![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হৃদয় আকাশ থেকে প্রতিনিয়ত ঝড়ছে কিছু জল। জলগুলো স্বচ্ছ নাকি অস্বচ্ছ?
উড়োচুল-দুল-ফুল আর জোড়া ভ্রু-চঞ্চল চোখ। কপালের কালোটিপ কিংবা কপোলের কালোতিল। নরম গালের নোনাজল কিংবা হীরকতুল্য ঘর্ম বিন্দু। বাঁকা ঠোঁটে কাঁচভাঙা হাসি কিংবা মুখফোলানো অভিমান। মিষ্টি-মৃদু কণ্ঠের ঝড়া সুর কিংবা রাগিনী প্রলাপ। আঁচলের উল্লাস কিংবা উড়ন্ত ওড়নার নিবিড় ছোঁয়া। জোড়া হাতের লাতানো আঙুল আর কোমল পদযুগলের সুশান্ত চলন। অবগুণ্ঠিত কটিদেশ-নাভিকমল আর রক্তিম উরুযুগল। দু উরুর গোপন সন্ধিস্থল, খাড়া নিতম্ব-বক্ষোজজোড়... নারীর সর্বাঙ্গজুড়ে- সবকিছুতেই প্রেমের পরশ প্রাচুর্যময়; কিন্তু কঠোরতার দেবতা পুরুষের মাঝে প্রেম কোথা রয়?
হয়তো সন্তানের সঙ্গে পিতৃস্নেহতুল্য শাসন কিংবা সঙ্গিনীর সঙ্গে অনুরাগমিশ্রিত স্তম্ভিত অভিমানের পর, অমিতসাম্ভব্য আবেগমথিত গোপন অশ্রুতে পুরুষের প্রেম মিশে রয়!
©somewhere in net ltd.