডেন্সি আছে...
সামান্য ফটোশেসনের জন্য কিছু মানুষ কৃষকের সূর্যমুখী বা সরিষাক্ষেত মাড়িয়ে দেয়। ক্ষেতের ভিতরে যেয়ে দাঁড়ায়, বসে এবং অনেকে শুয়েও পড়ে...
চিন্তাও করে না কৃষকের বা প্রকৃতির ক্ষতির কথা...
..
সাইক্লিং শুরু করার পর থেকে গত কয়েক বছরে মাশাল্লাহ এমন সব চমৎকার জায়গায় গিয়েছি সেগুলো অনেক প্রো-মোটরবাইকারও চোখে দেখে নাই, আর আমজনতা তো দূরেই থাক...
...
কমেন্টে আর ইনবক্সে অনেকেই লোকেশন জানতে চান। কমেন্টে কখনোই লোকেশন জানাই না এবং ইনবক্সেও শুধুমাত্র গুটিকয়েক মানুষকেই জানাই যাদের উপর ভরসা করা যায়।
..
প্রকৃতি সুন্দর, তাকে সুন্দর রাখতে হলে কিছু কিছু বিষয়ে একটু হলেও স্ট্রিক্ট হতে হয়।
I must be cruel only to be kind.
...
শিশির রহমান,
এপ্রিল ২৬, ২০২১